এবার কাজের কথায় আসা যাক।আমি ধরে নিলাম আপনাদের মোবাইলেBlueFTPআছে।না থাকলে ডাউনলোডকরে নিন।
BlueFTP (TipsFair24.Com).jar

এবার আপনার পছন্দের আইকন সহ একটি থিম
সিলেক্ট করুন যেটাতে আপনার পছন্দের
ছবি (wallpaper/backgroung) লাগাতে চান।
এবার ভিতরের সব ফাইল্গুলো মার্ক করুন।
এবংextractকরুন যে কোনো একটি
ফোল্ডারে। তারপর যে ছবিটি আপনিwallpaper/
backgroundহিসেবে দিতে চান সেটিকে

এই থিমের ইমেজটির নামে হুবুহু রিনেম করুন।

তারপর প্রদত্ত ইমেজটিকে কপি করে ঐ
ফোল্ডারে পেস্ট করুন। নিচের মত একটিwarningদিবে,
আপনিoverwriteসিলেক্ট করুন।
এখন ঐ ফোল্ডারের সবগুলো ফাইল্কে
মার্ক করেcompressকরুন .nth হিসেবে। স্ক্রিণশট
নিচে।

এবার আপনার বানানো থিমটিapplyকরে
দেখুন চমক। এভাবে আপনি আপনার পছন্দ মত
থিম তৈরি করতে পারবেন। কথা ও আতকে
গেলে কমেন্ট করুন।

ছোট ভাইয়ের সাইট একবার ভিজিট করুন
TipsFair24.Com

4 thoughts on "এবার আপনার নকিয়া জাভা ফোন দিয়ে নিজের পছন্দের থিম বানান খুব সহজে। [স্ক্রিনশট সহ দেখে নিন।]"

  1. nahid22 Contributor says:
    হ্মম্ম
    1. Lovelu hossain Contributor says:
      Vai java phone diye oi rokom phoner setting er screenshot kamney tulsen aktu bolen plz.
  2. salauddin Contributor says:
    বন্ধুর আমি জাভা পোন এ ইন্টারনেট চালাই আমি আমার বন্ধুদের সাথে Sms দিয়ে মজা করতে চাই আমি sms দিবো কিন্তু তারা আমার নাম্বার দেখতে পাবে না এমন কী কোন উপায় আসে থাকলে আমাকে বল plz
  3. Royal roy Contributor says:
    vai java phone diye kivabe ss nisen?

Leave a Reply