লুচ্চা ডাক্তার

এক লোক মানসিক রোগের
হাসপাতালে গিয়ে ডাক্তার কে
বলছে
“ডাক্তার সাহেব, আমার বৌ খুবই
খারাপ একটা মেয়ে।
প্রত্যেক রাতে সে আবুলের মদের
বারে যায় এবং একটা

পুরুষ ধরে আনে।
আসল ব্যাপার আরও খারাপ, যে পুরুষই
তাকে অফার করে
সে সাথে সাথে রাজি হয়ে যায়।
আমি পাগল হয়ে যাচ্ছি…
আমি এখন কি করব বলেন আমাকে
প্লিজ…”
ডাক্তার নিজে ভিতরে ভিতরে চরম
উত্তেজিত হয়ে বলে-
“শান্ত হন শান্ত হন…একটা গভীর
নিঃশ্বাস নেন… হ্যাঁ
এবার আমাকে বলেন মদের বার টা যেন
ঠিক কোন
জায়গায়??…”

3 thoughts on "[জোকস] লুচ্চা ডাক্তার।"

    1. Js Jakaria Contributor Post Creator says:
      সারা রাত গল্প বইলা সকালে বলে দেবদাস ছেলে না মেয়ে??? 😀

      মদের বার মানে মদের দোকান

  1. rupok12 Contributor says:
    loolllll………

Leave a Reply