ভালোবাসা সম্পর্কিত এমন পাঁচটি
বিষয় আছে যা অনেকেরই হয়তো
অজানা।…
কামোদ্দীপক খাবার:
আপনি জানেন কী চকোলেটকে কাম
বা ভালোবাসা সৃষ্টিকারী অন্যতম
খাবার হিসেবে ধরা হয়। কারণ
চকোলেটে ‘ফেনিলিথিলামাইন’
নামক উপাদান থাকে। যা আমাদের
শরীরে ভালোবাসার হরমোন
ডোপামিন এবং নরিপাইনফ্রিন
নির্গত করে। মূলত এই হরমোনের আমরা
প্রেমে পড়ি এবং কামভাব জাগ্রত হয়।
তাৎক্ষণিক আকর্ষণ:
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলা হয়,
ইচ্ছাকৃতভাবে প্রেমে পড়া যায় না,
আসলে এটা হয়ে যায়। আপনি শুনে
অবাক হবেন যে, কারো প্রতি আকৃষ্ট
থেকে চার মিনিট সময় লাগে।
এরমধ্যেই আপনি সম্পর্ক করার
ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।
তবে ৫৫% ক্ষেত্রে প্রেমে পড়ার জন্য
বডি ল্যাংগুয়েজই যথেষ্ট।
একগামী প্রাণি:
বহুগামিতা শুধু মানুষের মধ্যেই
সীমাবদ্ধ নয়। অন্যান্য প্রাণিদের
মধ্যে এই ব্যাপারটি ব্যাপক দেখা
যায়। বিজ্ঞানীদের মতে, স্তন্যপায়ী
প্রাণীদের মধ্যে মাত্র তিন শতাংশ
সামাজিকভাবে বহুগামী নয়। যেসব
প্রাণি সারা জীবন একজনমাত্র
সঙ্গীর সঙ্গে জীবন কাটিয়ে দেয়
এবং তারা হচ্ছেন- উল্লুক, রাজহাঁস,
নেকড়ে, আলবাট্রস, পেঙ্গুইন, ঈগল এবং
উইপোকা।
প্রাকৃতিক ব্যথানাশক:
আপনার প্রিয় কোনো ছবির দিকে
তাকিয়ে থাকুন বা ছবি সম্পর্কে
চিন্তা করুন। এতে শরীরে
দেহে প্রাকৃতিক ব্যথানাশক
হিসেবে কাজ করে।
ব্রোকেন হার্ট সিনড্রোম:
এটি চাপ উদ্দীপক
কার্ডিওমায়োপ্যাথি হিসেবে
পরিচিত। আবেগীয় কোনো চাপের
ঘটনার কারণে এটি ঘটতে পারে।
যেমন, সম্পর্ক ভাঙন। এর ফলে হঠাৎ বুকে
ব্যথা হতে পারে।
ভাইয়া আমার সাইটে আপনার দাউয়াত রইল♩দয়া করে আসবেন >> PostMaza.com<<