বিসমিল্লাহির রহমানির রহীম,
পরম করুনাময় আল্লাহর নামে শুরু।
একটি চরম “নিস্বার্থ ভালবাসার
ঘটনা”
পড়ে দেখুন চোখে পানি আসবেই
.
এক বাদশাহ্ -এর একজন বুদ্ধিমান
মন্ত্রি ছিল। তো ঐ মন্ত্রি হঠাৎ
করে কাউকে না জানিয়ে তার
মন্ত্রিত্বের
ক্ষমতা ছেড়ে দিল। তো একদিন যখন
বাদশাহ্ তাকে মন্ত্রি সভায়
অনুপস্থিত
দেখল। তার অন্যান্য মন্ত্রিদের
জিজ্ঞাসা করল যে সে কোথায়-?
তো একজন মন্ত্রি বলল যে,
সে তো মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে
আল্লাহর
এবাদতে লিপ্ত হয়ে গেছে।অতঃপর
বাদশাহ্
তার কাছে গেলেন এবং
জিজ্ঞাসা করলেন
যে, হে মন্ত্রি!! তুমি আমার মধ্যে কি
ভুল
দেখেছো যে কারণে মন্ত্রিত্ব
ছেড়ে দিলে-?
মন্ত্রি উত্তরে বললেন ৫ টি
কারণেঃ—
১নং কারণঃ- এই যে, আপনি বসে
থাকতেন
আর আমাকে আপনার
সামনে দাড়িয়ে থাকতে হত। আর
এখন
আমি এমন খোদার পূঁজা করি যেই
খোদা আমাকে নামাযের মধ্যে
তাঁর
সামনে বসার হুকুম দিয়েছেন।
২নং কারণঃ- এই যে, আপনি যখন
খানা খেতেন তখন আপনাকে আমার
হেফাজত করতে হত। আর এখন আমি এমন
রিযিক দাতার পূঁজা করি যে নিজে
খায়
না কিন্তু আমাকে খাওয়ায়।
৩নং কারণঃ- এই যে, আপনি যখন
ঘুমাইতেন
তখন আপনাকে আমার পাহাড়া
(চৌকিদার)
দিতে হত। আর এখন আমি এমন খোদার
পূঁজা করি যে সে নিজে ঘুমায়
না বরং আমি যখন ঘুমাই তখন
সে আমাকে পাহড়া দেই।
৪নং কারণঃ- এই যে, আমি সর্বদায়
এই
ভয়ে থাকিতাম যে যখন আপনি
মারা যাবেন
তখন হইত আপনার দুশমনরা আমাকে আহত
করবে অথবা মেরে ফেলবে। আর এখন
আমি এমন খোদার পূঁজা করি যে
কোন
দিনও মরবে না সুতরাং তাঁর কোন
দুশমন
আমাকে আহত
অথবা মেরে ফেলতে পারবে না।
৫নং কারণঃ- এই যে, আপনাকে ভয়
করতাম
এই কারণে যে যদি আমার দ্বারা
কোন
গোনাহ্ হয়ে যেত মাফ করতেন না।
আর
আমি এখন এমন খোদার
পূঁজা করি যে আমি প্রতি দিন শত শত
গুনাহ্
করি আর সে আমাকে মা’ফ করে
দেয়।
(বিঃ দ্রঃ আসোল এটা একটা খুবই
হার্ট
টাচিং আশা করি সবারই ভাল
লাগবে। আর
মানুষ মাত্রই ভুল তাই লেখায় ভুল
হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

প্রিথিবীর সবথেকে বিখ্যাত বাংলা টেক সাইট থেকে ঘুরে আসুন > PostMaza.Com <<

8 thoughts on "এক নির্স্বাথ ভালবাসার গল্প পরে দেখুন চোখে পানি আসবেই"

  1. Mdsifat Contributor says:
    ভাই আমি নতুন একটা পোস্ট করছি
    কিন্তু এখানে সেটা আসতেছে না..
    কেন ভাই
    1. Princezzzzz Contributor Post Creator says:
      apni author na tai
  2. Mdsifat Contributor says:
    Author কি করে হয়
  3. Rashed Khan Contributor says:
    পৃথিবী বানানও লিখতে পারিস না আবার পোস্ট করিস
  4. sujon mia Subscriber says:
    রাসেদ মিয়া নাকি, আপনি হয়তো জানেন ভুল কিন্তু মানুষ মাত্রই হয়। আমার মনে হয় আপনার কোনদিন কোন কাজে ভূল হয় নি।
    1. Princezzzzz Contributor Post Creator says:
      hmm.. bro tnx
  5. afzalhossain Contributor says:
    khob valo bro….and tnx…

Leave a Reply