টুথপেস্টের যে ১০টি ব্যবহার আপনার
দৈনন্দিন জীবনকে করে তুলবে আরও
সহজ। সেগুলো হলঃ

১। আপনার ফোনের স্ক্রিনের
ছোটখাটো দাগ দূর করতে টুথপেস্ট খুবই
কার্যকরী।
২। আপনার শখের পিয়ানোর কী গুলি খুব
সহজেই পরিস্কার করতে পারবেন
টুথপেস্ট দিয়ে।
৩। টেবিলে কাপ বা গ্লাস রাখলে
তাতে পানির দাগ পরে যায়। এগুলি দূর

করতে পারেন টুথপেস্ট ব্যবহার করে।
৪। সিডি বা ডিভিডির দাগ দূর করুন
টুথপেস্ট দিয়ে।
৫। টেবিলে মার্কারের দাগ পরলে তা
খুব সহজেইপরিস্কার করতে ব্যবহার করুন
টুথপেস্ট।
৬। জুতার নিচের সাদা অংশ ময়লা হয়ে
গেলে তা পরিস্কার করতে ব্যবহার করুন
টুথপেস্ট।
৭। কাপরের দাগ পরিস্কার করতে
টুথপেস্ট অধিক কার্যকরী।
৮। হাত-পায়ের নখ পরিষ্কার করতে
ব্যবহার করতে পারেন টুথপেস্ট।
৯। চুলে বা কাপরে চুইংগাম লেগে
গেলে তা তুলতে ব্যবহার করুন টুথপেস্ট।
১০। ইলেকট্রিক স্ত্রির দাগ পরিষ্কার
করুন টুথপেস্ট দিয়ে

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

One thought on "টুথপেস্টের যে ১০টি ব্যবহার আপনার দৈনন্দিন জীবনকে করে তুলবে আরও সহজ।"

  1. Oleraj Author says:
    Sabdhan Masud Rana.txt এই রকম .txt Format এ বাংলা বই ডাউনলোডের লিংক দিন।।
    please…..

Leave a Reply