৫৪ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসছেন আর্জেন্টাইান
ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যরাডোনা।আসছে ১৩ ডিসেম্বর
মহাধুমধামে হবে বিয়ের অনুষ্ঠানটি।যেখানে উপস্থিত
থাকবেন পোপ ফ্রান্সিস। ম্যারাডোনা খুব করে চাইছেন,
তাদের বিয়েটা পোপ নিজেই পড়ান।
পাত্রী আর কেউ নন, তার দীর্ঘদিনের বান্ধবী ২৫ বছরের
রোসিও অলিভা। যার সঙ্গে অনেক দিন ধরেই লিভ টুগেদার
১৯৮৪ সালে ক্লদিয়া ভিয়াফানিকে বিয়ে করেন
ম্যারাডোনা। কিন্তু বনিবনা না হওয়ায় ২০০৪ সালে তাদের
বিবাহ বিচ্ছেন ঘটে। ম্যারাডোনার দুটি মেয়ে রয়েছে।
বিয়ের অনুষ্ঠানের জন্য নাকি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে
দিয়েছেন ম্যারাডোনা। বিশ্বের অনেক দেশেই তার বন্ধৃ
বান্ধব রয়েছে। বিয়েতে তাদের দাওয়াত করা হবে বলে মনে
করা হচ্ছে। এমনকি রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের
ব্যক্তিরাও উপস্থিত থাকতে পারেন ম্যারাডোনার দ্বিতীয়
বিয়ের অনুষ্ঠানে।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com