সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভাল আছেন।
এই নিয়ে আমার ১০ টি মুভি রিভিউ দেয়া হয়েছে।
সময় চুরি করে রিভিউ দিতে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আমি।
আপনাদের সাড়া পেলে আর রিভিউ দেয়া হবে।
আর বক বক করব না।
মুল কাজে চলে যাচ্ছি।
Movie Name : ? Bharat Ane Nenu
Language:Telegu
Release Date:20 April,2018
Genere:Political Action Thriller
Cast:Superstar Mahesh,Kiara Advani
IMDb Rating:9.3/10
? মুভি রিভিউ ?
অবশেষে দেখলাম সুপারস্টার মহেশ বাবুর ভারত আনে নেনু মুভিটি। পলিটিকাল অ্যাকশন থ্রিলারধর্মী মুভিটি নির্মাণ করেছেন শ্রীমান্থুডু খ্যাত নির্মাতা কোরাতলা শিবা।ভারত আনে নেনুর মাধ্যমে তিনি আবার প্রমাণ করলেন তিনি আসলেই জোস।২ ঘন্টা ৪৭ মিনিটের মুভিটির এক মিনিটও টেনে দেখতে হয় নি এবং একটুও বোরিং লাগে নি।এত বড় দৈর্ঘ্যর মুভিটি আমার মনে কাছে খুব তাড়াতাড়িই শেষ হয়ে গেছে।মুভিটি মূলত একজন সফল মুখ্যমন্ত্রী কিভাবে সফলভাবে রাজ্য চালায় সেটা নিয়ে।
সফল মুখ্যমন্ত্রী হিসেবে ভারত(মহেশ বাবু)অভিনয় করেছেন।পুরো বাস্তবের মতোই লেগেছে।অভিনয়ের কোন ঘাটতি নেই।যেটুকু এক্সপ্রেশন দেওয়া দরকার মহেশ বরাবরের মতো এটাতেও করেছে।নেই কোন ওভার অ্যাক্টিং,নেই কোন ন্যাকামো মার্কা অভিনয়। এ সিনেমায় তার অভিনয় অন্যসব মুভির চেয়ে ভালো হয়েছে।তিনি যে সুপারস্টার সেটা এই অভিনয় দিয়ে আবার প্রমাণ করলেন।মুভিতে তার সবচেয়ে বেশি ভালো লেগেছে সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য।আহা!প্রাণটা জুড়ে যায় ঐ সময়ের অভিনয়টা দেখে।মহেশ ছাড়া হিরোইন কিয়ারা আদভানীকেও অনেক ভালো লাগেছে।প্রকাশ রাজ বরাবরের মতো ভালো অভিনয় করে গেছে।তিনি মূলত ছবিতে নেগেটিভ রুলে ছিলেন।নেগেটিভ রোলে তিনি যে দূর্দান্ত সেটা আবার প্রমাণ হলো।
মুভিটির চিত্রনাট্য খুবই স্ট্রিং।দুজায়গায় অ্যাকশন দৃশ্য থাকলেও উরাধুরা অ্যাকশন নেই।যেটুকু ছিলো ঐটুকুই যথেষ্ট।অহেতুক আজগুবি মার্কা মারামারি বেশি না থাকাই ভালো।আমিও উরাধুরা মাইর অতটা পছন্দ করি না।তাই আমার কাছে সিনেমার যেটুকু অ্যাকশন দৃশ্য ছিলো ঐটুকুই অনেক ভালো লাগছে।
তেলেগুর পাবলিকরা এবার ভালো জিনিস ভালো করেই হজম করছে এবং করেই যাচ্ছে।এরকম সিনেমা পছন্দ না করার কোন কারনই নেই।স্পাইডারের পর এবার তারা আর ভূল করে নি।সাদরেই গ্রহন করলো সিনেমাটি।
মুভিটি সবনিয়ে অসাধারন একটা মুভি।গতবছরের মের্সালের পর এ বছরও আরো একটি অসাধারন মুভি দেখলাম।মুভিটতে রেটিং দিতে গেলে আমি ১০ এ ৮ দিবো।কিন্তু প্রিয় মহেশবাবুর অভিনয়ের জন্য আরো ০.৫ দিবো।অর্থাৎ সবমিলিয়ে ১০ এ ৮.৫ দিলাম।
আজ ২৫ তারিখ এই ৫ দিনেই ১২৫ কোটি টাকা আয় করল এই মুভিটি।
এই মুভির এখনি সাবটাইটেল চেয়ে নিজে লজ্জিত হবেন না। Bsub পেতে আমার পেইজে লাইক দিয়া Active থাকুন।
Quality: DVDScr 720p | 480p | Hevc
Size: 1.4 GB | 700 MB | 400 MB | 200 MB
Hevc | 200 MB
Movie Downlod Link Click Here
480p | 400 MB
Movie Downlod Link Click Here
720p | 700 MB
Movie Downlod Link Click Here
720p | 1.4 GB
কিভাবে ডাওনলোড করবেন মুভি টা তা সকলেরই কম বেশি জানা আছে তাই আর সেই বিষয় নিয়া কথা বলতেছি না। তারপর ও কার ও ডাওনলোড করতে প্রবলেম হলে আমাকে সরাসরি Inbox করুন অথবা Comment করুন।
আপনাদের কারও মুভি Requested থাকলে আমাকে এখানে জানান। আর আমার পেইজ টি ভাল লাগলে একটা লাইক দিবেন আসা করি।
Click Here Page
আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Watching
support team review my post
Sub chara dekhe ki lav bolen??
Apni telegu kototuku bujhen?
apni ki tamil bujen??
।।
তারপর মুভি দেখুন না হয় ৪ মাস অপেক্ষা করুন।