রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠার অপেক্ষায়। মাত্র ৮ দিন পরই শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অব আর্থ’। ৩২ দল নিজেদের প্রস্তুতি শুরু করেছে মাসখানেক আগের থেকেই। প্রস্তুতি ম্যাচ গুলোও শেষ প্রান্তে।
তারকা ফুটবলররা নিজেদের স্কোয়াডে যোগ দিয়ে শুরু করেছেন অনুশীলন। ৩২ দলের চূড়ান্ত স্কোয়াড নিশ্চিত হয়েছে মঙ্গলবার। চূড়ান্ত স্কোয়াডের মধ্য দিয়ে বেশ কিছু মজাদার তথ্যও বের হয়েছে। পাঠকদের জন্য তা দেওয়া হল
নতুন উচ্চতায় রাফা মার্কেজ: তৃতীয় খেলোয়াড়র হিসেবে পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রাফা মার্কেজ। এর আগে এ কীর্তি গড়েছেন আন্তোনিও কারবাজাল (মেক্সিকো, ১৯৫০-১৯৬৬) ও লোথার ম্যাথাউস (জার্মানি, ১৯৮২-১৯৯৮)। ম্যাথাউস-কারবাজালের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি মেক্সিকোর মার্কেজের সামনে।
ব্যক্তিগত গোল: এবারের বিশ্বকাপে মোট খেলোয়াড় সংখ্যা ৭৩৬জন। এদের মধ্যে মাত্র ৫৩ খেলোয়াড় বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। থমাস মুলার সর্বোচ্চ ১০ গোল নিয়ে সবার ওপরে রয়েছে। এরপর আছেন জেমস রদ্রিগেজ (৬), টম চাহিল, গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ (৫)।
সবথেকে বেশি বয়সি ফুটবলার: এসাম এল হাডারি এবারের বিশ্বকাপে সবথেকে বয়স্ক ফুটবলার। ৪৫ বছর ৫ মাস বয়সি এ ফুটবলার খেলবেন মিশরের হয়ে। গোল রক্ষক হিসেবে মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন এসাম এল হাডারি।
সবথেকে কম বয়সি ফুটবলার: অস্ট্রেলিয়ার ওয়েঙ্গার ড্যানিলে আরজানি এবারের বিশ্বকাপে সবথেকে কম বয়সি ফুটবলার। ১৯ বছর ৫ মাস বয়সি এ ফুটবলারের এবার অভিষেক হচ্ছে।
ম্যানচেষ্টার সিটির দাপট: বিশ্বকাপে এবার ম্যানচেষ্টার সিটির দাপট। কিভাবে? ম্যানচেস্টার সিটির ১৬ খেলোয়াড় এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। রিয়াল মাদ্রিদের ১৫ খেলোয়াড় খেলবেন বিশ্বকাপে। এছাড়া বার্সেলোনার ১৪ জন খেলোয়াড় আছেন।
ম্যাচ সংখ্যা: এবারের বিশ্বকাপে রাফা মার্কেস ও জাভিয়ের মার্চেরানো রেকর্ড গড়তে যাচ্ছেন। বিশ্বকাপে সর্বোচ্চ ১৬টি ম্যাচ খেলেছেন রাফা মার্কেজ ও জাভিয়ের মাশচেরানো। লিওনেল মেসি বিশ্বকাপে ম্যাচ খেলেছেন ১৫টি, মেসুত ওজিল ১৪টি । ১৩টি করে ম্যাচ খেলেছেন থমাস মুলার, ম্যানুয়েল নুয়্যার, সার্জিও রামোস, ও ক্রিস্টিয়ানো রোনালদো।
এই ছোট ভাইয়ের চ্যানেল টি যদি Subscribe করতে তাইলে ভীষণ উপকৃত হতাম ধন্যবাদ
5 ta ballon dior…
5 ta boot
32 ta club trophy
2008 olimpic gold winner
2007,2015,2016 copa final khelce
2014 wc ar golden ball winner&final khelce…
dukko aktai international trophy nai…