ঈদের ৩য় দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-

১) দানব (মোশারফ করিম, জুই করিম), পরিচালনা- আজাদ কালাম, দুপুর ২.১০ মিনিট, বাংলা ভিশন।

২) যাত্রাপথের গল্প (আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা), পরিচালক- আরিফ খান, দুপুর ২.২০ মিনিট, এনটিভি।

৩) হিটলারের মৃত্যু চাই (মোশারফ করিম), পরিঃ- আরিফ রহমান, দুপুর ২.৩০ মিনিট, চ্যানেল আই।

৪) রত্নগর্ভা (দিলারা জামান, চঞ্চল), পরিঃ- সাগর জাহান, দুপুর ২.৩০ মিনিট, চ্যানেল ৯।

৫) আমি বিবাহ করিবো না (জাহিদ হাসান, পিয়া বিপাশা), পরিঃ- জাকিউল ইসলাম রিপন, বিকাল ৪.৩০ মিনিট, চ্যানেল আই।

৬) মি. বয়ফ্রেন্ড (সিয়াম, মেহজাবিন), পরিঃ- খায়রুল পাপন, বিকাল ৫.১০ মিনিট, মাছরাঙা।

৭) প্রিয় অপ্রিয় প্রিয় (দিনার, তারিন), পরিঃ- রহমতুল্লাহ তুহিন, সন্ধ্যা ৬টা, বাংলা টিভি।

৮) ঠিকানা (মোশারফ করিম, রিচি), পরিঃ- তুহিন হোসাইন, সন্ধ্যা ৭.০৫ মিনিট, আরটিভি।

৯) বৃত্ত (চঞ্চল, তিশা), পরিঃ- আবু হায়াত মাহমুদ, সন্ধ্যা ৭.৩০ মিনিট, জিটিভি।

১০) শবনমের সংসার (মিলন, প্রভা), পরিঃ- সেতু আরিফ, সন্ধ্যা ৭.৩৫ মিনিট, দেশ টিভি।

১১) পূর্ণদৈর্ঘ্য প্রেম (নিশো, তানজিন তিশা), পরিঃ- তুহিন হোসাইন, রাত ৮টা, একুশে টিভি।

১২) ফেইসবুক ছাড়ার ৬টি উপায় (ইরেশ জাকের, সেলিম), পরিঃ- মিজানুর র. আরিয়ান, রাত ৮.০৫ মিনিট, এনটিভি।

১৩) যমজ ১০ (মোশারফ করিম), পরিঃ- আজাদ কালাম, রাত ৮.৩০ মিনিট, আরটিভি।

১৪) কথা রেখে দিলাম (জোভান, সাবিলা), পরিঃ- সাগর জাহান, রাত ৮.৩০ মিনিট, বাংলা ভিশন।

১৫) আগুন (নিশো, মেহজাবিন), পরিঃ- মুরসালিন শুভ, রাত ৮.৩০ মিনিট, এস.এ টিভি।

১৬) জলরং (জোভান, তানজিন তিশা), পরিঃ- তুহিন হোসাইন, রাত ৮.৩০ মিনিট, এটিএন বাংলা।

১৭) সানাই (নিলয়, মম), রাত ৯টা, দীপ্ত টিভি।

১৮) ভাইব্রাদার এক্সপ্রেসঃ
সোনালি ডানার চিল (মেহজাবিন), পরিঃ- আশফাক নিপুণ, রাত ৯.৩৫ মিনিট, চ্যানেল আই।

১৯) অথবা শ্রাবণের বৃষ্টিতে (মৌ, দিনার), পরিঃ- অঞ্জন আইচ, রাত ১০টা, আরটিভি।

২০) যখন সবকিছু থেমে যায় (নিশো, মোনালিসা), পরিঃ- সুমন আনোয়ার, রাত ১০.৩০ মিনিট, মাছরাঙা।

২১) অন্ধ বিহঙ্গ (সজল, নাদিয়া নদী), পরিঃ- ইমরাউল রাফাত, রাত ১১টা, দীপ্ত টিভি।

২২) বিউটি বদু (শখ), রাত ১১টা, জিটিভি।

২৩) বিবাহ বিভ্রাট, পরিঃ- সাইমুন ইসলাম, রাত ১১.০৫ মিনিট, আরটিভি।

২৪) বৃষ্টি ভেজার দিন (নিশো, মিলি), পরিঃ- সাজ্জাদ সুমন, রাত ১১.১০ মিনিট, এনটিভি।

২৫) আঙুর বালা (নিশো, মৌসুমি হামিদ), পরিঃ- সুমন আনোয়ার, রাত ১১.৩০ মিনিট, এটিএন বাংলা।

২৬) স্বপ্নগুলো খুঁজে তোমায় (সজল, রিচি), পরিঃ- চয়নিকা চৌধুরী, রাত ১১.৩০ মিনিট, মাছরাঙা।

২৭) পাশাপাশি (অপূর্ব, মেহজাবিন), পরিঃ- ইমরাউল রাফাত, রাত ১১.৪৫ মিনিট, আরটিভি।

Join Our Group : Tech Master’s BD

Follow Me On FB Shoyeb Islam

ধন্যবাদ 🙂

 

13 thoughts on "ঈদের ৩য় দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-"

  1. Support Trickbd Author says:
    Gd But Title A By দিয়ে কোনো কিছুর নাম দেওয়া যাবে না ।তো জলদি ওটা রিমুভ করুন
    1. Shadin Contributor says:
      Reported
    2. Shoyeb Islam Author Post Creator says:
      Tnqu Bro And done.edit
  2. Js Subscriber says:
    New Forum Site Registration Kore Post Korun BDMehedi24.Wapka.Mobi 100 Credit 10tk Mobile Recharge
    1. Support Trickbd Author says:
      ভাই এর পরে স্পেম করলে আইডি হারাবেন
  3. ibrahim_khalil Contributor says:
    ei post e chai
    1. Shoyeb Islam Author Post Creator says:
      TnQu
    1. Shoyeb Islam Author Post Creator says:
      Report Kno Vaia?
    2. Shadin Contributor says:
      টাইটেলে
      By Tech Master’s BD
      লিখছিলেন।
      এজন্য।
  4. Shakib Al hasan Contributor says:
    Biswas natok ft Afran nisho 2018natok link ta den to plz

Leave a Reply