ঈদের ৫ম দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-

১) ছায়াগাছ (ভাবনা, জোভান), পরিচালনা- অনিমেষ আইচ, দুপুর ২.১০ মিনিট, বাংলা ভিশন।

২) মায়াজাল (লাভলু, শশী), পরিচালনা- সালাউদ্দিন লাভলু, দুপুর ২.২০ মিনিট, এনটিভি।

৩) আবার এলো যে সন্ধ্যা (সেলিম, আবুল হায়াত, দিলারা জামান, মিশু), পরিঃ- আবু হায়াত মাহমুদ, বিকাল ৪.৩০ মিনিট, চ্যানেল আই।

৪) ফ্রেন্ডস উইদ বেনিফিটস (সাজ্জাদ, সাবিলা), পরিঃ- জিয়াউল হক পলাশ, বিকাল ৪.৩০ মিনিট, চ্যানেল ৯।

৫) আস্থা (মোশারফ করিম), পরিঃ- জিয়াউর রহমান জিয়া, সন্ধ্যা ৭.০৫ মিনিট, আরটিভি।

৬) যে কথা হয়নি বলা (আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া), পরিঃ- রুবেল হাসান, সন্ধ্যা ৭.৩০ মিনিট, জিটিভি।

৭) বাবা (তওসিফ, বাবু), পরিঃ- রুমান রনি, সন্ধ্যা ৭.৩৫ মিনিট, দেশটিভি।

৮) ফুল হাতা হাফ শার্ট (সাজ্জাদ, তানজিন তিশা), পরিঃ- মাবরুর রশীদ বান্নাহ, সন্ধ্যা ৭.৪০ মিনিট, চ্যানেল আই।

৯) একটু হাসো (তাহসান তিশা), পরিঃ- মাবরুর রশীদ বান্নাহ, সন্ধ্যা ৭.৫০ মিনিট, বাংলা ভিশন।

১০) রঙিন খামে ধুলো পড়া স্মৃতি (নিশো, মেহজাবিন), পরিঃ- মিশুক মনি, রাত ৮টা, এশিয়ান টিভি।

১১) ৩৬ ডিগ্রী সেলসিয়াস (আজাদ আবুল কালাম, মৌসুমি হামিদ), পরিঃ- তানিম পারভেজ, রাত ৮.০৫ মিনিট, এনটিভি।

১২) অন্য রকম ভালোবাসা (সজল, তানজিন তিশা), রাত ৮.১০ মিনিট, বৈশাখী।

১৩) মাখন মিয়ার শিক্ষিত বউটা (জাহিদ হাসান, তিশা), পরিঃ- সাগর জাহান, রাত ৮.৩০ মিনিট, আরটিভি।

১৪) একদিন বৃষ্টিতে (জোভান, সাবিলা), পরিঃ- রাহাত মাহমুদ, রাত ৯টা, দীপ্ত টিভি।

১৫) রং বদল (নিশো, মেহজাবিন), পরিঃ- মহীদুল মহিম, রাত ৯টা, মাছরাঙা।

১৬) টগরের বাসরঘর (জাহিদ হাসান), রাত ৯.০৫ মিনিট, বাংলা ভিশন।

১৭) অনুপ্রবেশ (সোহানা সাবা), পরিঃ- শুভ্র খান, রাত ৯.৩০ মিনিট, জিটিভি।

১৮) ভাইব্রাদার এক্সপ্রেসঃ
লিটনের গরীবি ফ্ল্যাট (মুকিত, সামিয়া অথৈ), পরিঃ- মুমিন বিশ্বাস ও লোটাস মজুমদার, রাত ৯.৩৫ মিনিট, চ্যানেল আই।

১৯) মেঘ প্রান্তরে একা (মিলন, উর্মিলা), পরিঃ- চয়নিকা চৌধুরী, রাত ১০টা, আরটিভি।

২০) যদি জানতে (রিয়াজ, শশী), পরিঃ- সকাল আহমেদ, রাত ১০.৩০ মিনিট, মাছরাঙা।

২১) হৃদয় আছে যার (মনোজ, টয়া), রাত ১১টা, দীপ্ত টিভি।

২২) বাইকার (সাজ্জাদ, তানজিন তিশা), পরিঃ- মাবরুর রশীদ বান্নাহ, রাত ১১.০৫ মিনিট, আরটিভি।

২৩) টানাপোড়ন (ওমর আয়াজ অনি, তিশা), পরিঃ- আবু হায়াত মাহমুদ, রাত ১১.১০ মিনিট, এনটিভি।

২৪) দখিনা পবন (সজল অপর্ণা), পরিঃ- সাকাওয়াত শিবলী, রাত ১১.৩০ মিনিট, মাছরাঙা।

২৫) ডাকাতের বউ ( নিশো, তিশা), পরিঃ- আবু হায়াত মাহমুদ, রাত ১১.৪৫ মিনিট, আরটিভি।

২৬) স্বপ্ন এনেছি কুড়িয়ে (সাজ্জাদ, মেহজাবিন), পরিঃ- সাইদুর রহমান রাসেল, রাত ১১.৫৫ মিনিট, বাংলা ভিশন।

Join Our Group : Tech Master’s BD

Follow Me On FB Shoyeb Islam

ধন্যবাদ 🙂

9 thoughts on "ঈদের ৫ম দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-"

  1. IH Rony25 Contributor says:
    FREE 18GB in next 6 months for MyPlan migration! Migrate to MyPlan keeping your number same & enjoy 50 poisha/min call rate to any local operator. To migrate visit nearest GPC. Detail: https://goo.gl/qaMTp4.
  2. IH Rony25 Contributor says:
    Ai ta bujtaci na
  3. Mojahid Author says:
    এই ঈদে এখনো একটা নাটকও দেখা হয়নি।
  4. Silent-Arif Contributor says:
    Vai parle sheshe sob gulake eksathe kore ekta post koiren..
    ar ei khanei ki sob ase naki kisu bad gese natok?
    1. Shoyeb Islam Author Post Creator says:
      Sob Ase Kno Bad Jay Ni Vaia

Leave a Reply