ঈদের ৬ষ্ঠ দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-

১) জুনিয়র আর্টিস্ট লতিফ (নিশো, মৌসুমি হামিদ), পরিচালনা- সুমন আনোয়ার, দুপুর ২.১০ মিনিট, বাংলা ভিশন।

২) এক মুঠো রোদ্দুর (তিশা, ইমন), পরিচালনা- কৌশিক শংকর দাস, দুপুর ২.২০ মিনিট, এনটিভি।

৩) গৃহভৃত্য (নাসিম, রিচি), পরিঃ- তানিয়া আহমেদ, দুপুর ২.৩০ মিনিট, চ্যানেল আই।

৪) কলুর বলদ ২ (রিয়াজ, মিলি), পরিঃ- সাজ্জাদ সুমন, বিকাল ৪.৩০ মিনিট, চ্যানেল আই।

৫) আলোকন (অপূর্ব, সাবা), পরিঃ- তপু খান, বিকাল ৫.১০ মিনিট, মাছরাঙা।

৬) বুজুর্গ (মোশারফ করিম, আইরিন), পরিঃ- শাহজাদা মামুন, সন্ধ্যা ৭.০৫ মিনিট, আরটিভি।

৭) ডিজিটাল ফ্যামিলি, পরিঃ- নিয়াজ কামরান আবির, সন্ধ্যা ৭.৩০ মিনিট, জিটিভি।

৮) এক পায়ে জুতো, অন্য পা খালি (মোশারফ করিম), সন্ধ্যা ৭.৪০ মিনিট, বাংলা ভিশন।

৯) উপহার (তৌকির, সাবা), পরিঃ- মুশফিকুর রহমান গুলজার, সন্ধ্যা ৭.৪৫ মিনিট, চ্যানেল আই।

১০) যদি পড়ে মনে (সাজ্জাদ, প্রভা), পরিঃ- হাবিব শাকিল, সন্ধ্যা ৭.৪৫ মিনিট, চ্যানেল ৯।

১১) যত দূরে যাও (অপূর্ব, মিথিলা), রাত ৮টা, এশিয়ান টিভি।

১২) জীবন এখানে এমন (নিশো, তানজিকা), পরিঃ- মাবরুর রশীদ বান্নাহ, রাত ৮.০৫ মিনিট, এনটিভি।

১৩) শহরে নতুন প্রেমিক (নিশো, তিশা), পরিঃ- জাকারিয়া শৌখিন, রাত ৮.৩০ মিনিট, আরটিভি।

১৪) কাঁচের দেয়াল (নিশো, অথৈ), পরিঃ- বিপ্লব ইউসুফ, রাত ৮.৩০ মিনিট, এস.এ টিভি।

১৫) সাদা ফুল (নিশো, মম), পরিঃ- সুমন আনোয়ার, রাত ৯.০৫ মিনিট, বাংলা ভিশন।

১৬) ভাইব্রাদার এক্সপ্রেসঃ
পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল (সাফা, দিনার), পরিঃ- আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খান, রাত ৯.৩৫ মিনিট, চ্যানেল আই।

১৭) তাহার ফিরে আসা (ইমন, মম), পরিঃ- সরদার রোকন, রাত ১০টা, একুশে টিভি।

১৮) কিছুটা সময় ভুল ছিল (নাঈম, নিলা), পরিঃ- বদরুল আনাম সৌদ, রাত ১০.০৫ মিনিট, আরটিভি।

১৯) আহা প্রেম (সজল, মেহজাবিন), পরিঃ- চয়নিকা চৌধুরী, রাত ১০.৩০ মিনিট, মাছরাঙা।

২০) আমি তোমাকেই বলে দিবো (তওসিফ, সাফা), পরিঃ- তুহিন হোসাইন, রাত ১১.০৫ মিনিট, আরটিভি।

২১) খঞ্জনপুর (মনোজ, শবনম ফারিয়া), পরিঃ- সাজ্জাদ সনি, রাত ১১.১০ মিনিট, এনটিভি।

২২) মালা (মোশারফ করিম), পরিঃ- আবু হায়াত মাহমুদ, রাত ১১.২০ মিনিট, দেশটিভি।

২৩) অ্যাবনরমাল এফেয়ার (তওসিফ, মেহজাবিন), পরিঃ- মেহেদী হাসান হৃদয়, রাত ১১.৩০ মিনিট, এটিএন বাংলা।

২৪) তিলের নাড়ু অথবা বাবার গল্প (মিলন, মিলি), ফরহাদ আলম, রাত ১১.৩০ মিনিট, মাছরাঙা।

২৫) বউ শ্বাশুড়ি জিন্দাবাদ (সজল, নিপুণ), পরিঃ- জামান মল্লিক, রাত ১১.৪৫ মিনিট, আরটিভি।

২৬) দরদী মজনু (করিম, শখ), পরিঃ- সেলিম জামান, রাত ১১.৫৫ মিনিট, বাংলা ভিশন।

Join Our Group : Tech Master’s BD

Follow Me On FB Shoyeb Islam

5 thoughts on "ঈদের ৬ষ্ঠ দিনের একক নাটক ও টেলিফিল্মসমূহ-"

  1. god servant Contributor says:
    এই পোস্টে যে পিকটা দেখাচ্ছে ওটা কোন নাটকের অংশ।
  2. Minhaz Contributor says:
    মাছরাঙা টেলিভিশন এ ৮ টায় ইউটিউব তারকাদের নিয়ে ইউটিউবার্স programme আছে।
  3. aslam-munna Contributor says:
    Natoket Download Link Dile Valo Hoto…..

Leave a Reply