আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন ।
আল্লাহ্র রহমতেআশা করি ভালো আছেন ।
আজ আলোচনার বিষয় —–
৫টি ঘাতক বন্দুক সম্পর্কে________ ©একমিনিটে ১৬ লাখ গুলি বের হয় যে বন্দুক থেকে!©
ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া-সহ বিশ্বের শক্তিধর দেশগুলো একের পর এক ঘাতক বন্দুক বানাচ্ছে। এর মধ্যে কোনওটি থেকে ১৬ লাখ গুলি বেরোয়, কোনওটি আবার একসঙ্গে দুটো নিশানা বানাতে পারে।
এমনই ৫টি ঘাতক বন্দুক সম্পর্কে জেনে নিন।
১. এক্সএম ২৯: মার্কিন সেনারা এই ঘাতক বন্দুকটি ব্যবহার করে। এটি সেমি-অটোমেটিক স্মার্ট গ্রেনেড লঞ্চার। এর বিশেষত্ব হল একই সময়ে দুই জায়গায় একসঙ্গে নিশানা বানানো যায়। যে কোনও চলমান বস্তুকে নিখুঁত ভাবে টার্গেট করতে এর জুড়ি মেলা ভার।কোণায় লুকিয়ে থাকা কোনও লক্ষ্যবস্তুর সামনাসামনি না গিয়েও হামলা চালানো যায় এই বন্দুক দিয়ে। জঙ্গি হামলা কিংবা পণবন্দি বানানোর মতো ঘটনার মোকাবিলায় এটা খুব উপযোগী।
৪. রেল গান: ইলেকট্রোম্যাগনেটিক পাল্স-কে কাজে লাগিয়ে এই বন্দুক চালানো যায়। সেকেন্ডে ২.৪ কিলোমিটার বেগে ১৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। মার্কিন নৌবাহিনী ব্যবহার করে এই বন্দুক।
সুত্রঃ কালের কণ্ঠ অনলাইন ।
আজ এখানেই শেষ করলামশেষ কথাঃ
=পোষ্টটি ভালো লাগলে লাইক দিবেন ।
= কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ।
আর Trickbd সাথেই থাকবেন ।
তাই এই অস্ত্র গুলো দিয়ে আগে তাদের মারতে হবে ।
https://www.bd24live.com/bangla/mobile/article/1538632502/180155/index.html
হুবহু কপি পোস্ট
সোর্স লিংক কমেন্ট এ।