হ্যালো কি অবস্থা?
সিনেমা মানেই বিনোদন আর সাউথ ইন্ডিয়ান সিনেমা মানে কয়েক গুন বেশি বিনোদন।
তবে সেটা যদি হয় সাউথ অ্যাকশন-থ্রিলার সিনেমা তাহলে সেই বিনোদন পায় ভিন্ন এক মাত্রা। ব্যস্ততাময় জীবনে সিনেমা দেখে দুই আড়াই ঘন্টার এক ফুরফুরে আমেজ পেতে সাউথ ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলারের বিকল্প খুব কমই আছে।

তাই আজকে এই এপিসোড এ নিয়ে আসলাম তোমাদের জন্য ১০ টা সাউথ ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমার খোঁজ। সাথে থাকছে সেগুলার হিন্দি ডাবড ইউটিউব ভিডিও।
চলো শুরু করা যাক, থাকো পোষ্টের শেষ মুহুর্তু পর্যন্ত…

https://m.youtube.com/watch?v=rmFmg7BmLQE

১০। TAGARU


শুধুমাত্র খবরের শিরোনাম হওয়ার জন্য শহরে চলছে একের পর এক খুন-ধর্ষণের আহাজারি ‌, কারণ গুন্ডামি তে যার যত পাবলিসিটি সে ততই দ্রুত যোগ দিতে পারে আন্ডারওয়ার্ল্ড জগতে।
এরকমই এক দুর্ধর্ষ আন্ডারওয়ার্ল্ড জগত নিয়ন্ত্রণ করে গ্যাংস্টার ডলি।

তাকে থামানোর দায়িত্ব এসে যায় ইন্সপেক্টর শিবার ওপর বাকি সিনেমাজুড়ে পুরোটাই চলে শিবা আর ডলির ইদুর বিড়াল খেলা বলছিলাম ২০১৮ সালের ব্লকবাস্টার তাগারু সিনেমার কথা।
সুপারস্টার শিব রাজকুমার থাকা সত্ত্বেও এই সিনেমায় আপনার নজর কাড়বে ভিলেন ডলি ক্যারেক্টারে অভিনয় করা দুর্ধর্ষ অভিনেতা ধনঞ্জয়।

https://m.youtube.com/watch?v=B1sA8rCNM5A

৯। GAJAKESARI


কেজিএফ দিয়ে সুপার স্টার ইয়াশ কিন্তু তার ক্যারিয়ারের শুরুর দিকে ও দারুন কিছু সিনেমা করেছে! এমনই এক চমৎকার সিনেমা গজ কিশোরী।
মন্দিরে বড় কর্তা চাচ্ছিলেন তার ছেলে কৃষ্ণ ও ধর্ম জাতক হয়ে মন্দিরে হাল ধরুন কিন্তু কৃষ্ণ ধর্মে-গরমে কোন আগ্রহ নেই।

তবে ভাগ্য তাকে নিয়ে ফেলে এক বনের ভিতর যেখানে গিয়ে সে পায় তার পূর্বজীবনের খোঁজ মিথলজির সাথে একশন এর চমৎকার মিশন
দেখতে চাইলে অতি শীঘ্রই দেখে ফেলুন এই সিনেমাটা।


৮। VELAIKKARAN


ফুড বিজনেস বর্তমানে সবথেকে লাভজনক বিজনেস এর একটা একই সাথে এতে জড়িত আছে খাদ্য ভেজালের মত দুর্নীতি, সেই সাথে এখন যুক্ত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফুড মার্কেটিংয়ের নানা রকম ফন্দি।
এই সবকিছুতে এক মোড়কে মুড়িয়ে ভেলাইকারান নামে চমৎকার এক থ্রিলার বানিয়েছেন পরিচালক মোহন রাজা।
রেড বোলে ছিলেন শিব কাটতে তবে এটা মালায়লাম ফাজিল এ প্রথম তামিল সিনেমা হিসেবে খুব উল্লেখযোগ্য।


৭। OOZHAM


মালায়লাম পরিচালিত ক্লাসিক থ্রিলার, সিনেমার গল্পে দেখা যায় একই পরিবারের সবাই হঠাৎ খুন হয়ে যাওয়া ও তার প্রতিশোধ নেওয়া, এখানেই পরিচালকের কারসাজি দারুন ক্লাইম্যাক্সে এমন টুইস দিয়েছেন যে দর্শক এর মুখ হা হয়ে যেতে বাধ্য।
তাই আপনি যদি মুভি টি না দেখে থাকেন তাহলে বলবো এখনই দেখে ফেলুন।

https://m.youtube.com/watch?v=rOO7Xpf3ZyQ

৬। THEERI


বর্তমান সময়ের খুবই আলোচিত প্রতিনিয়ত ধর্ষণ আমরা সবাই বেশ ক্ষুব্ধ বিষয়টি নিয়ে তবে ধর্ষকদের আসল সাজা কি হওয়া উচিত তা দেখা গেছে।
২০১৬ সালের তামিল ব্লকবাস্টার সিনেমা থিরিতে,

সুপারস্টার বিজয়ের বর্তমান এবং অতীত জীবনের দুই ভিন্ন রূপের চমৎকার এক অ্যাকশন-থ্রিলার সিনেমা থেরি এই সিনেমা শেষ করে এর দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক যে আপনি ভুলতে পারবেন না দীর্ঘ সময় সে ব্যাপারে আমি নিশ্চিত।

আমার যে ধারনা তাতে করে মনে হয় না এই সিনেমা দেখতে কারো বাকি আছে এর পরও যদি কেউ মিস করে থাকেন তাহলে এখনই দেখতে পুরো পয়সা উসুল সিনেমা এতটুকু গ্যারান্টি থাকলো।


https://m.youtube.com/watch?v=vsNYu18Rp74

৫। KAAKISATTAI


এই সিনেমার নামের বাংলা অর্থ খাকি পোশাক পুলিশের সিনেমা তো অহরহ হচ্ছে।
তবে এই সিনেমাটা অন্য সকল সিনেমার থেকে বেশ ব্যতিক্রম একজন সামান্য কনস্টেবল হয় সে কি কিভাবে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে।
আর কীভাবেই বা অর্গান ট্রেড মাফিয়া এর বিজনেস ধ্বংস করে এই সবকিছু বেশ চমৎকৃত করবে।

এই সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে বলিউড অ্যাক্টিং ট্যালেন্ট বিজয় রাজ কে বিজয় সেবার মুখোমুখি লড়াই মিস না করতে চাইলে আপনার দেখা লিস্টে অবশ্যই থাকা উচিত।

তো বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আজকের মত অ্যাকশন থ্রিলার এর খোঁজ, যদিও এই লিস্টে আরো পাঁচটি সিনেমা রাখা আছে তবে সেটি আমি পরবর্তী পোস্টে হাইলাইট করবো।
আর সেই পোস্টটি রিলিজ হবে আগামীকাল সকাল ঠিক ১০টায়, তাই আগামীকাল সকাল দশটায় আমাকে এবং আমার পোস্ট দেখতে ভুলবেন না।

আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং ।জয়েন করুন আমার ফেসবুক গ্রুপে
গ্রুপে অবশ্যই জয়েন করুন সবার কাছে অনুরোধ রইলো।

এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অনামিকা ফর্ম ট্রিকবিডি, now I am sending out!

22 thoughts on "আমার দেখা সেরা ১০ টি অ্যাকশন থ্রিলার সাউথ ইন্ডিয়ান সিনেমা এর এপিসোড ১। সিনেমা ফুটেজসহ।"

  1. Avatar photo Mahfuz Allum Contributor says:
    TAGARU, Ekta bade sob dekha
    Er ceye onek Valo movie silo..
    Anyway. Good post. Will post better on the front
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thank you
  2. Arif Contributor says:
    TAGARU এই মুভিতে সাউন্ড নাই ?
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      জি কিন্তু এটা ছাড়া ইউটিউবে অন্যটা খুঁজে পেলাম না ভাইয়া। ?
  3. Avatar photo MD Shiful Islam Author says:
    অল দেখা আসে
    থ্যাংকস ফর share
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ওয়েলকাম এনিটাইম।
  4. Avatar photo Jibon Roy Author says:
    আমিও অনেক মুভি দেখতে পছন্দ করি। কিন্তু এই থ্রিলার মানে কি? যদি একটু বুঝিয়ে বলতেন।
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      থ্রিলার মানে হচ্ছে রোমাঞ্চকর। আশা করছি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া।
  5. Abir Ahsan Author says:
    Full copy from Youtube channel Trendz Now.

    Link:-https://m.youtube.com/watch?v=hmzqIp5Twio

  6. Abir Ahsan Author says:
    কপি করলেন তো করলেন কথাগুলো পুরো হুবুহ কপি করলেন,কিছু তো নিজে লিখতেন।
  7. Avatar photo Abdus Sobhan Author says:
    movie number 6 a apni embed koren nai trickbd rule number 14:
    ও হ্যাঁ,পোষ্ট ভালোভাবে লিখার পরেও বুঝার সুবিধার্থে ভিডিও দেয়া যাবে এবং ভিডি অবশ্যই ইমবেড হতে হবে।অর্থাৎ,সরাসরি ভিডিও লিংক দেয়া যাবেনা।ভিডিও দিলে যাতে ট্রিকবিডি থেকেই সরাসরি দেখা যায়।এতে ঝামেলার সাথে সাথে সময়ের অপচয় ও কম হবে।ইউটিউবারদের স্বার্থে একটি ক্যাটাগরিও খুলে দেয়া হয়েছে।কিন্তু সরাসরি ভিডিও দিয়ে পোষ্ট করা যাবেনা।ভিডিও Embed করতে নিচের কোডটি ব্যবহার করুন।
  8. Al Amin Rimon Contributor says:
    চোর কোথাকার,শুরুতে এসেই কপি করা শুরু করে দিয়েছেন।তাও আবার ইউটিউব ভিডিও দেখে।ভাগ্যিস ইউটিউবে ভিডিওটি দেখেছিলাম তাই হাতেনাতে ধরতে পারলাম।
    যে ভিডিও দেখে কপি করা হয়েছেঃ-
    https://m.youtube.com/watch?v=hmzqIp5Twio

    ট্রিকবিডি টিমের কাছে অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব।এনার বিরুদ্ধে একশন নিন।

    1. Avatar photo Abdus Sobhan Author says:
      voice to text diye easyly korechen bah vhaloi
    2. Avatar photo Abdus Sobhan Author says:
      Uni ar ageo korechen unar 1st post tau ai channeler
  9. Avatar photo obaidollah Contributor says:
    অসাধারণ ভাই…..
  10. Avatar photo Md Tara Contributor says:
    trickbd palte geche.jani na keno onekei esob post k nice post bole
    1. Avatar photo Abdus Sobhan Author says:
      karon tara janei na asol trickbd ki ar janbei ba kivabe vhai asol author ra to post koren na ager moto i am sure onek author free net chailai akkhono tobuo tara trick share kore na monir vhai (pro author) se to vpn ke mod kore facebook page niye net use korto din palte geche
  11. oni136901 Contributor says:
    https://youtu.be/hmzqIp5Twio

    ১/কপি করলে ক্রেডিট দিতে হয়।এটা ভদ্রতা।
    ২/বড় কোন সোর্স থেকে কনটেন্ট কপি করলেই ধরা খাবেন নিশ্চিত।ভিউয়ারেরা আপনার চাইতে যোজন যোজন এগিয়ে।
    ৩/ট্রিকবিডি আর ট্রিকবিডি নাই

Leave a Reply