নতুন মাইলফলক ছুঁয়েছে কবির খান নির্মিত সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। বিশ্বব্যাপী ৬০৬ কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাসফল ভারতীয় সিনেমার খেতাব পেয়েছে এটি।

মুক্তির পঞ্চম সপ্তাহে এসেও বক্স-অফিস মাতাচ্ছে সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ১৬ অগাস্ট পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৬০৬ কোটি। ৭৩৫ কোটি আয় করা ‘পিকে’কে ডিঙাতে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর আর বেশি সময় লাগবে না বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

অবশেষে তেলেগু ব্লকবাস্টার ‘বাহুবালি’কে পেছনে ফেলতে পেরেছে ‘বাজরাঙ্গি ভাইজান’। বিশ্বব্যাপী ৫৭৭ কোটি রুপি আয় করে সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার তালিকায় তৃতীয় স্থান দখলে রাখতে পেরেছে সিনেমাটি।

তালিকায় এর পরেই আছে ৫৪২ কোটি রুপি উপার্জনকারী ‘ধুম থ্রি’ এবং পঞ্চম অবস্থানে আছে ‘চেন্নাই এক্সপ্রেস’ (৪২২ কোটি রুপি)।

‘এক থা টাইগার’এর ব্যাপক সাফল্যের পর আবারও সালমান খানের সঙ্গে কবির খান কাজ করেছেন ‘বাজরাঙ্গি ভাইজান’এ। ঈদ-উল-ফিতরের আগের দিন মুক্তি পাওয়া এই সিনেমাতে আরও দেখা গেছে কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রাকে।

Leave a Reply