ছাত্রদের কথা মাথায় রেখে এইচপি
বাজারে এনেছে কম দামের অসাধারণ
এক ল্যাপটপ। এইচপি স্ট্রিম ১১ মডেলের
এই ডিভাইস ডিজাইনে বা পারফরমেন্সে
ব্যবহারকারীদের হৃদয় জুড়াবে।
ডিজাইন
ল্যাপটপটির ডিজাইন এক কথায় চমৎকার
বলা যায়। উজ্জ্বল প্লাস্টিকের আবরণ,
এর মাঝখানে চকচকে এইচপি লোগো।
ডিভাইসটি নীল ও ম্যাজেন্টা রঙে
পাওয়া যাচ্ছে এবং দুই রঙই খুব
আকর্ষণীয়।
১.২৮ কেজি ওজনের বডি, যা মোটামোটি
হালকাই বলা যায়। পুরুত্বও ভালো। ব্যাগে
করে বয়ে বেড়াতে কোন সমস্যা হবে না।
ডিসপ্লে
১১.৬ ইঞ্চি ডিসপ্লেতে ডিজাইনের মত
এতটা চমক নেই। সাধারণ ১৩৬৬x৭৬৮
রেজ্যুলেশন রয়েছে। কালার রি-
প্রোডাকশন মোটামুটি। হালকা গ্রেইনিও
আসতে পারে কিছু ছবি। কিন্তু ভিউ

অ্যাঙ্গেল বেশ ভালো রয়েছে। যে
কোনো অ্যাঙ্গেল থেকেই ডিসপ্লেটি
সুন্দরভাবে দেখা যাবে।

পারফরমেন্স
এর ভেতরে রয়েছে ২.১৬ গিগাহার্জ
ইন্টেল সেলেরন প্রসেসর ও ২ জিবি র্যা
ম। যেহেতু স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ,
তাই এতে সাধারণ কাজগুলোই সবচেয়ে
ভালোভাবে চলবে। লেখালেখি, ওয়েব
ব্রাউজিং, এইচডি ভিডিও, এসবে কোন
সমস্যা হবে না। তবে গ্রাফিক্সের কাজে
হালকা ল্যাগ করতে পারে।
কিবোর্ড ও টাচপ্যাড
নীল অথবা লাল, যে রঙই নিন না কেন,
সলিড রঙের উপড়ে ধবধবে সাদা
বাটনগুলো খুব সুন্দর দেখাবে। একটার
সাথে আরেকটার ভালো দূরত্ব রয়েছে,
তাই একটা চাপতে যেয়ে আরেকটাতে
ভুলেও চাপ পড়বে না। টাইপিং বেশ
অ্যাকুরেট এবং গতিশীল, লেখালেখির
কাজে যা ভালো কাজে দেবে।
ব্যাটারি
খুব ভালো ব্যাটারি পারফরমেন্স পাওয়া
যাবে। সর্বোচ্চ খরচ করেও টানা ৮ ঘণ্টা
চালাতে পারবেন এই ডিভাইস।

দাম
ল্যাপটপটি অসাধারণ হওয়ার আরেকটি
কারণ আছে। আর তা হল এর দাম মাত্র ১৫
হাজার টাকা।
এক নজরে ভালো
– স্টুডেন্ট বাজেটে পাওয়া যাচ্ছে
– অসাধারণ ডিজাইন
– দীর্ঘ ব্যাটারি লাইফ।
এক নজরে খারাপ
– সাধারণ মানের ডিসপ্লে
গরিবের সাইট

Leave a Reply