Oppo এবং Vivo হল চীন ভিত্তিক টেক কোম্পানি, যারা বর্তমান বাজারে সেরা স্মার্ট ফোন তৈরির জন্য সবচেয়ে বেশি পরিচিত ৷ যদি কেউ সেরা ক্যামেরা ফোন খোঁজেন তবে তারা Vivo বা Oppo মোবাইল চয়েস করেন । আজকের এই আর্টিকেল এ আমরা ভিভো ও অপ্পো কোম্পানি এর সেরা স্মার্ট ফোনের ব্যাপারে আলোচনা করবো।

Vivo X80

Vivo নিঃসন্দেহে বাজারের সেরা ফোনগুলির মধ্যে একটি কিন্তু Vivo X80 ফীচার এবং ডিজাইন অন্য ফোনগুলির সীমা ছাড়িয়ে গেছে। আমরা যদি স্ক্রিন দিয়ে শুরু করি তবে এটিতে 6.78 ইঞ্চির (17.22 সেমি) AMOLED ডিসপ্লে রয়েছে এবং 1080×2400 পিক্সেল স্ক্রিন রেজোলিউশন আছে । আমরা যদি এর প্রসেসরের কথা বলি তবে এটিতে MediaTek Dimensity 9000 (4 nm) অক্টা-কোর প্রসেসর দেখা যাই ।

Vivo x80 Mobile

এটি একটি 4500mAh ব্যাটারি রয়েছে যা কয়েক মিনিটের মধ্যে শূন্য থেকে একশ পর্যন্ত চার্জ করা যায়। Vivo X মোবাইল ফোনটিতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যাতে 50+12+12 MP ব্যাক ক্যামেরা এবং একটি 32 MP এর সেলফি ক্যামেরা রয়েছে। এটি 12GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যা এটিকে ঝামেলামুক্ত করে তোলে।

Vivo X ফোনটির বক্সতে একটি 8০ ওয়াট এর চার্জার দেখা যাই, যা ফোনটিকে
11 মিনিট-এ 5০% চার্জ করে দেয়।

এই ফোনটির প্রাইস – R.S. – 54,000 [India], 79,999.00 Taka (approx) [Bangladesh]

Oppo Find X5 Pro

Oppo Find X5 ও Oppo Find X5 Pro যেকোন বিষয়েও পিছিয়ে নেই। চলুন শুরু করা যাক এই ফোনের বৈশিষ্ট্যগুলো নিয়ে।

ডিসপ্লে দিয়ে শুরু করলে আপনি 6.70 ইঞ্চির একটি ওয়াইড ডিসপ্লে দেখতে পাবেন, যাতে 3216×1440 এর রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট থাকে । এটিতে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যা ভিডিও দেখার এক্সপিরিয়েন্স অনেক ভালো করে তোলে । এই ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সুতরাং আপনাকে স্টোরেজ সম্পর্কে চিন্তা করতে হবে না, এই ফোনটিতে আপনি এক্সটারনাল SD কার্ড যোগ করতে পারেন যদিও আপনি প্রয়োজন অনুভব করবেন না। আমরা যদি এর প্রসেসরের কথা বলি তবে এটিতে Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm) অক্টা-কোর প্রসেসর দেখা যাই ।

Oppo X5 and X5 Pro

যতদূর এর ক্যামেরার ক্ষেত্রে এটির একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যা 50MP+50MP+13MP এর ক্যামেরা । স্ক্রিনের সামনের অংশে একটি 32 এমপি ক্যামেরা রয়েছে। এই মডেলটিতে একটি ব্যাটারি রয়েছে যা আগের চেয়ে বেশি ব্যাকআপ আছে এবং সেটি হল 4800mAh। এটি 80W এর একটি দ্রুত চার্জার সহ আসে। তাই কমবেশি উভয়ই ভালো কিন্তু আপনি যদি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য খুঁজছেন তাহলে আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন।

এই ফোনটির প্রাইস –  Rs – 109,890 [India], 126,990.00 Taka (approx) [Bangladesh]

আমার এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ , ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। এছাড়াও TrickBD তে অনেক টেকনোলজি আপডেটমোবাইল রিভিউ রয়েছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন।

আপনি যদি আর্ট প্রেমী হন , বা আপনার আর্ট ভালো লেগে থাকে তাহলে আমার ওয়েব সাইট থেকে ঘুরে আস্তে পারেন  Girl Drawing Easy

আরো পড়ুন : Chennai Express Full Movie Download Filmywap সম্পর্কে বিস্তারিত

10 thoughts on "বাজারে Vivo এবং Oppo এর সেরা স্মার্ট ফোন কোনগুলি? চলো দেখি"

  1. Levi Author says:
    আকাশছোঁয়া দাম।?
    1. Rahul Das Author Post Creator says:
      সেরা ফিচার্ড ফোন দাম একটুতো বেশি হবেই।
    2. Levi Author says:
      হ্যাঁ ভাই।
  2. Azharul Islam Babu Contributor says:
    অবিশ্যাসা দাম ।।
  3. Azharul Islam Babu Contributor says:
    কিডনি ব্রিক্রয় করে কিনতে হবে ।।
  4. armanhasanrup Contributor says:
    1lakh diye phone nibo tao 4800 mah batteryr lol
  5. Gk_Jahid Contributor says:
    এত দিন জানতাম ফিচার্ড ফোন মানে বাটন মোবাইল। এখানে দেখছি আকাশছোয়া দামি সব স্মার্টফোন
  6. MD Musabbir Kabir Ovi Author says:
    প্রাইস এত বেশি হলে সাধ্যের বাইরে চলে যাবে তো
  7. MD Shakib Hasan Author says:
    আকাশ ছোয়া দাম কিন্তু ব্যাটারি অনেক কম
  8. TAHER Author says:
    এত দাম!
    আই এম ত অবাক

Leave a Reply