মাসালা,কমেডি,রোম্যান্সের জটলা থেকে বেরিয়ে নতুন ধামাকা করতে ধামাকা ফিল্ম নিয়ে হাজির ইন্টেন্স অর্জুন পাঠক।

 

  • DHAMAKA (2021)

 

টেলিভিশন জার্নালিস্টদের মধ্যখানে ঢুকিয়ে নতুন কিছু করার উদ্যোগ গ্রহন করেছেন রাম মধবানী।

 

সঙ্গে নতুন জন্রার সাথে পরিচিতি লাভ করিয়েছেন কার্তিক আরিয়ান’কে।

 

অনেক পূর্নতা এবং অপ্রাপ্তি নিয়ে ছিল ধামাকা।

 

**কিঞ্চিৎ স্পয়লার**

 

অর্জুন পাঠক হলেন একজন সংবাদ উপস্থাপক।সে TRTV (Varosa 24/7) নামক মিডিয়া কোম্পানিতে কাজ করেন। সেখানে “আজ কা টপিক” নামক একটা রেডিও শোতে কাজ করেন অর্জুন।

 

একই নিউজ চ্যানেলেই রিপোর্টার হিসেব কাজ করে অর্জুনের স্ত্রী সৌম্য। যার সাথে পাঠকের ডিভোর্স হয়ে যায়।

 

নানা দৈনন্দিন সমস্যা এবং বাধাবিপত্তি সাথে দিন পেরোচ্ছে অর্জুন। একদিন রেডিও শো শুরু হতেই একজন ফোন কলে বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা বলা শুরু করে।

 

কিছুক্ষন পরেই বহুদূর দেখতে পাওয়া ব্রিজ এর এক অংশে বোম্ব ব্লাস্ট হয়।

 

যে এই ঘঠনার জন্য দায়ী সে নিজেই নিউজটা লিড করার জন্য বলে চ্যানেল ভারোসা ২৪/৭ কে,কিন্তু কেন!

 

কার্তিকের গলার টিউন সিনের সাথে খাপেখাপ মিলাতে পারেনি। তবে বাকি সব মোটামুটি ঠিকঠাক ছিল, বিশেষভাবে ক্যারেক্টার লুক।

 

কার্তিক নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছে।

 

একটা বদ্ধ ঘরেই পুরো ফিল্মের শ্যুট করা হয়েছে তাও আবার মাত্র ১০ দিনে। অবসর সময় কাটানোর জন্য ভাল মনে হবে, একবার দেখে নেওয়া যায়।

 

Link: Click Here

 

 

One thought on "কার্তিক আরিয়ানের নতুন মুভি Dhamaka রিভিউ + লিংক || একটা রুমের ভিতরে শুট করা বেস্ট থ্রিলার মুভি।"

  1. Avatar photo Humayun Contributor says:
    Link কাজ করেনা

Leave a Reply