মুভিতে লিড রোলে আছেন সালমান খান, আয়ুশ সার্মা, মাহিমা, যদিও এটাতে প্রথমে সালমান খানের শুধু ক্যামিও দেওয়ার কথা ছিলো কিন্তু পরে সেই রোলটা বাড়িয়ে রানটাইম ১ ঘন্টার মতো করেছে। সালমানের এন্ট্রি হয় সিনেমার ১১ মিনিটে এবং একজন সৎ-সাহসী পুলিশ সিক রোলে” সালমান খান যতবারই স্ক্রিনের সামনে এসেছে ততবারই গুজবাম্প আসবে বিগস্ক্রিনে দর্শকদের*।
#Antim হলো ইয়াং সন্ত্রাসীবাদ গ্যাংস্টার নিয়ে তা ট্রেইলার দেখেই বুঝেছিলাম। সালমান লিডে থাকলে-ও পুরো গল্পটা যেনো আয়ুশকে ঘিরে আবর্তিত হয়েছে। তার গর্জিয়াস লুক, এ্যাকশন, ডায়ালগ ডেলিভারি, ক্রেজি ড্যান্স, এক্টিং পারফরম্যান্স সবকিছু একসাথে পেতে মুভির বিকল্প নেই। মাহিমা সহ বাকিরাও ভালোই প্যারফরম্যান্স করেছে।
সালমানের সব এই মুভির ডায়ালগ গুলো একদম খাপে খাপ। মুভিতে অবশ্যই শিক্ষনীয় অনেক বিষয়ই আছে।
এবং মুভির গান গুলো খুব ভালো লেগছে।
Koy toh Aayega BGM জাস্টা অসাধারণ
এককথায় পাওয়ারফুল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডিরেকশন, সালমান, আয়ুশ এর অভিনয়, ফাইটিং সিন, এন্টারটেইনিং, সব মিলিয়ে একদম পারফেক্ট ছিল।
“Venom: Let There Be Carnage” ai movie tar review dile o to parten…