আসসালামু আলাইকুম…..
কাইফা হালুকা?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। যাই হোক শীতের দিন ফযরের সময় অযু করার কষ্ট ছাড়া আর সবই হয়তো ভালো লাগার কথা।

By Da Way mCent মামুর কথায় আসি→
কিছু ভাই Call দিয়ে বলে তারা নাকি mCent-এ Reffer করাই ঠিক মতো পারে না/বুঝে না। তাই এইবার Screen Shoot সহ পোস্ট করলাম

১★ সর্বপ্রথম MCENT-টাএখান থেকে install করে ফেলেন।
★উল্লেখ্য : এমন Android ফোন use করেন যেটাতে ইতোপূর্বে কখনো app টা install করা হয় নাই / করা হইছিলো, but ফোন reset করা হইছে। তেমনি নতুন একটা sim দিয়ে sign upও করুন যে sim দিয়ে ইতোপূর্বে mCent এ sign up করা হয় নাই ।★

২★নতুন নাম্বার দিয়ে ও নতুন ফোনে sign up করে mCent থেকে একটা app ডাউনলোড করুন।

৩★mCent থেকে নতুন ডাউনলোড করা app টা অন্ততো ৩০ সেকেন্ড চালান। সব কাজ ঠিক মতো করলে app install এর টাকা account এ জমা হবে।

যখন app ডাউনলোড করার টাকা আপনার mCent Account এ জমা হবে তখন নিচের মতো কাজ করেন।

৪★এখন 10+ লেখাতে ক্লিক করে আপনার বন্ধুর ফোনে আপনার referral কোডটা send করেন
৫★বন্ধুর ফোনে পাঠানো লিংকটাতে click করলে সরাসরি play store চলে যাবেন। সেখান থেকে mCent-টা install করে নেন।

উপরের ২, ৩ এ যে কাজগুলা আপনি এইমাত্র করলেন তা পুনরায় আপনার বন্ধুর ফোনে করুন। দেখবেন আপনার mCent এ ১০ টাকা এসে গেছে।

top up এ ক্লিক করে আপনার ফোনে টাকাটা recharge করে নিন।

★★★ এভাবে অন্যান্য বন্ধুর ফোনেও কাজটা চালান আর free recharge করেন। ★★★

আমার রিচার্জ গুলোঃঃ—-




IF face ANY problem ?
plz comment…

11 thoughts on "[Full Tutorial]প্রতি Refarrel এ ১০ টাকা আয় করুন। Wid screen shoot !!!"

  1. obaydul2 Contributor says:
    thanks….. but goneko ki ekhono ace?
    1. মুফতি Author Post Creator says:
      অনেক দিন থেকে যাই না golkano তে
    2. Md Khalid Author says:
      ওটা কি রিয়াল পে করতো?
    3. মুফতি Author Post Creator says:
      আমি ১৪০০+ earn করছি
    4. Md Khalid Author says:
      earn na. gokano theke kichu pathiyeche kina /peyechen kina
    5. মুফতি Author Post Creator says:
      আমি mCent অর্থাৎ আমার পোস্ট এর বিষয়ে বলেছি।
      gokano থেকে আমি কিছু পাই নাই। আর মেহনতও করি নাই এইটা নিয়ে। খালি দেইখা গেছি।
  2. MD SHAWON Author says:
    Old app &old post
    1. মুফতি Author Post Creator says:
      sawn ভাই তুমার কাছে পুরাণা। অনেকের কাছে নতুন। আবার অনেকের কাছে পুরাতন কিন্তু কঠিন। আর তাদের কাছে সহজ করার জন্যই আমার এই পোস্ট।
    1. মোঃ মুফ্তি Author Post Creator says:
      wc@DurjoyShakil

Leave a Reply