আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। পিটিসি সাইট নিয়ে অামাদের অনেকে মাথা ব্যাথা অাছে। কিন্তুু পিসিটি সাইটের সফলতার গল্পও অনেক। অামি কখন পিটিসি সাইট নিয়ে কোন লেখা লেখি করিনি। কিন্তুু অাজ অামি বিশ্বের নাম করা পিটিসি সাইট নিয়ে অালোচনা করব। কারন এই সাইট বিশ্বস্থ ও পেয়মেন্ট দিচ্ছে। তো চলুন শুরু করা যাক ঃ
প্রথমে অামার Payment Proof দেখে নিন ঃ
ট্রাফিক মন্সুন – এ রেজিস্ট্রেশন করার ধাপ
অনেকে তাড়াতাড়ি করতে যেয়ে অনেক সময় শুদ্ধভাবে তাদের রেজিস্ট্রেশন করতে পারেন না। দয়া করে এই লিখা টা না পড়ে রেজিস্ট্রেশন করতে যাবেন না। এতে আপনারও সময় নষ্ট হবেনা এবং আপনার স্পন্সর এর ও সময় নষ্ট হবেনা। এই লিখা টি ধাপে ধাপে অনুসরন করুন।
নীচের লিংকটি আপনার রেজিস্ট্রেশন লিংক
★Registration Here
ওয়েবসাইট এ যাওয়ার পর signup এ ক্লিক করুন।
আপনার এনরোলার / স্পন্সর – এর নামঃ MD. EBRAHIM SHEAK.
signup ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন পেইজ এ চলে আসলেন।
পার্সোনাল ইনফর্মেশনঃ
১- আপনার প্রথম নাম। যদি আপনার নাম রকিব মিয়া হয় তাহলে আপনার প্রথম নাম রকিব।
২- আপনার শেষ নাম। রকিব মেয়ার জন্য মিয়া।
৩- আপনার ফোন নাম্বার। (আন্তর্জাতিক ফরম্যাট ০০৮৮ দিয়ে শুরু হবে)
৪- আপনার ইমেইল এড্রেস। শুধু জিমেইল ইমেইল ব্যাবহার করবেন।
৫- একই ইমেইল এড্রেস টি আবার টাইপ করুন।
অ্যাকাউন্ট ইনফর্মেশনঃ
৬- আপনার ইউজার নেইম (ইংরেজি ছোট হাতের অক্ষর এবং সংখ্যা। কোন ডলার, হ্যাসট্যাগ ব্যাবহার করবেন না)
৭- টাকা তোলার কোড (৪ টি সংখ্যা এবং ১ টি ইংরেজি ছোট হাতের অক্ষর)
৮- একই কোড টি আবার টাইপ করুন।
৯- একটি পাসওয়ার্ড দিন (শুধুমাত্র ইংরেজি ছোট হাতের অক্ষর এবং সংখ্যা। ৪ টি সংখ্যা এবং ৪ টি ইংরেজি ছোট হাতের অক্ষর।)
১০- একই পাসওয়ার্ড টি আবার টাইপ করুন।
পেমেন্ট ইনফর্মেশনঃ
যেকোনো একটি দিবেন। চেষ্টা করবেন শুধু পেজা দিয়ে।
কোন কারনে পেজা না নিলে সলিডট্রাস্ট ব্যবহার করুন।
দুইটাতেই অ্যাকাউন্ট করে নেন কারন অনলাইন বিজনেস এ এই অ্যাকাউন্ট গুলো সবসময় লাগে।
এ ক্ষেত্রে মনে রাখবেন সাইনআপ পেইজ এ যখন আবার আসবেন তখন ধাপ ১ থেকে আবার শুরু করবেন।
১১- পেজা ইমেইল এড্রেস টা দিন।
১২- যদি ১১ নাম্বারে পেজা দিয়ে থাকেন তাহলে দেয়ার দরকার নাই। না দিয়ে থাকলে সলিডট্রাস্ট ইউজার নেইম টা দেবেন।
(ইউজার নেইম শুধু, ইমেইল নয়।)
Security Questions
What is the name of your best friend as a child? যেমন z (অবস্যই মনে রাগবেন )
What is the name of your elementary school? যেমন z (অবস্যই মনে রাগবেন )
In what city or town does your nearest sibling live? যেমন z (অবস্যই মনে রাগবেন )
কোম্পানি টার্মস এবং কন্ডিশনস:
এবার I understand and fully agree to ট্রাফিকমনসুন Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করুন ।
নিচে দেখবেন Are you a robot এর নিচে দেখবেন একটি বাক্স এর ডান পাশে যা দেখবেন তা ঐ বাক্স এ লিখবেন।
“Proceed” এ ক্লিক করুন।
ip problem,হতেও পারে নাও পারে সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়ে গিয়েছে।
ip তে যদি সমসসা থাকে থাহলে বলবে Register under system
তো Register under system এ ক্লিক করবেন। ক্লিক করার পর আবারRegistration পেজ এ আসবেন। ওখানে টিক ওপরে দেখবেন। Your Enroller Username :Traficmonsoon দেওয়া থাকবে ওটা কেটে দিয়ে লিখবেন Anjura kharun বেস। তার পর আগের মত করে ফর্ম পূরণ করে প্রসিদ ক্লিক করুন।
আপনার প্রথম কাজ একাউন্ট আচ্তিভে করা। আপনার ইমেইল এ গিয়ে দেখবেন ত্রাফিফিক-মনসুন একটি verification link ক্লিক করে username ও password দিয়ে actived করুন।
আপনার দ্বিতীয় কাজ
তার পর ভোটার আইডি কার্ড অনুযায়ি আপনার account এর profile complete করতে হবে । profile complete করতে edit profile এ ক্লিক করুন । সব তথ্য দিন ।ছবির জায়গাই আপনার ছবিটা আপলোড করুন (এটি করা খুব গুরুত্বপূর্ন )। আপনার profile complete করার পর উপরে my account এ ক্লিক করবেন ।
Edit profile এর নিচে account status ক্লিক করুন
তার পর আপনার ভোটার আইডি অনুজায়ি fast name and last name দিন । তার পর আপনার ভোটার আইডি কার্ডের স্কান করা একটা ছবি আপলোড করুন । আইডি কার্ডের ১ম পাশ ও ২য় পাশ মিলে একটি ছবি হবে । কম্পিউটারে দোকানে গিয়ে বললে ঠিক করে দিবে । ছবির সাইজ যেন ১mb এর কম ছারা যেন বেশি না হয় ।
এখন কথা হল যে আপনার যদি ভোটার আডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন ??আপনার মা/বাবার আইডি কার্ড দিয়ে করতে পারেন । কোনো অসুবিধা নাই ।
আইডি আপলোড করার পর 30 থেকে 1 hours মধ্য আপনার account approved হয়ে যাবে । approved না হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন । আমি সমাধান দিয়ে দিব।
প্রয়োজনে যোগাযোগ করুন ঃ ০১৮১২৩১৬৫৩৫
4 thoughts on "এবার অাপনিও আয় করুন প্রতিদিন নূন্যতম $১। সাথে অামার Payment Proof না দেখলে লস……………."