helpme.com.bd

প্রশ্ন করুন – উত্তর দিন, সাহায্য করুন – সাহায্য নিন । হেল্পমি.কম.বিডি তে অাপনি সহজেই বিভিন্ন বিষয়ে জানতে প্রশ্ন করতে পারবেন, প্রফেশনাল এক্সপার্ট টিম থেকে নিতে পারবেন সাহায্য কিনবা বিভিন্ন টিউটোরিয়াল দেখার মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন ।

পিটিসি (paid to click) কিনবা মলম পার্টী (MLM business) এর জোয়ারে কিছুদিন অাগে যারা গা ভাসিয়ে দিয়ে বানের জলে  সব হারাইছেন তাদের জন্য অাজকের এই লেখা ।

bd earn online

অনলাইনে অনেক ভাবেই অর্থ উপার্জন সম্ভব । তারমধ্যে কিছু পদ্ধতি অাজকে দিবো:

ফ্রিল্যান্সিং করে :

কাজের বিবরন: এখানে কোনো নির্দিষ্ট ভাবে কাজ দেওয়া নেই । অাপনি অাপনার মেধা এবং যোগ্যতার বলে এখানে কাজ করতে পারবেন । প্রথমে অাপনাকে একটি ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট বানাতে হবে । এরপর অাপনাকে যে কাজটি করতে হবে তা হলো অাপনার প্রোফাইল পেজটাকে সুন্দর করে সাজানো, সঠিক ইনফো দেওয়া এবং অাপনি যে কাজ গুলো পারেন সে কাজগুলো স্কিলস্ এ অ্যাড করা । প্রোফাইলের কাজ হয়ে গেলে কিছু এক্সাম দিবেন । মোটামোটি সব ফ্র্রিল্যান্সিং সাইটগুলোতে পেইড কিনবা ফ্রিতে এক্সাম দেওয়া যায় । এরপর অাপনি প্রোজেক্ট নিবেন । এটি করতে হলে অাপনাকে বিভিন্ন প্রোজেক্টে গিয়ে বিড করতে হবে । অর্থাৎ কাজটি অাপনি কত টাকায় কত দিনে করবেন এসব বায়ার কে জানাতে হবে । এরপর যদি বাইয়ার কাজটি অাপনাকে দেয় তবে কাজ টি করে পেমেন্ট নিতে পারবেন । অনলাইনে এই পদ্ধতি টাই সবচাইতে নির্ভরযোগ্য পদ্ধতি অর্থ উপার্জনের ।

ট্রিকস্: প্রোফাইল এবং বিড ভালো হলে কাজ পাবেন । প্রথম দিকে কাজ পা্ওয়া মুশকিল হয় এ জন্য একটা কাজ করতে পারেন । একটি বায়ার অ্যাকাউন্ট খুলে তাতে কিছু টাকা অ্যাড করে সেই টাকা দিয়ে একটি প্রোজেক্ট পোস্ট করে অাপনার worker অ্যাকাউন্ট দিয়ে ঐ প্রোজেক্টে কাজ করে রিভিউ নিয়ে নিতে পারেন ।

কোথায় কাজ পাবেন : নিচের সাইটগুলোতে চেস্টা করুন ।

  1. http://odesk.com/ (বর্তমান সাইট : http://upwork.com/)
  2. http://elance.com/
  3. http://freelancer.com/
  4. http://craigslist.org/
  5. http://guru.com/
  6. http://peopleperhour.com/

পন্য ক্রয় বিক্রয় করে:

সহজেই বানিয়ে ফেলতে পারেন অনলাইন স্টোর এবং পছন্দমত জিনিস বিক্রি করতে পারেন । যদি সাইট বানাতে না পারেন তবে ক্লাসিফাইড বিজ্ঞাপনের সাইটে বিজ্ঞাপন দিতে পারেন ।

সাইট:

  1. http://bikroy.com/en
  2. http://www.ekhanei.com/
  3. http://www.clickbd.com/
  4. http://www.bdstall.com/

মাইক্রোজব এর কাজ করে:

এটি অনেকটা ফ্রিল্যান্সিং এর মত । তবে এখানে কাজ ফিক্সড করা থাকে, বিড করার কোনো ঝামেলা নেই তাই প্রাথমিক পর্যায়ে এখানে কাজ শুরু করতে পারেন । তবে কাজগুলো অনেক ছোট ছোট এবং পেমেন্ট ও কম থাকে

  1. http://www.microworkers.com/
  2. http://www.shorttask.com/
  3. http://www.rapidworkers.com/
  4. http://www.jobboy.com/
  5. http://minijobz.com/


নিজের ওয়েবসাইটে অ্যাডস দিয়ে : 

অাপনার যদি অনেক জনপ্রিয় একটি সাইট থাকে তবে খুব সহজেই তাতে বিভিন্ন কোম্পানী থেকে এডস নিয়ে দিতে পারেন । বর্তমানে ইউটিউব এ বিজ্ঞাপন দিয়েও অনেকে অর্থ উপার্জন করছেন ।

ভিসা অ্যাপ্লিকেশনের কাজ করতে পারেন, অনলাইন হোস্টিং বিজনেস কিনবা ওয়েব ডেভেলপমেন্ট এর মতন ব্যবসা করতে পারেন ।



যে কাজ গুলো করবেন না :

১. PTC সাইট বা পেইড টু ক্লিক সাইট এ কাজ করবেন না ।
২. Paid to download কিনবা কোনো MLM সাইটে কাজ করবেন না ।
৩. affiliate marketing এর কাজ করতে পারেন যদি নির্ভরযোগ্য কোম্পানী হয় ।

এবং অবশ্যই কাউকে ধোঁকা কিনবা কারো সাথে প্রতারনা করবেন না ।

সবাই ভালো থাকুন । নতুন টিউটোরিয়াল বেশি বেশি পেতে চাইলে লেখাটি শেয়ার করুন ।

 

[বিঃদ্রঃ প্রশ্ন করুন – উত্তর দিন, সাহায্য করুন – সাহায্য নিন (HelpMe.com.bd) সবসময় আপনার পাশে ]

7 thoughts on "ফ্রিল্যান্সিং গাইডলাইন : অনলাইনে কি টাকা উপার্জন সম্ভব ? কিভাবে ? বিস্তারিত পড়ুন ।"

  1. Jahedul Alam Contributor says:
    মাইক্রোজব এর কাজ Screenshot দিলে ভাল হয়।
  2. Md.Borhan uddin Contributor says:
    Ami kaj kore tk recive korer jonno Mastercard ta kivhabe banabo?
  3. arnob007 Contributor says:
    আরও বিস্তারিত জানতে চাই।
  4. Rubel Author says:
    আমি আমার fb group মেম্বার এবং রেফারদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কেনো ptc থেকে আয় করা সম্ভব না, but নতুনরা কে শুনে কার কথা। নতুনদের জন্য captcha Entry একমাত্র আয়ের পথ
  5. night boss Contributor says:
    Aro jante cai apner fb id thakle shere dan apner halp dorker
  6. Atikur Rahman Contributor says:
    vai ami odesk.com a akti account kulesi akon kibabe ki korbo kisu bujlamna.plz vai help me.

Leave a Reply