গ্রুপ এর যাদের চানেল, এ্যাডসেন্স সব সাস্পেন্ড
হয়ে যাচ্ছে, গেছে তারা একটু এই পোস্ট টা
দেখেন, আপনাদের অনেক উপকার হবে, এই পোস্ট
এর মাধ্যমে আপনারা যানতে পারবেন, কিভাবে
ইউটিউব থেকে লিগ্যাল ওয়েতে কাজ করে ইনকাম
করতে পারবেন
কিভাবে বাংলাদেশ এর নামকরা ইউটিউবার,
সালমান মুক্তাদির, আসিফ বিন আজাদ, শামীম
হাসান সহ যাদের কে সবাই ইউটিউবার হিসিবে
চিনে কিভাবে এমন নামকরা ইউটিউবার হতে
পারবেন কিভাবে গেম খেলে ইনকাম করবেন এবং
আরও কিছু উপায়ে ইনকাম করতে পারবেন তার
গাইডলাইন
সো প্রথমে জেনেনিন কিভাবে একজন সফল
ইউটিউবার হতে পারেন
কি কি লাগবে? ?
# একটি ইউটিউব একাউন্ট
# একটি মোটামোটি ভালো মানের কম্পিউটার
# ওয়েব ক্যাম
# ডিজাটাল ক্যামেরা, আপনার মুঠোফোন টি ও
কাজে লাগাতে পারেন, ভালো ক্যাম্যরা লাগবে
এমন কোন কথা নাই
# ইন্টারনেট কানেকশন
# ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার ( হিট ফিল্ম
এক্সপ্রেস এটা ব্যবহার করতে পারেন একদম ফ্রি
এটা দিয়ে হাইকোয়ালিটি ভিডিও এডিটিং করা
যায় ( ইউটিউবে কি ভাবে এটা দিয়ে কাজ করবেন
ফুল টিউটোরিয়াল দেয়া আছে
# কিছু ভাল বন্ধু যারা নিসার্থ ভাবে আপনার
সাথে কাজ করবে
আমাদের দেশে অনেক ইউটিউবার রয়েছেন
তাদের মধ্যো এ গুটি কয়েক জন সাক্সেস রয়েছেন
আরও অনেকে কাজ করতেছেন কিন্তু সাক্সেস
হতে পারতেছেন না কি ভাবে সাক্সেস হবেন তা
নিয়েই ই আমার এই লেখা
সাক্সেস ফুল ইউটিউবার হল সবার পরিচিত ব্যক্তি
ইন্টারনেট এর দুনিয়ায়, যারা কিনা পপুলার গেমস,
ফানি ভিডিও, প্রাংক ভিডিও, মোবাইল
আনবক্সিং ভিডিও তৈরি করে থাকে এবং তা
ইউটিউবে আপলোড করে এবং সেটা থেকে টাকা
ইনকাম করে থাকে, এবং অনেকে আছে যারা
তাদের প্রতিদিনের লাইফ স্টাইল এর ভিডিও
আপলোড করে টাকা ইনকাম করে থাকে
এবার আপনি চিন্তা করুন কোনটি করবেন?
মনে করেন আপনি ভালো কমেডিয়ান তাহলে
আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন দুই
তিন জন ভালো বন্ধু নিয়ে ফানি ভিডিও তৈরি
করতে পারেন কেমন টাইপের ভিডিও মানুষ দেখে
তার আইডিয়া নিতে ইউটিউব এ গিয়ে বাংলা
ফানি ভিডিও লিখে সার্চ দিন আইডিয়া পেয়ে
যাবেন
একটি সুন্দর ইউটিউব এর চ্যানেল এর নাম দিন,
অনেকেই দেখি আলতু ফালতু নাম দেন
আপনার চ্যানেল এর জন্য প্রথম ভিডিও তৈরি করুন
: অনেকে আছে খালি স্লাইড ভিডিও বানায়,
স্লাইড ভিডিও দিয়ে তেমন স্ফল হওয়া যায়না
এটি আপনি আপনার মুঠো ফোন দিয়ে রেকর্ড করে
আপলোড করতে পারেন তাতে করে তারা তারি
সফল হবেন আপনার ভিওয়ার বাড়বে
সাবসক্রাইবার ও বাড়বে তারাতারি
# আপনার ভিডিও টি ভালোভাবে এডিটিং করুন
কিছু টেকস্ট ইমেজ ইফেক্ট দিন দএতে করে
আপনার ভিডিওর লুক অনেক ভাল হবে এবং
দেখতে অনেক প্রফেশনালি দেখাবে
# ভিডিও এডিট করা শেষ হলে এবার আপলোড
করার পালা, আপলোড করার সময় অবশ্যই
ভালোভাবে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশ্ন
দিবেন এই গুলা যদি ঠিকমত না দেন তাহলে
আপার ভিডিও তেমন ভিউ হবেনা আর ভিডিও
ভালো ভাবে SEO করবেন তাতে করে আপনার
ভিডিও র্যাকং হবে তারাতারি, আর ভালো
একটি ভিডিও থাম্বলাইন দিবেন শুধু মাত্র এক্টি
ভাল ভিডিও থাম্বলাইন এর কারনে আপনার একটি
ভিডিও ১৫০ গুন পর্যন্ত বেশি ভিউ হতে পারে,
কিভাবে থাম্বলাইন বানাবেন সেটা দেখতে
ইউটিউবে গিয়ে how to make youtube thambali
লিখে সার্চ দেন সব পেয়ে যাবেন কি ভাবে কি
করতে হবে আর যারা ইউটিউবে অনেক পপুলার
তাদের ভিডিও তে দেখবেন অনেক সুন্দর সুন্দর
থাম্বলাইন দেয়া আর তাদের ভিউ ও অনেক
# আপনার ভিডিওর ভিউ বাড়াবেন যেভাবেঃ
সব কিছু হয়ে গেরে ভিডিও টি আপনার কাছের
বন্ধু বান্ধব এর কাছে শেয়ার করুন তাদের দেখতে
বলুন এবং শেয়ার করতে বলুন এবং সাসক্রাইব
করতে বলুন আর ভিডিও টি ফেসবুক, টুইটার, রেডিট,
গুগোল প্লাস এ শেয়ার করতে বুলবেন না, আর
টুইটার এ ফলোয়ার বাড়াতে টুইপি সাইটটা ব্যবহার
করতে পারেন ভালো ফল পাবেন, আর আপনি যদি
আরেকটু তারাতারি সফল হতে চান তাহলে
ফাইবারের সার্ভিস নিতে পারেন এখান থেকে
ভিউ এবং সাস্ক্রাইবার কিন্তে পারবেন আপনার
পরিচিত ইউটিউবার কে আপনার ভিডিও টি
দেখতে এবং সাস্ক্রাইব করতে বলুন এতে করে
আপনার ভিডিও টি ও মিলিয়ন ভিউ হয়ে যাবে
এটা ও একটা সিক্রেট টিপস
# ভিডিও এর এর কোয়ালিটি অনেক ভালো
রাখতে হবে, লো কোয়ালিটির ভিডিও বানালে

তেমন সফল হবেন না ভিডিও ৭২০ p hd তে রাখার
জন্য ট্রাই করবেন করবেন সব সময়
কিছু টিপস :
সব সময় ইউনিক ভিডিও বানাবেন কারো থেকে
কপি মারার ট্রাই করবেন না
ভিডিও তে কোন স্পাম করবেন না, অশাধু উপায়ে
কাজ করবেন না,
ভিডিও বানানো থামাবেন না , যারা সফল
ইউটিউবার তারা ও আপনার মত ছিল, তাদের ও
প্রথম অবস্থায় কোন সাবস্ক্রাইবার ছিলনা সো
বেশি করে ভিডিও বানালে ভিডিও বানালে
আমার দেয়া ট্রিকমত সফল হবেন ই
গেল কিভাবে ইউটিউবার হবেন
এবার আসি কিভাবে ইউটিউব এ গেমিং ভিডিও
আপ দিয়ে টাকা কামাইতে পারেন তার গাইড
লাইন
কিভাবে আপনারা গেমস নিয়ে কাজ করবেন, কি
সফটওয়্যার ব্যবহার করবেন আরও বিভিন্ন টিপস
যাই হোক কথা না বাড়িয়ে শুরু করলাম!!!
১ / প্রথমে আপনার একটি হাই কনফিগ এর পিসি
লাগবে, কোর আই ৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৮
জিবি হলে আরও ভালো হয়, এবং ২ জিবি
গ্রাফিক্স কার্ড , ১ টেরা বাইট হার্ড ডিক্স
২/ প্রয়োজনীয় সফটওয়্যার, আপনার স্কিন রেকর্ড
করার জন্য FRAPS অথবা camtasia, power director,
bandycam ব্যবহার করতে পারেন, আপনি যদি
আপনার নিজের ভিডিও করতে চান তাহলে একটি
ভিডিও ক্যামেরা রাখতে পারেন, এবং আপনার
সাউন্ড ও আপনি রেকর্ড করতে পারেন তাতে করে
আপনার চ্যানেল এর জনপ্রিয়তা অনেক তারা
তারি পাবে ভিউ ও পাবেন অনেক আর হা অডিও
এডিটিং এর জন্য audio city ব্যাহার করতে পারেন
এটি ফ্রি এবং ব্যবহার করতেও অনেক ইজি
৩/ ভিডিও এডিটিং সফটওয়্যার, আপনি বিগিনার
হয়ে থাকলে ক্যামটাসিয়া, windows movie maker,
ব্যবহার করতে পারেন আর আপনি যদি আপনার
গেম এর ফুটেজ কে আরও প্রফেশনাল লুক দিতে
চান তাহলে sony vegas pro, adobe premier pro এবং
after effects ব্যবহার করতে পারেন ইউটিউব এ
টিউটোরিয়াল পাবেন কিভাবে ইডিট করতে হবে
ভিডিও
৪/ আপনার সব যখন হাতের মুঠোয় থাকবে এবার
আপনার ভাবভার পালা আপনি কি গেমস খেলতে
চান? এখন বতর্মানের সাড়া জাগানো গেমস গুলো
হলো, fifa, grand theft auto, minectaft, skyrim, এবং
lego games আমি এখন ফিফা আর মিনিক্রাফট
খেলি ভিউ ও আসে অনেক ভাল,
৫/ যখন আপনার গেম ও সিলেক্ট হয়ে যাবে তখন শুধু
আপনার খেলার পালা আর রেকর্ড করার পালা,
গেমের রিভিও দেয়ার পালা, এরপর ভালো ভাবে
এডিটিং করে ইউটিউবে আপলোড করার পালা,
আর আপনারা যারা গেমিং নিয়ে কাজ করবেন
তারা ২-৩ জন মিলে করবেন, একজন ভিডিও
এডিটিং করবেন আরেক জন অডিও এডিটিং
করবেন, আরেকজন ভালো ভাবে ইউটিউব চ্যানেল
টাকে অপটিমাইজ করবেন, আর যখন কাজ করবেন
তখন একটা শিডিউল করে নিবেন কখন কি কাজ
করবেন,
৬ / সব ইতো করলেন এখন বলবেন গেমসতো খেলি
কিন্তু ভিউ পাইনা কেন, আমার ভিডিও তে ভিউ
আসেনা কেন? এই প্রশ্নের উত্তর হল আপনি
আপনার ভিডিও টাকে ওপটিমাইজ করে নিতে
হবে, আপনার ভিডিও টা অবশ্যই HD কোয়ালিটির
হতে হবে কমপক্ষে 720p আর 1080p হলে আরও
ভালো হয় তাহলে আপনার যে ভিওয়ার আছে
তারা দেখে ভালো লাগলে আরও অনেক যায়গায়
শেয়ার করবে, আর ভিডিও যখন আপলোড দিবেন
তখন অবশ্যই ভালো ভাবে টাইটেল, ট্যাগ, ডিস্ক
ক্রেপশন ভালো ভাবে দিবেন আর আপনার
ভিডিও টা অবশ্যই ফেসবুক, টুইটার, গুগোল প্লাস,
পিন্টারেস্ট, ডেইলিমোশোন এ শেয়ার করবেন
তাহলে ভালো ভিউ পাবেন, আর যখন আপনার
ভয়েজ দিবেন তখন অবশ্যই ইংরেজিতে কথা বলার
জন্য ট্রাই করবেন তাহলে মোটামোটি ভাল ই
ইনকাম হবে
কিছু টিপস :
আপনি যখন ভিডিও মেক করবেন তখন সেখানে
মানুষ দেরকে বিনোদোন দেয়ার জন্য ট্রাই
করবেন তাতে করে আপনার চ্যানেল এর
পপুলারিটি অনেক বৃধি পাবে
কখোনো ই অন্য মানুষ কে কপি করবেন না, আপনি
নিজে করার জন্য ট্রাই করবেন
খুব ভালো এবং HD কোয়ালিটির ভিডিও মেক
করবেন তাহলে আপনার ভিউয়ার আপনার পুরো
ভিডিও টি দেখবে
আপনার কমেন্ট বক্স এ অনেকে খারাপ মন্তব্য
করতে পারে সেটাকে আপনি পজিটিভ ভাবে
নিবেন
যখন ভিডিও এডিট করবেন তখন ভিডিও তে intro
দেয়ার জন ট্রাই করবেন এটা ও ভিউ ভারাতে
অনেক কাজে দিবে
আপনার চ্যানেল এর অন্য ভিডিও এর উপরে
আপনার অন্য একটি ভিডিও রাখবেন মানে হল
ইন্ডি স্ক্রিন অথবা এ্যানটেনশন ব্যাবহার করবেন
তাহলে আপনার ভিউ বাড়বে
আর সর্বশেষ কথা হলো ভিডিও মেক করা কখোন ও
বন্ধ করবেন না
এখন আরও কিছু ইনকাম করার উপায়, ইউটিউব থেকে
ইউটিউব থেকে আয় করার ৮ টি ক্রিয়েটিভ উপায় :
ইউটিউব থেকে ইনকাম করুন আজ থেকেই
১ : আপনার ওয়েবসাইট এর ট্রাফিক বাড়াতে –
মনে করেন আপনার একটি ওয়েব সাইট আছে, এখন
সেই ওয়েব সাইট এর জন্য ট্রাফিক দরকার এর জন্য
আপনি ইউটিউব ব্যাবহার করতে পারেন, আপনি
আপনার ওয়েবসাইটকে টার্গেট করে ভিডিও
বানাতে পারেন ওয়েব সাইটের মাধ্যমে আপনি
কি কি সার্ভিস দিতে চান সেটার উপর একটা
ভিডিও তৈরি করেন এই ভিডিও আপনি পাওয়ার
পয়েন্ট, উইন্ডোজ মুভি মেকার দিয়ে খুব সহজে
ভিডিও তৈরি করতে পারেন এতে করে আপনার
যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন ভিডিও
এর ডেসক্রিপশন এ আপনার ওয়েব সাইটের লিংক
দিয়ে দিবেন তাতে করে আপনার ওয়েব সাইটের
ট্রাফিক বাড়বে সেখান থেকে একটা ইনকাম
আসবে আবার আপলোড করা ভিডিও থেকেও
ইনকাম আসবে
২ ইউটিউবে নিজের প্রোডাক্ট বিক্রি করে আয়
করুন : ইউটিউবের মাধ্যমে এখন আপনি নিজের
প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনার ইবুক,
মিউজিক, মোবাইল সফটওয়্যার, আপনার
প্রোডাক্ট ভিডিও তেৈরি VideoMakerFX ব্যবহার
করবেন এবং ইউটিউবে আপলোড করার সময়
আপনার পন্য টি কিনার লিংক দিয় দিবেন
ভিডিও ডেসক্রিপশন এ
৩। এ্যফিলিয়েট মার্কেটার হয়ে প্রোডাক্ট সেল
করে আয় করুন : এ্যফিলিয়েট মার্কেটিং হল কিছু
কমিশন এর মাধ্যমে অন্যের প্রোডাক্ট সেল করে
আয় করা, হাজার হাজার কোম্পানি এ্যফিলিয়েট
মার্কেটার দের সাথে চুক্তি করে তাদের
কোম্পানির প্রোডাক্ট সেল করে দেয়ার জন্য
এবং তাদের কোম্পানির প্রচার এর জন্য যেমন
Amazon and eBay, ClickBank, Commission Junction,
and ShareASale.কম
ইউটিউব থেকে এ্যফিলিয়েট মার্কেটার হয়ে আয
করতে চাইলে আপনি তাদের প্রোডাক্ট এর
রিভিও ভিডিও তৈরি করে এবং কিভাবে এটা
ব্যাবহার করা যায় তার উপর টিউটোরিয়াল তৈরি
করবেন যখন আপনি ইউটিউবে তাদের ভিডিও
আপলোড করবেন তখন আপনার এ্যফিলিয়েট লিংক
ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দিবেন এখন পন্য টি
যতবার সেল হবে আপনি তার উপরে একটা কমিশন
পাবেন
৪ / হয়ে যান ইউটিউব পার্সোনালিটি : ইউটিউব এ
স্টার যারা আছে তারা মিলিয়ন মিলিয়ন ডলার
আয় করতেছে BlueXephos তার ই উদাহরন এই
চ্যানেল টিতে বিলিয়ন ভিউ হয়েছে আরও হবে সে
প্রতি ১০০০ ভিউতে প্রায় ৬ থেকে ৭ ডলার ইনকাম
করে নিচ্ছে এখন আপনি সালমান মুক্তাদি বা
শামিম এর মত আপনার বন্ধু বান্ধব নিয়ে বাংলা
ফানি ভিডিও, শিক্ষা মূলক ভিডিও, তেরি করে ও
ইউটিউব থেকে ইনকাম করতে পারেন
৫/ টিউটোরিয়াল ভিডিও তৈরি করে ইনকাম করুন :
ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও এর অনেক
চাহিদা রয়েছে, মনে করেন আপনি ফটুশপ, এবং
বিভিন্ন ভিডিও এডিটং, ওয়েব ডিজাইন এর কাজ
যানেন এখন এগুলোর উপর টিউটোরিয়াল তৈরি
করে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন আর
টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে ভিউ হয় অনেক
6 / ইউটিউবে আপনার বাচ্চার অথবা আপনার
পোষা বিড়াল এর ভিডিও দিয়ে ইনকাম করুন :
আপনি ইউটিউবে পপুলার অথবা স্টার হতে হলে বড়
সিংগার, বড় গায়ক হতে হবে এমন কোন কথা নেই
আপনি আপনার বাচ্চার, বিড়াল এর, ফানি ভিডিও
গুলো মুঠোফোন এর মাধ্যমে ভিডিও করে
ইউটিউবে আপলোড করে দিন, দেখবেন কি
পরিমান ভিউ হয়, আর ইউটিউবে আপনি baby funy
video, animal video লিখে সার্চ দিয়ে দেখবেন সেই
ভিডিও গুলোতে কি পরিমান ভিউ
7 / গেমস খেলে এবং সেটা স্কিন রেকর্ড করে
ইউটিউবে আপলোড করে ইনকাম করুন : আপনি যদি
গেম পাগলা হয়ে থাকেন তাহলে সেটা ইউটিউবে
আপলোড করে আপলোড করে ইনকাম করতে
পারেন, বর্তমানে পকিমন গো, ফিফা গেম, এবং
মিনিক্রাফট গেম এর অনেক চাহিদা রয়েছে এই
গুলা খেলে স্কিন রেকর্ড করে ইউটিউবে আপলোড
করে হাল্কা এডিটিং করে ইউটিউবে আপলোড
করুন এবং ইনকাম করুন
8/ নতুন নতুন মোবাইল এর আনবক্সিং ভিডিও এবং
সেটার রিভিও দিয়ে ইনকাম করুন : আপনার যদি
মোটামোটি ভালো বাজেট থাকে তাহলে নতুন
নতুন ফোন কিনে সেটার রিভিও দিতে পারেন,
মোবাইল ফোন এর অানবক্সিং এবং রিভিও
ভিডিও এর ইউটিউবে অনেক চাহিদা রয়েছে, সব
চাইতে বেশি ইনকাম করতে পারবেন যদি রিভিও
দেয়ার সময় ইংরেজী তে কথা বলে দিতে পারেন,
ইংরেজি বলাটা উপরোক্ত সব গুলো গুলো আয়ের
মাধ্যমে ব্যবহার করতে পারলে আপনার ইনকাম
আরও বহুগুন বেড়ে যাবে
*হ্যাপি ইউটিউবিং নো স্পামিং*
পোস্ট কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন,
সবার সাথে শেয়ার করবেন

25 thoughts on "[না দেখলে জীবনের সবচেয়ে বড় ভুল করবেন]ইউটিউবার হওয়ার A-Z গাইড লাইন [আমি উপকৃত হয়েছি]"

  1. Avi Contributor says:
    ওনেক ভালো লাগলো
    1. Hard Man Contributor Post Creator says:
      tnx
    1. Hard Man Contributor Post Creator says:
      tnx
    1. Hard Man Contributor Post Creator says:
      tnx
  2. ★ jubaer hasan raj ★ Subscriber says:
    ooorrrreee mama darun hoisy atodin koi chila?…. nc…….very good post,
    1. Hard Man Contributor Post Creator says:
      tnx
  3. Rakib sr. Contributor says:
    ভাই youtube a custom URL set kore kivabe..plz janle bolun..?
    1. Mehedi Contributor says:
      Jokhon apnar subscriber 10000 hobe thokon apni custom url set korte parben.
    2. Hard Man Contributor Post Creator says:
    3. ধুরু মিয়া।।
      সাবস্ক্রাইবার নাহ।। ভিউয়ার।
  4. Mehedi Contributor says:
    valo post. Help Me
    1. Hard Man Contributor Post Creator says:
      ki help bro
    1. Hard Man Contributor Post Creator says:
      wlc
  5. mahabubaz Contributor says:
    vi amake ekti cenel complete kore den ami apnake kbusi korbo
  6. Rajib Hossain Author says:
    vai apanr fb id link ta den plz?
    1. Asr Rifat Contributor Post Creator says:
  7. চরমম কষ্টে লিখা পোষ্ট।। ধন্যবাদ দিতে বাধ্য হইলাম।
    1. Asr Rifat Contributor Post Creator says:
      tnx a lot
    2. Eto rate Trikbd te achi amra. তবুও এডমিনদের মায়া হয় না লেখক বানাতে।
    3. bro. .. আপনার FB লিংক টাশেয়ার করবেন প্লিজ।
    4. Asr Rifat Contributor Post Creator says:

Leave a Reply