আসা করি সবাই ভাল আছেন।
আমাদের দেশে দিন দিন ফ্রিল্যানসার এর সংখ্যা বেরেই চলেছে।
সাথে সাথে বাটপারদেরও।
আমাদের ফ্রিল্যানসিং এর টাকা হাতে পেতে হলে ডলার বিক্রি করতে হয়।এজন্য প্রায়ই অনেককে প্রতারকের হাতে পরতে হয়।
তাই এখন কিছু বিশ্বাস যোগ্য সাইট নিয়ে হাজির হলাম।যেখানে নিশ্চিতে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন।
বি.দ্র. ক্রয় বিক্রয় এর আগে সব গুলা সাইটের রেট দেখে যেখানে বেশি সেখানে বিক্রয় আর যেখানে কম সেখান থেকে কিনবেন।
তো চলুন…..
#প্রথমে আছে “robik.in”
এখানে আপনি পাবেন ভাল রেট।কোনো NID ভেরিফাই লাগে না। এটি একটি নতুন সেবা দিচ্ছে “virtual mastercard” এটা নিয়ে পরে আরেক সময় লিখব।এটি ১$ ও সেল করতে পারবেন।
![](https://trickbd.com/wp-content/uploads/2017/06/22/robike.png)
#২য় আছে “DBSEWALLET.COM”
এটিতে NID ভেরিফাই লাগে।
পেমেন্ট :বিকাশ,রকেট
![](https://trickbd.com/wp-content/uploads/2017/06/22/dbse.png)
#৩য় আছে “DOLLARMELA.COM”
এটিতে NID ভেরিফাই লাগে।
পেমেন্ট :বিকাশ,রকেট
![](https://trickbd.com/wp-content/uploads/2017/06/22/d0llarmela.png)
#৪র্থ “TDBSEWALLET.COM”
এটিতেও NID ভেরিফাই করতে হয়।
পেমেন্ট : বিকাশ,রকেট
![](https://trickbd.com/wp-content/uploads/2017/06/22/tdbse.png)
বেশি ডলার ক্রয় বিক্রয় এর সময় Livechat অথবা Hotline a এ নক করে নিবেন।
সবাইকে ধন্যবাদ।
#SahriaR
koi jamo???
ভালো… তারা তারাতাড়ি সেন্ড করে এবং কল ও করে….DBSE এর দিন শেষ
তো পপোলার ই না