আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন। আর ভাল থাকাটাই আমার কাম্য।
আজ আমি আপনাদের সামনে ইউটিউবারদের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি। পোষ্ট টি হলো কিভাবে Google Adsense এর অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করবেন। (যারা অ্যাডসেন্স আবেদন করার সময় নাম বা ঠিকানা ভূল দিয়েছিলেন।)
যদি ঠিকানা ভুল থাকে তাহলে গুগল থেকে আসবেনা। আর যদি নাম ভুল থাকে তাহলে টাকা উঠাতে পারবেন না।
আগে বলে নেই… গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাঝে নাম এবং ঠিকানা খুবিই গুরুত্বপূর্ণ !! যদি অ্যাকাউন্টে আপনার নামের বানানটা ভুল দেন তাহলে আপনি টাকা তুলতে পারবেন না!
বিঃদ্রঃ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাম এবং অ্যাডসেন্সর সাথে যোগকৃত ব্যাংক অ্যাকাউন্ট নাম সেম হতে হবে। অর্থাৎ যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাম Ex. Abul Kalam হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম Abul Kalam-ই হতে হবে।
চলুন আজকের পোষ্টে চলে যায়…. আমরা অনেকেই আছি যারা নাকি অ্যাডসেন্স আবেদন করার সময় অনেক তথ্যই ভুল দিয়ে থাকি তো আজ দেখাবো কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের তথ্য ঠিক (সম্পাদনা) করবেন।
(অবশ্যই তথ্য ঠিক করতে হবে পিন ভেরিফিকেশন করার আগে)
প্রথমে আপনি (http://google.com/adsense) – এ যাবেন… যাওয়ার পর ডান পাশ থেকে Blanche এর সাথে Errow আইকনে ক্লিক করবেন। (নিচের ছবির মত)
তারপর View Payments– এ ক্লিক করবেন। (নিচের ছবির মত)
তারপর নতুন আরেকটি পেজ অপেন হবে… আপনি সেখান থেকে (নিচে) MANAGE SETTINGS – এ ক্লিক করুন। (নিচের ছবির মত)
তার পর আসল পেজ টি অপেন হবে অর্থাৎ এখান থেকে আপনার নিজের মত আপনার নাম,ঠিকানা, পোষ্টাল কোড ইত্যাদি চেন্জ করতে পারবেন। (নিচের ছবির মত)
উক্ত পিকচারের মধ্যে নাম ঠিকানা মন দিয়ে ঠিক করবেন। আর Payment Contact কিন্তু খুব গুরুত্বপূর্ণ… অর্থাৎ যার নামে টাকা আসবে। নাম, ঠিকানা, পোষ্টাল কোড লেখার পর সেভ করার জন্য কিবোর্ড থেকে Go – লেখাতে ক্লিক করবেন। (নিচের ছবির মত)
আজকের পোষ্টের কাজ শেষ!!!!
এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আপনি তো পিন ভেরিফিকেশন, ব্যাংক যোগ করার এবং টাকা উঠানো নিয়ে (৫ম পর্ব) পোষ্ট করেন নি।
উত্তরঃ ইউটিউব থেকে টাকা ইনকাম করার ৫ম পর্ব অতি তারাতারি আসছে…..
আল্লাহ চাহেতু এ মাসের ১০-১৫ তারিখের ভিতরে পেয়ে যাবেন। দেখে নিন ৫ম পর্বে যা যা থাকছে…
সর্বশেষ কথাঃ পোষ্টটি প্রথমে আমার ব্লগ সাইটে প্রকাশিত…. একবার হলে ও আমার সাইট থেকে ঘুরে আসবেন। (http://www.tipscity.ml)
সৌজন্যেঃটিপ্স সিটি
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
I need to be a Author plz contract me
age thnx janai..amr eita khub proyojon chilo..☺
video tutorial soho den vai..