এখন অনেকেই বিটকয়েনের মাধ্যমে অল্প বা বেশি টাকা আয় করেন freelancing এর মাধ্যমে। BITCOIN জমার জনপ্রিয় account হল coinbase। আগে coinbase থেকে bitcoin এ টাকা উত্তোলনে খুবই অল্প ফি লাগত,যার ফলে ছোট খাট লেনদেন এ কোন সমস্যা হত না। Now there are 168 tk fees for every transaction of bitcoin from one address to another. প্রতি লেনদেন এ fixed fee ১৬৮ টাকা করে লাগছে,ফলে যারা অনলাইনে dollar sell করে বিকাশে ২০০-৫০০ টাকা উত্তোলন করেন তাদের লস হয়ে যায়,তাই bitrefill এর মাধ্যমে zero fee payment system এ click করলে এই ফি লাগবে না mobile recharge এর ক্ষেত্রে।
তবে bitrefill.com নামক এই সাইটের মাধ্যমে মোবাইলে topup করলে এই ১৬৮ টাকা ফি লাগবে না,pay with coinbase link এর মাধ্যমে।
এখানে mobile recharge নেবার সময় amount change করে দেখবেন মানে ১০০,১০৫ এরকম দিয়ে দেখবেন কারন অনেক সময় ১০০ টাকায় যে খরচ,১১০ টাকায় একি খরচ হয়।
যারা instant online এ dollar বেচাকেনা করতে চান তারা চাইলে এই সাইট ক্লিক করে দেখতে পারেন। আমি এখানে অনেকবার skrill dollar sell দিসি।
17 thoughts on "Online এ উপার্জিত BITCOIN এর টাকা উত্তোলনে নতুন Network fee আরোপ (fee ফাকি দেবার উপায়)"