হ্যালো বন্ধুরা!
কি খবর সবার??

Admob থেকে Earning হচ্ছে তো??
কোন সমস্যা থাকলে আগে আমার ইউটিব চ্যানলে এর ভিডিও গুলো দেখে নিন। তারপরেও কোন কিছু না পারলে নিচে আমার Talegram Group লিংক আছে সেখানে জয়েন করুন অথবা আমার ফেইসবুক পেইজেও মেসেজ করতে পারেন।

Admob থেকে আয় করা নিয়ে এটা আমার পঞ্চম পোষ্ট!
আমার প্রথম চারটি পোষ্ট হচ্ছে।

১)Admob থেকে আয়!! (১ম পর্ব- প্রারম্ভিক আলোচনা)

২)Admob থেকে আয়!!(২য় পর্ব-Admob Account এবং Ad Unit Create করার পদ্ধতি)

৩)Admob থেকে আয়!! (৩য় পর্ব-Admob একাউন্টে আপনার Payment Info Submit করার পদ্ধতি )

৪) Admob থেকে আয়!! (৪র্থ পর্ব- কিভাবে Thunkable দিয়ে Simple একটা Self Click App তৈরী করবেন )

যারা আগে ওই পোষ্টগুলো পড়েন নি তাদের বলছি এই পোষ্ট পড়ার আগে আমার আগের চারটা পোষ্ট পড়ে নিন।

তো চলে যাচ্ছি মূল আলোচনায়।
তার আগে বলে রাখি টাইটেল দেখে যারা ভাবছেন Admob নিয়ে এটা আমার last পোষ্ট তাহলে ভাবনার কিছুই নেই। Admob নিয়ে এটা আমার শেষ পোষ্ট না।শুধু মাত্র Admob থেকে আয় শিরোনামে যে সিকুয়েল টা শুরু করেছিলাম। এটা সেই সিকুয়েলের শেষ পোষ্ট। আমি পরবর্তীতে যখন Admob নিয়ে পোষ্ট করব তখনো এটার মত সেইম Thumbnail থাকবে।
যদিও আজকের পোষ্টের কোন প্রতিপাদ্য বিষয় নেই কিন্তু যারা Admob এ কাজ করেন তাদের জন্য আজকের পোষ্ট টা যথেষ্ট গুরুত্ববহ!!

আমরা যারা App Development জানিনা তাদের জন্য Admob মানেই হছে Group Earning কিংবা Self Click । চলুন আজকে এই দুইটা পদ্ধতির সুবিধা অসুবিধার দিকে একটু আলোকপাত করা যাক।

Group Earning

এডমব নিয়ে যদি একটা গ্রুপ করার কথা আপনি ভেবে থাকেন তাহলে সেটা খুব সহজ একটা বিষয় নয়।
সুবিধার পাশাপাশি এখানে বেশ কিছু অসুবিধা ও রয়েছে!!

সুবিধা
গ্রুপিং করলে VPN ব্যাবহার করতে হয়না!!
একদম Organic ভিউ এন্ড ক্লিক পাওয়া যায়।
নেট কম খরচ হয়।
বেশি টাইম দিতে হয়না!
আইডি Suspend হওয়ার ভয় কম !

অসুবিধা!!
এর সবথেকে বড় অসুবিধা হল নিজের একাউন্ট নিজের মত করে ব্যাবহার করা যায়না
আপনার এড ইউনিট অন্যদের কাছে থাকবে।
আর তারা ইচ্ছে করলে খুব সহজেই আপনার একাউন্ট সাসপেন্ড করিয়ে দিতে পারবে।
তাই গ্রুপ এর কারো সাথেই খারাপ ব্যাবহার করা যাবেনা।
গ্রুপিং এ VPN ব্যাবহার করা হয়না বলে cpc খুব কম হয়। মাত্র 0.02$ এর কাছাকাছি cpc পাওয়া যায় বাংলাদেশ থেকে।

Self Click

আমার মতে স্লেল্ফ ক্লিক ঠিক যতটুকু নিরাপদ আবার ততটুকু অনিরাপদ। তো চলুন এর সুবিধা অসুবিধা গুলো একবার দেখে নেওয়া যাক।

সুবিধা
প্রথমত, সেল্ফ ক্লিকে নিজের এপ অন্যের কাছে দিতে হয়না। তাই কেউ শত্রুতা করে আপনার একাউন্ট সাসপেন্ড করিয়ে দিতে পারবে না ।
অর্থাৎ নিজের এপ নিজের নিয়ন্ত্রনে থাকবে, সোজা কথা।
দ্বিতীয়ত সেল্ফ ক্লিকে VPN ব্যাবহার করতে হয় তাই High Cpc পাবেন এটা নিশ্চিত। ৫-৬ দিনের মধ্যেই আপনার Cpc 1$ per click. হয়ে যাবে। প্রতিদিন ৫$ কোন ব্যাপার ই না (যদি আপনি ecpm floor enable করে থাকেন এবং সঠিক নিয়মে এড ক্লিক করতে জানেন) তাহলে।
Anonymously VPN ব্যাবহার করার নিয়ম কানুন আছে। এগুলো ফলো করলে আপনিও পারবেন Admob থেকে আয় করতে।

অসুবিধা
সেল্ফ ক্লিকের প্রধান অসুবিধা হচ্ছে সাসপেন্ড হওয়ার ভয়।
আপনি যদি সেল্ফ ক্লিক করেন তাহলে মনে রাখবেন গুগলের ডান্ডা আপনার মাথার উপরে আছে। আর লুকিয়ে চুপিয়ে যদি ১/২ টা পেমেন্ট তুলে নিতে পারেন তাহলে তো মাশা-আল্লাহ!

সেল্ফ ক্লিকে যেহেতু ভিপিএন ব্যাবহার করতে হয় এজন্য প্রচুর মেগাবাইট দরকার হয়। প্রতিদিন ২০০-৪০০ mb লাগতে পারে আপনার। যেটা আমরা অনেকেই effort করতে পারব না। মনে করুন আপনি সব কিছু জানেন
কিভাবে ভিপিএন ব্যাবহার করতে হয়, কিভাবে ১০০% এনোনিমাস থাকতে হয়, কিভাবে ক্লিক করতে হয়, সব আপনার করায়ত্ত কিন্তু তারপরেও একটু ভেবে দেখুন একদিন/ দুইদিন/ এক সপ্তাহ নাহয় সাবধান হয়ে ভিপিএন ব্যাবহার করলেন। কিন্তু সারা মাস কি আপনি এত সতর্ক হয়ে ভিপিএন ব্যাবহার করতে পারবেন?? যদি বলেন যে হ্যা ভাইয়া পারব তাহলে Hats off, স্যালুট আপনাকে।

তো কি বুঝলেন??
শুধু ঝামেলা, ঝামেলা আর ঝামেলা।
হ্যা ভাই এই জীবনটাই ঝামেলার।
শান্তিতে সে Admob থেকে থুরা বহুত ইনকাম করব তারও কোন উপায় নাই।
Grouping/Self Click দুইটাতেই ঝামেলা।
তাহলে কি করতে হবে??
তাহলে আপনাকে Software Development শিখতে হবে।
কি মরার উপর খারার ঘা দিয়ে ফেললাম??
আসলে আমরা অনেকেই এখন App Development
শিখার মত অবস্থায় নাই । কারন আবার সেই ঝামেলা, কারো হয়ত সময় নাই, কারো হুয়ত টাকা নাই। কারো টাকা, সময় দুইটাই আছে কিন্তু সে ঢাকা নাই। বাড়ি ঢাকার বাইরে কোন অঞ্চলে যেখানে Software Development শিখার কোন সুযোগ ই নাই।

তাদের জন্য আমি মনে করি সেল্ফ ক্লিক অথবা গ্রুপিং ই ভাল।এতে করে এক দুইটা একাউন্ট হয়তো সাসপেন্ড হতে পারে কিন্তু সঠিক নিয়ম মেনে ধৈর্য্য ধরে আর লোভ ছেড়ে কাজ করতে পারলে self click/grouping থেকেও পেমেন্ট আনা যায়।
এগুলোর সঠিক নিয়ম জানার জন্য আমি রেকমেন্ড করব আমার Youtube Channel টা একবার ঘুরে আসুন।
সবগুলো ভিডিও দেখলে আর ঠিক ঠিক মত ফলো করলে আপনি নিশ্চিত ভাবেই Admob থেকে আয় করতে পারবেন। তারপরেও যদি কারো Self click App অথবা Group Earning App বানানোর দরকার হয় তাহলে পোষ্টের নিচে আমার ফেসবুক পেইজ লিংক থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে
Soccer Pluto/ Coin Cash / True Cash এইসব
App এর মত online business ও করতে পারেন।
নিজে একটা Software বানিয়ে তা বিভিন্ন যায়গায় প্রমুট করে ব্যাবহারকারীদের দিয়ে কাজ করাতে পারেন। ৭/১৫ দিন পরে তাদের ছোট খাটো কিছু পেমেন্ট দিলেন। আর নিজে মাস শেষ হলে Admob থেকে পেমেন্ট নিলেন। মন্দ হয়না ব্যাপার টা। এজন্য অনকেই Software বানিয়ে বিক্রি করে। তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি চাইলে আমার পরিচিত ডেভেলপার দের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। কিংবা ইচ্ছে হলে আমার কাছ থেকেও নিতে পারবেন। খুব কম দামেই কিছু Software ছাড়ব আমি।

ব্যাস এইতো গেল Earning এর সাত কাহন!!
আর কি লিখব??

হ্যা FAQ দেওয়া যায়।

Admob নিয়ে সবাই সাধারনত যে প্রশ্নগুলো আমাকে করে সেগুলোর একাংশের উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে!!

1)
Cpc কি??
ভাই Cpc র দুইটা মিনিং আছে। যারা Adward এ টাকা ইনভেষ্ট করে এড দেখায় তাদের জন্য Cpc
হচ্ছে Cost per click, কিন্তু আমরা তো আয় করি। আমাদের জন্য এটা Cent per Click.
অর্থাৎ আমরা প্রতি ক্লিকে কতে Cent করে পাব সেটাই হচ্ছে Cpc.

2)
Cpc বাড়াব কিভাবে??
Cpc বাড়ানোর জন্য Ad এর eCpm Floor Enable করতে হয়। তারপর Country Specific Floor ব্যাবহার করে সেই দেশের VPN Connecte দিয়ে সঠিক নিয়মে এড দেখতে হয়।

3)
ভাই ecpm floor enable করে country specific floor. ব্যাবহার করব কিভাবে??
আরে ভাই এত কিছু তো লিখে বুঝানো সম্ভব না।
এই ভিডিও টা দেখে নিন। সবকিছু step by step বুঝিয়ে দিয়েছি।

4)
Ad এ ক্লিক করার কি কোন নিয়ম আছে?? কোন নিয়মে Ad ক্লিক করলে High Cpc পাব??
তেমন কঠিন কিছু না। আবার না জানলে সেটাই অনেক কিছু। এই নিয়ম না মানলে সারাদিন কান্নাকাটি করেও High Cpc পাবেন না।

5)
Impression কি??
একটা Banner অথবা একটা Interestitial Ad একবার সঠিক ভাবে দেখা সম্পন্ন হলেই সেটাকে একটা Impression হিসেবে গন্য করা হয়।

6)
কয়টা Impression এর পর একটা ক্লিক করলে ভাল??

অনেকে ৩০-৪০ impression দেওয়ার পর একটা Click করে ফেলে। কিন্তু আমি রেকমেন্ড করি ৭৫-১০০ টা impression এর পর একটা ক্লিক করার। এতে আপনি নিরাপদ থাকবেন।

7)
ভাইয়া সেল্ফ ক্লিকের জন্য কোন VPN টা সবথেকে ভাল??অথবা আপনি কোন VPN টা ব্যাবহার করেন??
সেল্ফ ক্লিকের জন্য Express VPN সবথেকে ভাল।
আমিও ওটাই ব্যাবহার করি। আপনারা চাইলে
এই লিংক থেকে নিতে পারেন।

8)
Express VPN দিয়ে কি ১০০% এনোনিমাস হতে পারব??
না শুধু Experss VPN ব্যাবহার করলেই হবেনা। এজন্য আপনাকে এই নিয়মগুলো ফলো করতে হবে।

9)
Impression Request আর Impression এর মাঝে পার্থক্য থাকে কেন??
Impression Request হচ্ছে আপনার এপ থেকে কতটা Impression Call করা হচ্ছে সেই সংখ্যা আর Impression হচ্ছে আপনার এপ থেকে সফলভাবে সম্পন্ন হওয়া Impression. মনে করুন আপনার এপে impression request 1000 টা কিন্তু আপনার impression 700, তার মানে হচ্ছে আপনার এপ থেকে এখনপর্যন্ত ১০০০ টা impression call করা হইছিল কিন্তু এদের থেকে 700 Impression complete হইছে আর বাকি 300 টা হয়নি আপনার তাড়াহুড়া কিংবা অন্য কোন ভুলের কারনে।

10)
ভাই কোন দেশের Cpc সবথেকে বেশি??
কোন দেশের Cpc বেশি আর কোন দেশের Cpc কম তা নিজের চোখেই দেখে নিন।

11)
Express VPN এ তো UAE নাই??
UAE না থাকলে আপনি USA ব্যাবহার করেন। সংযুক্ত আরব আমিরাতের পর আমেরিকার Cpc ই সবথেকে বেশি।

ব্যাস আজকে তাহলে এপর্যন্তই রইল??

আপনারা যারা Admob নিয়ে আমার সাথে কাজ করতে চান, অথবা গ্রুপিং করে আয় করতে চান তাদের সাথে কমিউনিকেট করার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি।
My Telegram Group
আপনার যদি এডমব একাউন্ট না থাকে আর আপনি যদি এডমবে কাজ করতে ইচ্ছুক না হোন তাহলে এই গ্রুপে জয়েন করার দরকার নেই।

অনেকদিন ধরেই ট্রিকবিডি ভিজিট করি, কিন্তু ট্রেইনার হয়েছি মাত্র কয়েকদিন হল।
সবাই আশির্বাদ করবেন যেন সারাজীবন
ট্রিকবিডির সাথে থাকতে পারি।
আর ভুল ক্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

যদিও আমি তেমন একটা অভিজ্ঞ না কিন্তু
তবু আপনাদের জন্য একটা Youtube Channel খুলেছি। দয়া করে Channel টা ঘুরে আসবেন।

ফেইসবুকে আমিঃ-Connect me on Facebook

আমার ব্লগঃ-Bapon’s World Blog

আমার চ্যানেলঃ-Bapon’s World Youtube Channel

ভালবাসা অবিরাম…… ?

38 thoughts on "Admob থেকে আয়!! (শেষ পর্ব-সার্বিক পর্যালোচনা) [Admob Users Must See]"

  1. SHISHIR KHAN Contributor says:
    NICE POST… VALO LAGLO ONEK… ???
  2. Ns saif Contributor says:
    vai doren ami onno akta mobile diya admob creat koreci.akon arek mobile a admob log in diyeci.akon qustion holo…. je mobile log in dici sei mobile a ki vpn chara admob ar ad deka jabe?
    1. Bapon Author Post Creator says:
      যে মোবাইলে আপনার এডমব জিমেইল লগিন করা থাকবে সেটা দিয়ে হবে না।
  3. Zahid0160 Contributor says:
    Admob theke ai mase 269$ dollar Payment nisi vai
  4. ASRAF THE PRESENTER Contributor says:
    সেল্ফ ক্লিকে আর্ন করতে চাচ্ছি।
    আমি ঙদি কয়েকদিন পরপর ক্লিক করি তাহলে কি সমস্যা আছে?
    মানে এম্বির সমস্যা আর কি!
    1. Bapon Author Post Creator says:
      no problem!!
  5. ASRAF THE PRESENTER Contributor says:
    আপনার গ্রুফে যদি কাজ করি তাহলে কি আমাকে প্রতিদিন কাজ করতে হবে?
    না,কয়েকদিন পরপর করলে চলবে?
    tnx
  6. Abdul Gaffar Contributor says:
    চোরের চুরির পোস্টের কথা মত কাজ করতে গিয়ে আমার account disabled হয়ে গেছে । কেউ এই কাজ করবেন না ।
    1. Bapon Author Post Creator says:
      ভাই সেল্ফ ক্লিল করলে একাউন্ট ডিজেবল হইতেই পারে। আমি সব পোষ্টেই সেটা বলে দিছি। যদি মুরোদ থাকে তাহলে Developing করেন।
    2. Abdul Gaffar Contributor says:
      apni jodi ato valo hon tahole prothom vpn us korar kotha bolsen keno? jeta na janben se bepare post dibenna. ai vpn us kore amar account akhon batil
  7. sanaurasif Author says:
    Vi.amar akta earning app lagbe..jata die ami user der die kaj korabo
    1. Bapon Author Post Creator says:
      inbox on facebook.
    2. sanaurasif Author says:
      Sr Asif id ta amar
  8. Munna Contributor says:
    গুগলের মতো কোম্পানিকে ফাঁকি দেওয়া বোকামি ছাড়া কিছুই না।
    সেল্ফ ক্লিক/গ্রুপিং করে একাউন্টে ব্যালেন্স বাড়বে ঠিকই। কিন্তু এই ডলার হাতে পাবেননা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
    কারণ পেমেন্ট করার আগে গুগল আপনার এডস এর অ্যাকটিভিটি রিভিউ করবে। আপনি যে ভিপিএন ইউজ করেছেন তা জানা গুগলের পক্ষে হাতের মোয়া!
    1. Tarek Hasan Contributor says:
      Right.
    2. Bapon Author Post Creator says:
      tahole gruping korun or software toiri korun..
  9. Tarek Hasan Contributor says:
    kew ke self-click a kaj kore payment paysen?
  10. Md Himul Contributor says:
    app develope er kaj sikte koros hoy kmon?
  11. md arif hosen Contributor says:
    আপনি কি পেমেন্ট পাইছেন,
  12. Bishwajeet Contributor says:
    মাস শেষে সব গুলো ধরা খাবে ।।।
    1. Abdul Gaffar Contributor says:
      right
  13. shahriarcus Author says:
    self click করে earning এর full process নিয়ে একটা post করেন।
  14. Tanjid Contributor says:
    Kivabe onno kono app or play store er app er ads id change kore nijer ta dibo sei nia post korlen na j??
  15. ArikRayhan Contributor says:
    ভাই আমি একদিনে ৭০$ ক্লিক করে ফেলছি। এখন ও ব্যান করে নাই। পেমেন্ট কি করে নিবো বুঝছি না। আমার সাথে personally যোগাযোগ করলে খুশি হতাম। আপনার চ্যানেল sub করছি।
    1. Bapon Author Post Creator says:
      আমার ফেইসবুক পেইজে নক করুন।
    2. ArikRayhan Contributor says:
      আপনার পেইজ এর লিংক কাজ করছে না…
    3. Abdul Gaffar Contributor says:
      bhai apni jodi vpn us kore apanar add apni click kore thaken tahole 100% geranti apnar account disabled hobe. mane apnar adsenc, Admob account k golola tipe mere fellen
  16. Aliar Rahaman Sajib Contributor says:
    কোনো app-কে ‘App Editor’ দিয়ে edit করে নিজের ad বসানোর পোস্টটি কিন্তু ভাই দেন নাই আপনি দিতে চাইছিলেন ?
  17. ArikRayhan Contributor says:
    আরেকটা বিষয় ভাই। আমি আপনার apa. File দিয়ে অ্যাপ বানালাম তবে ব্যানার কাজ করছে না। বাকি সব ঠিক কাজ করছে। যদি ওইটা একটু দেখতেন তাহলে ভালো হত.
    1. Bapon Author Post Creator says:
      banner blocks ta thik koren.
  18. Musafir Contributor says:
    সত্যিই কি কাজ হয়?
  19. Raihan_Islam Author says:
    আমি প্রথম প্রথম প্রতিটা impression এ ক্লিক করছি……এখন কি আমার account টা suspend হতে পারে…….???
  20. ROKTIMXD Contributor says:
    Vai post korce valo kotha but apner profile a am at pic Kan dawa ??
  21. Aliar Rahaman Sajib Contributor says:
    কোনো app-কে ‘App Editor’ দিয়ে edit করে নিজের ad বসানোর পোস্টটি কিন্তু ভাই দেন নাই আপনি দিতে চাইছিলেন ?
  22. hossain494 Contributor says:
    ভাই সবই ঠিক আছে কিন্তু runtime error আসে ?
  23. codermaruf Contributor says:
    nice…onk tottho bohul post…but bro amer app a add sho kortase na…codeing a kono vul nai…ami ki korbo..plz help me…bro amer kintu adsence account na khulei admob khulsi..se jonno ki add show korse na?

Leave a Reply