আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন?
আশা করি ভালো আছেন।

আজ প্রায় ১০ মাস পর ট্রিকবিডিতে লিখতে বসলাম।
যদি পোষ্ট টি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


টাইটেল দেখে তো জেনেই গেছেন যে আজ কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল পোষ্ট এ চলে যায়।

প্রথমেই জেনে নেয়াযাক বিটকয়েন কি!

খুবসহজে বললে, বিটকয়েন হলো ডিজিটাল কারেন্সি যা এনক্রিপশন লেয়ারের মাধ্যমে সুরক্ষিত থাকে। এমনটাই সংজ্ঞা দিয়েছেন বেঙ্গালুরু ভিত্তিক বিটকয়েন এক্সচেঞ্জের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সাতভিক বিশ্বনাথ। তার ভাষায়, বিটকয়েন হলো স্বর্ণের মতো। 

বিটকয়েন একটি বিকেন্দ্রীকৃত মুদ্রা, যার অর্থ হচ্ছে বিটকয়েনের স্থানান্তর ব্যাংকসহ অন্য কোনো তৃতীয় পক্ষের সমর্থন সাপেক্ষে হয় না। এটি একটি পিয়ার টু পিয়ার লেনদেনের যা মধ্যস্থতাকারী ছাড়াই কাজ করে। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার এবং কোনো ব্যক্তি, কোম্পানি বা দেশই এই নেটওয়ার্কের মালিক না যেমনটা কেউ ইন্টারনেটের মালিক না। 

বিটকয়েন কি কোনো বিনিয়োগ, নাকি অর্থ?

বর্তমান সময়ে বিটকয়েন বিনিয়োগ এবং অর্থ দুটোই বলা যায়। আপনি এই সেবা অনলাইন এবং অফলাইন দুইভাবেই পেতে পারেন। এই কারেন্সিতে অন্য দেশের ফ্রিল্যান্সারদের পেমেন্ট করা সহজ। তাছাড়া বিটকয়েনের দাম বাড়ছেই তাই আপনি যদি এখনকার দামে কোনো বিটকয়েন কিনে থাকেন তাহলে আরও বেশি দামে এই বিটকয়েন পরবর্তীতে বিক্রি করে দিতে পারেন। 

কীভাবে কিনা হয় এই বিটকয়েন?

বেশ কিছু উপায়ে বিটকয়েন কিনা হয়ে থাকে। যেকোনো সিরিজ সংখ্যা এবং অক্ষর হিসাবে সংরক্ষিত হয় বিটকয়েন যা পাবলিক ব্লকচেইনে ভেরিফাইড করা হয়। সুতরাং বিটকয়েন পেন ড্রাইভে, কাগজে লিখে অথবা অনলাইন বিটকয়েন ওয়ালেটে রাখা যেতে পারে। এখনকার সময়ে বিটকয়েন কিনা এবং বিক্রি করা খুবই সহজ। বিভিন্ন এক্সচেঞ্জ রয়েছে যেখানে লগ ইন করে বিটকয়েন পাওয়া যেতে পারে। এছাড়াও যেকোনো কেউ বিটকয়েনে বিনিয়োগ করতে পারে। 
.

কি ভাবে বিটকয়েন ক্রয় বিক্রয় এর মাধ্যমে ইনকাম করা সম্ভব!

আপনারা সবাই জানেন বিটকেয়ন এর মূল্য সব সময় কমে বাড়ে।
এটি খুবই সহজ ব্যাপার যে ধরুন ১ বিটকয়েন যখন ১০ টাকা তখন কিনে রাখবেন আর ২০ টাকা হলে বিক্রি করে দেবেন।
আশা করি এটি থেকে কি ভাবে লাভ আসবে তা বুঝাতে পেরেছি।

এছাড়াও বেশির ভাগ সাইট গুলো বিটকেয়েন এর মাধ্যমে পেম্বন্ট করে থাকে এবং ইনভেস্ট করতেও লাগে বিটকেয়।
এই সুযোগ টা ও আপনি কাজে লাগাতে পারেন।
যেমন যারা অনলাইন থেকে ইনকাম করে তারা কম দামে কয়েন বিক্রি করে দেয়।
ধরুন আপন ১$ বিটকয়েন ক্রয় করলেন ৮৫ টাকা দিয়ে।
বিক্রি করলেন ৯০ টাকা। এভাবে প্রতি দিন ১০০$ ক্রয় নিক্রয় করতে পারলে আপনি ৫০০ টাকা খুব সহজেই ব্যবসা করে লাভ করতে পারবেন।আর এটা সবটা হবে হালাল টাকা।

এছাড়া এই ব্যবসাই লস নেই বললেই চলে।
কারণ আপন চাইলে যে কোন সময় অনলাইন exchange সাইট গুলোতে ৮৬-৮৯ টাকা করে আপনার কয়েন গুলো বিক্রি করে দিতে পারবেন।


আপনি চাইলে whats app এ বিভিন্ন গ্রুপ গুলো থেকে ক্রয় করতে পারবেন কম দামে বিটকিয়েন।

ভালো থাকবেন।
ধন্যবাদ।

20 thoughts on "বিটকয়েন কি? কীভাবে ক্রয়-বিক্রয় করা হয় এই বিটকয়েন এবং কি ভাবে শুধু বিটকয়েন ক্রয় বিক্রয় করেই মাসে 10000 টাকা থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন খুব সহজে।"

    1. Sarowar Subscriber Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।
  1. Jibon Author says:
    nice post bro
    1. Sarowar Subscriber Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।
  2. Ibrahim900 Contributor says:
    Apnar kono telegram group nai?
    1. Sarowar Subscriber Post Creator says:
      জি না।
  3. TanbirBoss Contributor says:
    আমার Coinbase একাউন্টে ১৬০০০ টাকার Btc Pending আছে আজ প্রায় ৩দিন এই বিটিসি কখন আমি আমার একাউন্টে পাবো আর আমি translation ta কিভাবে দেখব বলকে পারেন
  4. TanbirBoss Contributor says:
    আমার Coinbase একাউন্টে ১৬০০০ টাকার Btc Pending আছে আজ প্রায় ৩দিন এই বিটিসি কখন আমি আমার একাউন্টে পাবো আর আমি translation ta কিভাবে দেখব বলকে পারেন
  5. TanbirBoss Contributor says:
    আমার Coinbase একাউন্টে ১৬০০০ টাকার Btc Pending আছে আজ প্রায় ৩দিন এই বিটিসি কখন আমি আমার একাউন্টে পাবো আর আমি translation ta কিভাবে দেখব বলকে পারেন
  6. TanbirBoss Contributor says:
    আমার Coinbase একাউন্টে ১৬০০০ টাকার Btc Pending আছে আজ প্রায় ৩দিন এই বিটিসি কখন আমি আমার একাউন্টে পাবো আর আমি translation ta কিভাবে দেখব বলকে পারেন
    1. Sofikul Islam Author says:
      ভাই তিন দিন পেন্ডিং এ থাকার কথা না। তুই থেকে তিন ঘন্টা পেন্ডিং এ থাকে তারপর মেইন ব্যলেন্স এ চলে আসে। ফেসবুকে একটি স্কিনসুট দেন তো।
  7. HQ Shakib Author says:
    Vaiya eto late kore post koren kno ?
  8. Ibrahim900 Contributor says:
    Vi maybe transactions Id not found Tai debay na . Pending é thakbay Sara jibon . Amar 26$ 1 year doray pending
  9. স্বপ্ন Author says:
    শুড পোস্ট
  10. Forhad Rahman Author says:
    After a long time, you back bro! Great!
    Apnar root er post gulo amar valoi kaje lagse ?
  11. ARIYAN Contributor says:
    আমি 1.58 ডলার বিটিসি সেল করতে চাই।

Leave a Reply