♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

উপরের টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আলোচনা করব আপনারা Bluee অ্যাপে কিভাবে Root অ্যাপের সার্ভটি কমপ্লিট করে 400 পয়েন্ট বা 4$ ডলার ইনকাম করবেন তাও আবার মাত্র ২ মিনিটে।তো যাদের অ্যাকাউন্টে অফারটি শো করবে না তারাও পোস্টি পড়ে রাখতে পারেন পরবর্তিতে শো করলে আপনারা খুব সহজে তা কমপ্লিট করে ৪ ডলার নিতে পারবেন।তো চলুন শুরু করি আমি আপনাদের যেভাবে যেভাবে বলব আপনারা সেই ভাবে সেই ভাবে কাজ করবেন।

এক ভাই এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা নিয়ে পোস্ট করেছে,কিন্তু অফার কমপ্লিট করে পয়েন্ট আর্ন করবেন তা নিয়ে কিন্তু কোন প্রকার পোস্ট করেনি।আপনাদের সাড়া পেলে আমি চেষ্টা করব সব অফার গুলো কিভাবে কমপ্লিট করবেন হ্যাক সহ তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক।

যারা একদম নতুন Bluee অ্যাপ সম্পর্কে জানে না বা নতুন অ্যাকাউন্ট করে ইনকাম করতে চাইলে নিচ থেকে ভিডিও টা দেখে নিন।

https://youtu.be/XHhwpAbMpU4

◽তো আপনাকে যা করতে হবে প্রথমে নিচ থেকে Root নামে অ্যাপটি ডাউনলোড করতে হবে।তারপর ডাউনলোড করে ইনস্টল করুন।এটা আসলে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে সার্ভ কমপ্লিট করতে হয়।তো আমাদের তো লাইসেন্স নাই তাহলে কিভাবে কমপ্লিট করে ৪ ডলার নিবেন তো চলুন শুরু করা যাক।

প্রথমে Root অ্যাপটি ডাউনলোড করুন

➡️তারপর ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করুন United States fake drivers License লিখে।

তারপর একটু নিচে যান সেখানে Image লেখা দেখবেন।তারপর তার পাশে View লেখায় ক্লিক করলে সব ফেক লাইসেন্স এর ফটো গুলো শো করবে।

তারপর আপনার সব ফেক লাইসেন্স কার্ড গুলা শো করবে।আপনি কি করবেন যে কোন একটা কার্ড এ ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোড করে নিবেন ছবিটি।

তারপর নিচের দেখানো তথ্য গুলো কোন একটা খাতায় লিখে রাখবেন,যেমন দেশের জায়গায় নাম,জন্মতারিখ,লাইসেন্স নাম্বার,ঠিকানা,ফুল নাম,যে কোন খাতায় লিখে রাখুন।

তারপর নতুন একটা পেজ নিবেন ক্রম ব্রাউজারে তারপর United States Fake VIN এটা লিখে সার্চ করুন।তারপর একটু নিচে গিয়ে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর এরকম আসবে এখান থেকে এই ভিন কোড টি সিলেক্ট করে কপি করে নিন।

তারপর solo vpn এ গিয়ে us সার্ভার কানেক্ট করে,আপনার Tapjoy offerwall এ ক্লিক করে দেখবেন এই অফারটি শো করে কিনা।শো করলে তারউপর ক্লিক করে Earn এ ক্লিক করে প্লে স্টোরে চলে যান।

তারপর অ্যাপটি প্লে স্টোর থেকে ওপেন করুন।প্রথমে হয়ত লোকেশন ওন করতে বলবে ok তে ক্লিক করে দিবেন।তারওর নিচের মত পেজ আসবে সেখানে Get Started এ ক্লিক করুন।

তারপর Sing In With Google ক্লিক করুন।

তারপর আপনার জিমেইল গুলো শো করবে যে কোন একটাতে ক্লিক করুন।

তারপর আবার লোকেশন Enable করতে বলবে করে দিবেন।

তারপর একটা পেজ আসবে সেখানে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর একটা পেজ আসবে সেখানে ফাষ্ট নেম,লাষ্ট নেম দিয়ে দিবেন ঠিকমত।

তারপর প্রথমে দেশের অবস্থান টা সিলেক্ট করুন,তারপর ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি বসায় দিন।

তারপর একটা পেজ আসবে সেখানে Birthday টা ঠিকমত বসায় দিবেন।

তারপর ঠিকানার কিছুটা অংশ লিখে সার্চ করতে হবে,আসলে প্রথম টা সিলেক্ট করে দিবেন।

তারপর নিচে Continue লেখার উপর ক্লিক করুন।

তারপর আবার নিচে Continue লেখার উপর ক্লিক করুন।

তারপর একটা পেজ আসবে ওখানে কপি করে নেয়া VIN কোডটি বসায় দিন।তারপর তির চিহ্ন আইকনে ক্লিক করেন।

তারপর Yes এ ক্লিক করে তারপর Continue লেখার উপর ক্লিক করেন।

সব ঠিকঠাক থাকলে Continue তে ক্লিক করেন।

তারপর লোড নিবে নেয়ার পর কিছুক্ষণ লোড নিবে,তারপর একটা পেজ আসবে সেখানে ডান দিকে পেজ গুলা সোয়াইপ করে Continue To quote তে ক্লিক করেন।

তারপর নিচের মত পেজ আসবে,কয়েক সেকেন্ড ওখানে উঠানামা করুন।

তারপর কেটে দিয়ে দেখুন Bluee অ্যাপে পয়েন্ট যোগ হয়ে গেছে।নিচে প্রুফ দিলাম।

যারা পোস্টটি পড়ে কিছু বুঝতে পারেনি তারা নিচ থেকে ভিডিওটা দেখে নিতে পারেন।


https://youtu.be/ykViAYT_eIg

?আপনি যদি Tech (প্রযুক্তি) বিষয়ক বা অ্যাপ রিভিউ নিয়ে ভিডিও সবার পেতে চান তাহলে অবশ্যই নিচের লিংকে ক্লিক করে চ্যানেলটি subscribe করুন।

please subscribe my Channel

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

23 thoughts on "Bluee অ্যাপে মাত্র 2 মিনিট কাজ করে 400 পয়েন্ট বা 4$ নিয়ে নিন,তারাতারি করুন।"

    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      ?
  1. Avatar photo rex boy Contributor says:
    root ta ken download dibo? bujlam na.?
    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      ভাই ওইটা তো সেই অ্যাপ যেই সার্ভটা কমপ্লিট করবেন,এটা প্লে স্টোরে আমাদের জন্য সাপোর্টেড না।তাই আগে যে কোন সাইট থেকে ডাউনলোড করতে হয়।
  2. msayem4404 Contributor says:
    bro post ti delete koreden plizz
    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      Kno vai?
  3. Avatar photo Md Burhan Uddin Contributor says:
    Taka kmne tulbo
  4. CS.Mahtab Contributor says:
    vai 400 ki doller naki bitcoin ..??
    & taka uthabo kivabe.??
    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      ভাই ৪০০ পয়েন্ট বা ৪ ডলার,সব কিছু প্রথম ভিডিও টাতে দেয়া আছে দেখে নিন।
  5. Avatar photo miraz31 Contributor says:
    Download korei ki install dibo na pore
    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      Download korei install diben tarpore baki kaj korben…
  6. Avatar photo sparkingRobin Contributor says:
    ভাই solo তে us কানেক্ট করলাম, তাও Tapjoy এ No ads available আসে। কেন?
    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      vai sobare same problem,wait korun thik hoye jabe…..
  7. Avatar photo JM Sujon Contributor says:
    no ads available
  8. Avatar photo Md Ayan Contributor says:
    vai offer ei to show kore na…..r onno kicu app e kaj korlam but credit to paiteci na…..pending er gola o add hocche na 9 din hoye gelo
  9. FOFNFT Contributor says:
    Topjoy offerwall kaj korce na,

    No more ads

  10. FOFNFT Contributor says:
    Tapjoy offerwall kaj korce na,

    No more ads

    1. Avatar photo MD Mizan Author Post Creator says:
      ki?
  11. Avatar photo white devil Author says:
    ভাই,panding earn balance, দেখায় কেন?

Leave a Reply