হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি যেভাবে Paypal Verified একটি একাউন্ট খুলবেন বাংলাদেশ থেকে তার টিউটোরিয়াল নিয়ে।
আমাদের ভিতর অনেকেই আছেন যারা অনলাইন এ কাজ করে পেমেন্ট নিতে গিয়ে বিপদে পড়ে যান তার কারণ বাংলাদেশে Paypal সাপোর্ট করেনা কিন্তু চাইলেই একটু বুদ্ধি খাটিয়ে একটি Paypal একাউন্ট বানিয়ে নিতে পারেন আর ভেরিফাই করে নিতে পারেন একটি USA নাম্বার ব্যবহার করে। আর অনলাইনে লেনদেন করুন নিরাপদ উপায়ে।
যারা জানেন না তাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে এই USA নাম্বার পাবো কই ?
সব থেকে সহজ উত্তর হলো আপনার কোন পরিচিত কেউ যদি USA তে বসবাস অবস্থায় থাকে তার মাধ্যমে একাউন্ট ভেরিফাই করে নিতে পারেন আর যদি তা সম্ভব না হয় আমার দেখানো নিচের পদ্ধতি অনুসরণ করুন।
চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল
প্রথমে নিচের লিংকে চলে PayPal এ একটি Account তৈরী করার জন্য লিংক।
Paypal এর লিংকে গেলে উপরের মত দেখাবে Menu তে ক্লিক করুন।
Sign Up For Free তে ক্লিক করুন।
Personal Account নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন।
এবার আপনার First Name এবং Last Name দিন।
আপনার Mail Address দিন সাথে পাসওয়ার্ড।
এবার আপনার প্রয়োজন হবে একটি USA Number. USA Number এর জন্য নিচের লিংক থেকে App টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে Install করে ফেলুন এবং Open করুন।
আপনার Mail Address এবং Password দিয়ে
Create Account বাটনে ক্লিক করুন।
Verify করার জন্য Continue বাটনে ক্লিক করুন এবং Recaptcha Challenge সঠিক ভাবে শেষ করুন।
এবার Setup বাটনে ক্লিক করুন।
Use My Location এ ক্লিক করুন।
যে কোন USA Location এর Zip কোড দিন
Continue বাটনে ক্লিক করুন।
অপেক্ষা করুন।
উপরের মত আসলে যে কোন একটি নাম্বার নির্বাচন করুন।
ব্যস হয়ে গেল আপনার একটি USA নাম্বার Paypal Verify করার জন্য।
আবার Paypal সাইটে ফিরে যাওয়া যাক।
আপনার USA নাম্বার দিন এবং Cotinue বাটনে ক্লিক করুন।
এবার আপনার 2nd Line এ Verification Code পাঠানো হবে তা Paypal এ বসিয়ে Verify করে নিন।
এবার আপনার প্রয়োজন পড়বে USA এর একটি বাসস্থানের ঠিকানা ।
ভাবছেন কই পাবেন চিন্তার কিছু নেই নিচের লিংকে গিয়ে একটি Fake USA Address বানিয়ে নিন ।
সব কিছু ঠিকমত করা হয়ে গেলে নিচে দেখুন।
Agree And Create Account বাটনে ক্লিক করুন।
এই রইলো আপনার Paypal এর ফিচার সমূহ
এবার আপনি আপনার Master Card এখানে Link করতে পারেন লেনদেন করার জন্য।
যাদের Master Card নেই তারা অপেক্ষা করুন আগামীতে হাজির হয়ে যাব কিভাবে ফ্রিতে একটি Master Card হাতে পাবেন তার টিউটোরিয়াল নিয়ে।
তাহলে আমরা একটি Verify করা Paypal একাউন্ট বানিয়ে ফেললাম USA মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে।
যদি ভালো লেগে থাকে তবে মতামত জানাতে ভুলবেন না কিন্তু।
account+blance dutoi ses
আর যদি ফ্রি কিছু চান তবে অবশ্যই সাজেস্ট করবো আপনাকে Dingtone App ব্যবহার করার। কারন
আপনি যদি Dingtone এ 100 Point কষ্ট করে জমাতে পারেন Add দেখে তবে আপনি একবছরের জন্য একটি USA নাম্বার পেতে পারেন।
ধন্যবাদ @ GM ZAHID স্যার আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।
আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম।
ইউটিউব সার্চ করেন সলভ পেয়ে যাবেন
আর আপনি যে বললেন আমি বেশী বুঝি তা কিন্তু সঠিক নয় আমি অল্প জ্ঞানী তবে তা দিয়ে অনেক বার কাজ চালিয়ে গিয়েছি।
আর Document কথা বলছেন তার সমাধান দিচ্ছি
আপনি কিন্তু চাইলে সহজেই একটি Fake USA ID Card তৈরী করে ফেলতে পারবেন চাইলে গুগলে সার্চ করুন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আর স্যার যত সমস্যা থাকে তার থেকে মুক্তির একটা না একটা উপায় থাকে শুধু একটু মাথা খাটিয়ে বের করে নিতে পারলেই সব ঠিকঠাক।
ধন্যবাদ @ Astar স্যার আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ভালো থাকুন শুভ কামনা রইলো ??
14$ er bash khaici.
Dingtone এর কথা সাজেস্ট করেছি উপরে দেখতে পারবেন যা দিয়ে অন্তত এক বছর সমস্যা হবে না
https://ibb.co/Nmf5VvH
কি করে solve করতে পারি ?
ক্রম ব্রাউজার দিয়ে।
ডেস্কটপ মুড অন করে নিবেন
সিরিয়ালে অনেক পোষ্ট আপনার Good
usa number দিয়ে খুললেই ভেরিফাই পেপাল আর বাংলাদেশি নাম্বার দিয়ে খুললে ভেরিফাই না..?
আপনি আপনার পোস্ট কে usa number দিয়ে পেপাল খোলা বলতে পারেন বাট ভেরিফাই না।
ভেরিফাই করতে Master Card ব্যাবহার করা যায়। আগে সঠিক করে জানুন।