বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামুয়ালাইকুম , বন্ধুগণ , আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি ।

আজকে আলোচনা করবো তাদের জন্য , যারা ব্রেভ ব্রাউজার পাগল ছিল ।

মনে আছো তো ব্রেভ ব্রাউজারের কথা ? Uphold একাউন্ট এ পেইমেন্ট নিতে হত । তো , আজকে সেরকম একটা ব্রাউজার নয় , তবে এটা একটা এক্সটেনশন যেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো ।

অনেক কষ্ট করে একটা আর্টিকেল লিখি , যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন , অহেতুক , ভুল ভাল কোন কথা কেও লিখবেন না ।

প্রথমেই জেনে নেই কয় টা পদ্ধতিতে এখানে আয় সম্ভব ??

১. সেলফ আনিং । (KYC Needed)

২. রেফারেল আনিং । (KYC Needed)

১. সেলফ আনিং

প্রথমেই জেনে নেই সেলফ আর্নিং এ ইনকাম কেমন ?

তারা যেই তথ্য দিয়েছেন Medium এ সেখানে থেকেই আমি উপস্থাপনা করছি ।

  • $$0.25 – $1.50 per day
  • $7.50 – $45 per month
  • $91.25 – $547.50 per year

এটা নির্ভর করবে আপনি কতটুকু সময় ব্যয় করলেন , এবং এড ভিও করলেন বা এড ব্লক হল । তো চলুন , আমরা দেখে আসি কিভাবে কি করবো ।

প্রথমেই বলি মোবাইল ইউজার যারা , তাদের জন্যও যেই কাজ পিসি ইউজার দের জন্যও একই কাজ । তবে , Mobile User দের জন্য কাজ টি করতে অবশ্যই Kiwi Browser Install করতে হবে । 

আর অবশ্যই , মনে রাখতে হবে পিসি / ল্যাপটপ ইউজার দের জন্য Google Chorme হলেও  হবে । Google Chorme এ বেষ্ট , অন্য ব্রাউজারের বিষয়ে বলতে পারবো না ।

প্রথমে আপনাকে ২ টা এক্সটেনশন এড করতে হবে । যদি কেও লিংক এ ঢুকতে না পারেন VPN ব্যবহার করতে পারেন । একাউন্ট খোলার সময় Disconnect করবেন ।

রেফার লিংক সহ

রেফার লিংক ছাড়া

তবে রেফার লিংক ছাড়া আদও , রিওয়ার্ড দিবে কিনা এ বিষয়ে আমার জানা নেই । তাই এই বিষয়ে আগেই  জানিয়ে দিলাম ।

উক্ত লিংক  গেলে নিজের মত পাবেন ।

 

উপরে যা দেখতে পাচ্ছেন , সেখানে Download এ ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন ।

 

 

 

 

ডাওনলোড এ ক্লিক করার পর AdBlocker  “Avilable In Chorme Web Stor ” এ লিখার উপরে ক্লিক করুন  ।

 

 

তো উপরে যা দেখতে পাচ্ছেন , এরপর আপনাকে Added To Chorme Option এ ক্লিক মারতে হবে , ! তবে আমার এইখানে “Remove From Chorme উঠে আছে এর কারণ হল , এক্সটেনশণটি আমার এড করাই আছে । তবে আপনাদের কে Added To Chorme তে ক্লিক দিলে , কিছুক্ষণ অপেক্ষার পরেই এক্সটেনশন টি এড হয়ে যাবে । এরপর আবার ব্যক পেইজে আসুন ।

এবার নিজের পেইজের মত পাবেন ।

এবার Download Now এ ক্লিক করবেন । মানে 2nd Option যেটা পাবেন । তাহলে ZIP File Download হবে ।

ডাওনলোড হয়ে গেলে Google Chorme তে Menu তে গিয়ে More Tools > Extension এ চলে যান , ! Process টি আমি নিচে দিয়ে দিয়েছি ।

 

 

এক্সটেনশনের গেলে নিচের মত পাবেন।

এখানে আপনাকে Developer Mode অন করতে হবে । এবং Load Unpacked এ ক্লিক করে , আপনার Zip File টি কোথায় আছে তার লোকেশন সিলেক্ট করে দিলেই Crypto Reward Extention টি এড হয়ে যাবে । ব্যাস !

যদি না হয় , তাহলে Zip File টি এক্সট্রাক্ট (Extract) করে Load Unpacked এ ক্লিক করে Folder সিলেক্ট করলেই কাজ হয়ে যাবে ।

এইটা গেল , সমস্ত কাজ যা , এক্সটেনশন এড করা নিয়ে ।

এবার Crypto Reward এ চলে যান । মানে Crypto Reward Extension এ , ! তারপর , নিচের মত পাবেন ,

 

এখন Get Started এ ক্লিক দিন ।

তারপর নিচের মত পাবেন ।

উপরে একটি লম্বা আর্টিকেল পাবেন সেটি স্ক্রল করে নিচের দিকে আসলে “I Accept The Terms & Conditions” এ ক্লিক দিয়ে Accept এ ক্লিক দিবেন । এরপর নিচের মত পাবেন ।

উপরের মত স্ক্রীনশর্ট হুবহু পেলে Password & Confirm Password দিয়ে দিন ।

এরপর উপরের মত , Secret Pharse পাবেন , এই KEY গুলো যত্ন করে , রেখে দিবেন , এটি হারালে আপনার ওয়ালেট হারালেন ।

তাই হারাবেন না । গুগল ড্রাইভে ভালোভাবে Save করে রাখবেন ।

পরবর্তী পেইজে ,  উপরের মত পাবেন । সেখানে উক্ত পাওয়া Secret Pharse এর সাথে মিলিয়ে ক্লিক দিবেন  । এবং Continue তে ক্লিক দিলে পরের  পেইজে যাবেন ।

এইবার Verify YouR Identity Now এ ক্লিক দিয়ে পরের পেইজে চলে যাবেন ।

তারপর নিচের মত পাবেন ।

আপনার ন্যাশনাল কার্ড অনুযায়ী সমস্ত ডাটা এখানে দিয়ে দিবেন । ভুল হলে ভেরিফাই হবেনা ।

এরপর , নিচের দিকে আসলে , Proof Of Goverment ID মানে , এখানে আপনার Goverment ID এর Front পার্ট দিয়ে দিবেন । Maximum Size : 2MB হতে হবে ।

এখানে অনেকের মোবাইল থেকে ক্লিক করার প্রবলেম হতে পারে তারা Desktop Mode অন করে নিবেন ।

এরপর , Photos Of Your HOlding ID এখানে আপনার ID Card হাতে নিয়ে একটা ফটো আপলোড করবেন । কাজ শেষ ।

এইবার সব সাবমিট হলে নিচের মত দেখতে পারবেন ।

 

এবার Back Extension এ চলে আসুন । এবং SKIP এ ক্লিক দিন ।

KYC Pending ঠিক ঠাক ভাবে হলে মেইলে মেসেজ পাবেন ।

 

Skip করার পর , Public Wallet Address এর জায়ায় KUCOIN থেকে ADB Wallet Address নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন । Then Click ON “Finish” !

 

সব কাজ ঠিক ঠাক হলে েএখন আসুন বাকি বিষয়ে সাথে পরিচয় হই । Crypto Reward এর Menu> Feed এ যান তাহলে নিচের মত পাবেন ।

এখানে আপনি আজকে যা , ভিউ করতেছেন , আজকে যত ওয়েবসাইটে যাচ্ছেন এটার রিপোর্ট ৩ দিন থেকে ৩০ দিনের মদ্ধ্যে এড হয়ে যাবে আপনার এইখানে ।

 

 

তো যাই হোক , আমার মনে হয় না সেলফ আর্নিং নিয়ে আর কিছু বলার আছে , যদি কোন প্রশ্ন থাকে আমার ফেসবুকে মেসেজ করতে পারেন  ,অথবা , কমেন্ট করতে পারেন ।

এবার আসুন রেফারেল আর্নিং এ আসি ।

 

২. রেফারেল আনিং

রেফারেল আর্নিং করতে গেলে অবশ্যই আপনাকে , KYC থাকতে হবে । Self & Refferel 2 টাতেই এটি লাগবে ।

চলুন রেফারেল রিওয়ার্ড কেমন কি জেনে আসি । এটি চলবে জুলাই ৩ তারিখ থেকে জুলাই ৩১ তারিখ পর্যন্ত । এর ভিতরেই যা পারেন রেফারেল করবেন ।

1-4 = 4500ADB Token (GET)

5-10 = 50000ADB Token (GET)

11-20= 75000ADB Token (GET)

21-30 = 9500ADB Token (GET)

31-40 = 140000ADB Token (GET)

41-50 = 185000ADB Token (GET)

51-100 = 230000ADB Token (GET)

101+ = 500000ADB Token (GET)

উপরের চার্টে দেখতেই পেলেন কত রেফারেল এ কত টোকেন পাবেন । সমস্ত তথ্য তাদের Mediumেএকাউন্ট থেকেই দিলাম। আমার নিজের বানানো কিছুই নেই । আর ADB Token Price Kucoin এ দেখে নিবেন ।

রেফারেল করার জন্য আপনার Crypto Reward অপশনের Menu> Refferel এ যেতে হবে তাহলে নিচের মত পাবেন ।

এখানে “Get Code” এ ক্লিক দিন ।

এরপর নিচের মত পাবেন ।

এখানে যেই লিংক দেখতে পাচ্ছেন এইটাই আপনার রেফারেল লিংক । এখানে থেকেই যাবতীয় রেফারেল আপনি সংগ্রহ করতে পারবেন ।

তো যাই হোক বন্ধুগণ , অনেক বড় অর্টিকেল লিখতে হল । যদি ভুল হয় সংশোধনের ‍ উদ্দেশ্য নিয়ে কমেন্ট করিয়েন।

করোও কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন ।

আর অথবা আমার ফেসবুকে মেসেজ করতে পারেন ।

আমার ফেসবুক 

আল্লাহ হাফেজ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

22 thoughts on "Blade Extention থেকে ADB Token , ০.২৫$ থেকে ১.২৫$ আয় করুন প্রতিদিন ! Brave Browser এর মত ।"

  1. Avatar photo SHUHANUR RAHMAN Contributor says:
    etate to onk kahini.. tar cheye mobile r sshot diye + yt video diye bujhale valo hoto.
    1. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      ইউটিউবের ভিডিও দিলে অনেক সময় েএডমিন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে । তাই পোষ্টে এ ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি ।
  2. Avatar photo Walker #28000 Author says:
    title e kyc needed ullekh korte hoto…. Thanks for sharing btw
    1. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      এখানে অনেক কিছুই Needed , KYCিউল্লেখ্য করতেই হবে , এমন কোন গ্যারান্টি নেই । Thanks For Comment
  3. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    oh অনেক কাহিনী
    1. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      মোঘলের কাহীনি পার হয়ে গেছে ।
    2. Avatar photo MD Shakib Hasan Contributor says:
      এখন কোন আমল চলছে
    3. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      এডিবি এর আমল চলতেছে ।
    4. Avatar photo MD Shakib Hasan Contributor says:
      ইয়ে মানে এডিবি মানে কি….?
    5. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      ADB is token
  4. Avatar photo 37leonex Contributor says:
    বালের আর্নিং সব রেফার ধান্দা
  5. Avatar photo sykt Contributor says:
    ভাই আজকে ২০ তারিখ আর মাত্র আছেই বা কয় দিন..
    আর ভেরিফাই করতে কতটুকু সময় লাগবে সেটা উল্লেখ করেন নাই..
    পেমেন্ট কিভাবে দিবে..?
    এই কয়েক্টা জিনিস ক্লিয়ারলি বল্লে ভালো হতো
    1. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      পেমেন্ট সরাসরি Kucoin এড্রেস এ দিয়ে দিবে । আর ভেরিফাই করতে ৭২ ঘন্টা সবর্চ্চ লাগার কথা । আর পেমেন্ট এক মাস পর পর দিবে ।
    2. Avatar photo sykt Contributor says:
      Ar vi amar ref ar o ki kyc kora lgbe.?
      Ar apnr ss to 2 ref lekha tao 0 blnc.????
    3. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      payment Add hote somoi lage 1month
  6. sondoroy Contributor says:
    Akta id diye koyti account kora jabe..
    1. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      ta bolte parbona
  7. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
    Thanks
  8. Avatar photo roy Contributor says:
    ADB ওয়ালেট কোথায় পাবো?
    1. Avatar photo Trickbd Boy Author Post Creator says:
      Kucoin e ADB token deposit address bebohar korte paren
    2. Avatar photo roy Contributor says:
      Ok,thanks

Leave a Reply