আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন,
আর ভালো না থাকলে তো আর এখানে ভিজিট করে এই পোস্ট দেখতে পারতেন না।
বর্তমান যুগের ছেলেপুলেরা অনেকেই অনলাইনে ইনকাম করতে চায়, আমি তাদের সাথে একমত।
অনেকেই অনলাইন থেকে ইনকাম করার জন্যে বিভিন্ন পিটিসি সাইটে কাজ করে নিজের মূল্যবান সময় নষ্ট করে, আবার অনেকে বিভিন্ন এ্যাডমুব আর্নিং এ্যাপে কাজ করে সময় নষ্ট করে, দিন শেষে নেট খরচ বাবদ ১০ টাকা রিচার্জ পেতে পারে আবার বেশীরভাগ না পাওয়ারই সম্ভাবনা।
আবার অনেকেই উপরের এসব রাস্তায় কাজ করে ধরা খাওয়ার পরে সোজা এডসেন্স দিয়ে উপার্জন করার জন্য ওয়েবসাইটে বা ইউটিউবে মনিটাইজেশন করে উপার্জন করছেন।
আমার মতে এই ক্যাটেগরির লোকেরা মোটামুটি একটা পর্যায়ে এসেছে, একটু এসইও করে কন্টেন্ট রেডি করে প্রকাশ করে ব্যাকলিংক করতে পারলে মোটামুটি ভালো আর্ন করতে পারবে।
পোস্টের টাইটেল দেখেই বুঝেছেন যে পোস্ট কি নিয়ে, তাহলে চলুন পোস্টে অর্থাৎ মেইন টপিকে ……………
মাত্র কয়েক দিন সম্ভবত তিন চারদিন আগে এই আপডেট টি এসেছে গুগল এডসেন্সের।
অনেকেই বুঝতে পারছেনা যে কিভাবে এটি সমাধান করবেন, তাইতো তাদের উদ্দেশ্য এই পোস্ট।
১। sellers.json file আপডেট ফিক্স করতে আপনাকে প্রথমে গুগল এডসেন্সে লগইন করতে হবে।
এরপর সেলারস জসন ফাইলের মেসেজটি দেখতে পাবেন, একশনে ক্লিক করুন
২। এবার এরকম পেজ দেখতে পাবেন, ২য়টা সিলেক্ট করুন।
আর বিজনেস ডোমেইন নামের বক্সে আপনার সাহটের টপ ডোমেইনটির নাম লিখুন ।
৩। আর ১ মিনিট অপেক্ষা করুন, অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার দেওয়া ইনফরমেশন গুলো তাই একটু অপেক্ষা করুন এই পেজে।
৪। এরপর হোমপেজে গিয়ে গুগল সেলারস মেসেজটি বা নোটিফিকেশন টি ডিসমিস করে দিতে পারেন, না করলেও ১২ ঘন্টার মধ্যে চলে যাবে।
কিছু কথাঃ আমার সাইট ব্লগারের সাবডোমেইনে এডসেন্স এপ্রুভাল বা সাবডোমেইন দিয়ে এডসেন্স এপ্রুভাল করাতে চাই তাহলে টপ ডোমেইন নামের বক্সে কি লিখবো?
টপ ডোমেইন অর্থাৎ বিজনেস ডোমেইন নামে লিখবেন, আপনি ভবিষ্যতে কোন টপ ডোমেইন টি নিয়ে কাজ করতে চাইছেন সে ডোমেইনের নামটি লিখলেও হবে।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
সর্বনিম্ন ৩৫০ শব্দ থাকলে ভালো হয়।
এখন নতুন এডসেন্স পেতে অনেক কষ্ট।