অনলাইন থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন কোন অভিজ্ঞতা ছাড়া | আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা
সবাইকে আগেই বলে রাখি,
এটি কোন আর্নিং পোস্ট না এখানে আমি আমার একটি বাস্তব ঘটনা শেয়ার করব আসা করি সবার ভাল লাগবে একটু সময় নিয়ে পরবেন অনেক কিছু জানতে পারবেন। আমরা বিভিন্ন সোস্যাল মিডিয়া সহ ওয়েবসাইট এবং ইউটিউবে বিভিন্ন টাইটেল দেখে থাকি সেগুলাও দেখাই নাহলে পোস্ট পরিপূর্ণ কেমনে হবে
অনলাইনে ইনকাম নিয়ে জনপ্রিয় কিছু টাইটেল
১. মোবাইল দিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন
২. কোন কাজ না করে প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম করুন
৩. লাইক কমেন্ট করে টাকা ইনকাম করুন
৪. শুধু মাত্র এড দেখে ইনকাম করুন হাজার হাজার টাকা
৫. যারা ইনকাম করতে চান তারাই দেখুন বাকিরা দূরে থাকুন
৬. বিজলি আপার ছবি আপলোড করে ৫০ টাকা নিয়ে নিন
৭. এখানে ক্লিক করলেই টাকা আপনার একাউন্টে চলে যাবে
এসব দেখতে দেখতে আজ আমি ক্লান্ত এসব দেখেই আমার জীবনের সব থেকে ভাল সময়গুলো নষ্ট করেছি। আর সপ্ন দেখেছি একদিন বাংলাদেশের মধ্যে সব থেকে বড় ধনি হব আমি 😁
যাই হোক আমি যখন ধনি হয়েছি আপনাদের সাথে সেই ধনি হওয়ার গল্পটা সেয়ার করছি যাতে আপনারাও মাত্র ২ দিনে ধনি হতে পারেন।
স্মার্টফোন কেনার পর থেকে মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতো ৪-৫ বছর আগে। তখন ট্রিকবিডিতে অনেক ধনি ট্রেইনার ছিল যারা সারাদিন আর্নিং পোস্ট দিত লাথি গুতা দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন।
Ezzy earn থেকে যেভাবে কটি টাকা ইনকাম
এলাকার এক ভাইয়ের সাথে দেখা হয়। জিনি ezzyearn নামোক একটি এপের কথা বলে সে মাসে ৩-৪ হাজার টাকা ইনকাম করে। কিন্তু সর্ত হচ্ছে ১৬০০ টাকা দিয়ে আইডি এক্টিভ করতে হবে। তখন এত টাকা বাসা থেকে চাওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আম্মুর কাছে গিয়া গরাগরি খাইতে খাইতে রাজি হলো। বললাম কিছু দিন পরে দিয়ে দিব তোমার ছেলে অনলাইনে ইনকাম করবে। টাকা নিয়ে আইডি এক্টিভ করলাম ৫-৬ দিন পরে শুনলাম স্ক্যাম করছে। শুনে আমার অবস্থা ছিল এমন 👇👇👇
যাই হোক অনেক কস্টে আম্মুর হাতের মাইর থেকে এই যাত্রায় চাই এবং বকা ঝকা খেয়ে বলি এমন আর করা যাবে না কখনো।
Ptc সাইট থেকে যেভাবে টাকা ইনকাম করেছিলাম
এক সময় চোখে পরত পিটিসি সাইট থেকে প্রতিদিন ১-২ ডলার ইনকাম করুন এবং রেফার করলে ইনকাম দিগুন।
তখন শুরু হয় NeoBux, paidvarts, সহ আরো কি কি যেন নামগুলো ঠিক মনে নাই। প্রতি এডে ক্লিক করলে ০.০০০০১$ এরকম দিত সারাদিন বসে বসে এগুলা করতাম। আর নিজেকে সবার থেকে আলাদা ভাবতাম। কাওকে গেমস খেলতে দেখলে বলতাম
তবে মজার কথা হল কাজ ঠিকই করছি একটা সাইট থেকেও টাকা পাইনাই 🤕 তখন ভাবতাম কি হইছে বইসাই তো থাকতাম হুদাই।
Mypaingads থেকে আমিও ইনকাম করলাম সাথে দুইটা বড়ভাইকেও সিখাইয়া দিলাম যেভাবে
এটি ছিল ট্রিকবিডির মেম্বারদের জন্য সব থেকে বড় একটা দুর্ঘটনা যারা তখন mypaingads নামক ওয়েবসাইটে ইনভেস্ট করেছিল। যাই হোক সময়টা মনে হয় ২০১৬ সালে ঘটেছিল রাসেল ভাই এখনো সেই দুর্ঘটনার কথা আমার চোখের সামনে ভাসে।
ঘুরাঘুরি কররে করতে বরাবরের মত ট্রিকবিডিতে এসেই রুবেল নামক একজন যন্ত্রের পোস্ট দেখে মাথা হ্যাং হয়ে যায়। কমেন্ট পড়ে বুঝলাম আরো অনেকেই এই সাইটে ইনভেস্ট করেছে। এটিতে কাজ ছিল এড কিনা এবং যে যত এড কিনবে সে তত বেশি ইনকাম করতে পারবে। এবং যারা রেফার করবে তারা তো পুরাই হিট অনেক ভাল কমিশন। পোস্টদাতা তার প্রফাইলের স্ক্রিনশট সেয়ার করত সে ৩০০-৪০০ ডলার নিয়ে বসে থাকে। আমি ওখানে কিছু টাকা ইনভেস্ট করি এবং দিন দিন মনে হতে থাকে হয়তো অনেক ভাল কিছু পাইছি। টাকা যা ইনকাম হত তা দিয়ে আবার এড কিনতাম কারন যত এড তত বেশি ইনকাম।
এক সময় দুইটা বড়ভাইএর সাথে কথা হয় তারা আমাকে দেখে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ইনভেস্ট করার প্ল্যান করে। এবং রিতিমত ৩ হাজার টাকা করে ইনভেস্ট করে ফেলে। এতে আমিও কমিশন পাই। তার এক থেকে দের মাস পরেই mypaingads scam করে তখন আমার অবস্থা 👇👇
এ থেকে একটা জিনিস সিখলাম এসব অস্থায়ী কাজে সময় নস্ট না করে যদি ব্লগে পোস্ট লিখতাম, ইউটিউবে ভিডিও আপলোড করতাম, যদি ফাইভারের কিছু কাজ শিখতাম তাহলে হয়তো অনেক বড় হতে পারতাম। আপনারও যদি অনলাইনে ইনকাম করার ইচ্ছা থাকে প্লিজ এইসব টাইটেল দেখেই আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। ভাল কিছু সিখুন। মনে রাখবেন ফ্রিতে আর সহজে কোন কিছুই পাওয়া যায়না যদিও পাওয়া যায় সেটি কিছু সময়ের জন্য।
আপনাদের রেস্পন্স পেলে এর পার্ট ২ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ কারন এখনও অনেক কিছু বাকি আছে।
আমার ওয়েবসাইট – www.mohinbd24.com
ফেসবুক –Facebook
You must be logged in to post a comment.
Nice post
Amar story apner motoi just kono invest kori nai. just amar time los hoice
Akhon Ami vpn dia kashkick (survey) theke income korci bhaloi but BD te paypal nai tai payment nite kost hoy
আমার পেজে মেসেজ করেন একটা
এখন পর্যন্ত কোন পেমেন্ট পেয়েছেন?
bro kashkick er link dewa jabe.??
1.Mohin bhai apner page er link koi?
2. Ha kashkick theke ami payment paici
পেজের লিংক তো পোস্টের শেষে দেয়া আছে
পরবর্তী পোস্টে বর্তমানে কি করছেন,কিভাবে করছেন, তা জানাতে ভুলবেন না।
ইনশাআল্লাহ
পোস্ট লেখার পর পড়া দরকার ছিল আপনার ৷ বানান ঠিক করুন ⇄কটি, ইনলাইনে, ইত্যাদি
ধন্যবাদ
ভালোই লিখছেন 👍
ধন্যবাদ ধন্যবাদ ❤️
💕💕💕
Next post er opekkhay roilaam!
জী ধন্যবাদ
আমি Earningpoint And Ai Type Ar Site Theke Earn Korci 560BDT Kuno ঝামেলা ছাড়া 1 মাস ban khaise 3rd party tool use ar jonno and Wap4dollar এ ১বছরে 60BDT Earn Korci 😀 😛 Now Sob End But Apnar Story Ta Sune Mone Holo Apni Onek Pera Te Cilan 🙁
আমার এখনেই শেষ নয় আরো পেরা আছে তা নিয়া পরের পোস্টে কথা বলব
Earningpoint থেকে যেদিন আমি cashout করবো সেদিন এ সাইট scam,😐
Sorry সেটা earningway ছিল 😶
হুম কাজ করার পর পেমেন্ট না পেলে যে কেমন লাগে কি বলব 😑
Apnara jara arokom asen tara amar sathe survey kaj korte paren prothom mas thekei takar mukh dekhben
Fb te msg den amare. Page link dea ase post er niche
https://www.facebook.com/sohagsarker101
Amake inbox koren
হুম ভালোই লাগল পড়ে
Thank you
আমার গল্প শুনলে জাতি কেঁদে দিবে 💔
Share korun
Crypto Doubler সাইটে ইনভেস্ট করার মাধ্যমে সর্বপ্রথম অনলাইন আর্নিং জগতে প্রবেশ করেছিলাম। আমার গল্পটা আরও বেদনাদায়ক।
Sobar life ei amon kisu ghotona ase