আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি।

”এবার কাজের কথায় আসি”

একনজরে দেখে নিন টেলিটকের সকল নেট প্যাকেজ সমুহ ,ও এক্টিভেট করার নিয়মাবলী :-

১০০MB-১৫টাকা-২দিন-শর্টকোডM1-*111*1*1#

৩০০MB-৪৫টাকা-৭দিন-শর্টকোডM2-*111*1*2#

১GB-১৫০টাকা-১৫দিন-শর্টকোডM3-*111*1*3#

১০০MB-৪৫টাকা-৩০দিন-শর্টকোডM5-*111*1*5#

২৫০MB-৮৫টাকা-৩০দিন-শর্টকোডM6-*111*1*6#

৫০০MB-১৬৫টাকা-৩০দিন-শর্টকোডM7-*111*1*7#

১GB-২৭৫টাকা-৩০দিন-শর্টকোডM8-*111*1*8#

৩GB-৪৪০টাকা-৩০দিন-শর্টকোডM9-*111*1*9#

৫GB-৬০০টাকা-৩০দিন-শর্টকোডM10-*111*1*10#

৮GB-৯০০টাকা-৩০দিন-শর্টকোডM11-*111*1*11#

বিস্তারিতঃ

–উল্লেখিত তালিকা থেকে আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিতে তার কোডটি লিখে এসএমএস করুন 111 নম্বরে।

–নির্ধারিত প্যাকেজশেষে ১৫কেবি/পয়সা হারে চার্জ হবে।

–যে কোন ডাটা প্যাক ব্যবহারের সময় সীমার মধ্যে পুনরায় একই প্যাকেজ সাবস্ক্রাইব করলে আগের অব্যবহৃত প্যাকেজ ভলিউম নতুন ক্রয়কৃত প্যাকেজের সাথে যুক্ত হবে।

–উল্লেখ্য যে, নতুন ক্রয়কৃত ডাটা প্যাকেজ পূর্বের ন্যায় একই স্পিডের ও একই ভলিউমের হতে হবে।

–সকল চার্জের সঙ্গে ১৫% ভ্যাট ও ৩% এসডি যোগ হবে।

–ডাটা প্যাকেজ  অ্যাক্টিভেশনে  এসএমএস চার্জ  ফ্রি।

–ক্রয়কৃত প্যাকেজের কতোটুকু ব্যবহার করেছেন এবং অবশিষ্টাংশ ও তার মেয়াদ জানতে ডায়াল করুন *152# অথবা u লিখে এসএমএস করুন 111 নম্বরে।

ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম।
এই পোস্টের প্রথম প্রকাশ-নিউপোস্টবিডি.কম

Leave a Reply