আসসালামুআলাইকুম.
সকলে আশা করি ভালো আছেন।ভালো থাকারই কথা কারণ ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালো থাকে।
#তো আমি কিছুক্ষণ আগেও একটা পোষ্ট করলাম জিপিতে ইনকামিং SMS অফ করার বিষয়ে।
এই পোষ্টটিও একসাথে করতাম তবুও অপারেটর আলাদা এজন্য এই পোষ্টটি করা।
যাই হোক আপনারা সবাই জানেন যে জিপি সিম দিয়ে রিকুয়েষ্ট কল দেওয়া যায়।
কিন্তু অনেকে জানেন না যে বাংলালিংক দিয়েও রিকুয়েষ্ট কল দেওয়া যায়।
বিষয়টি আমিও জানতাম না।
তো যাই হোক মূল বিষয়ে চলে যাই _
#বাংলালিংক থেকে বাংলালিংকএ রিকুয়েষ্ট কল দেওয়ার জন্য ডায়াল করুন:
*126*এখানে যাকে কল দিবেন তার নাম্বার তারপর#তারপর কল।
#উদাহরণ:
*126*01900000000#
#[বি:দ্র: এই কল দেওয়ার জন্য প্রতি কলে বাংলালিংক সিম থেকে 0.15 পয়সা কেটে নিবে।]
সঠিকভাবে সবকিছু বলে নেওয়াই ভালো।কি বলেন সবাই।
তো পোষ্টটি এখানে শেষ করলাম।
#জানিনা আপনাদেরকে কতটুকু ট্রিকবিডি থেকে শেখাতে পারলাম বা পারছি।
তবুও সবসময় চেষ্টা করবো নতুন কিছু আপনাদের দিতে।
Stay with Trickbd.
ধন্যবাদ রাকিব।
[img]http://image_URL.png[/img]