বন্ধুরা সবাই ভাল আছেন তো আজ আমি আপনাদের কে জানাব গ্রামীন সিম ব্যবহার কারীরা পেতে পারেন অল্প টাকার বিনিময়ে অনেক ইন্টারনেট MB । গ্রামীণফোন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। আমরা গ্রামীন সিম ব্যবহারকারীরা না না সময় অনেক অনেক অফার পেয়ে থাকি। তো চলুন কাজের কথায় আসি। একটি কোড ডায়ালের ম্যধমে গ্রামীনফোন কম্পানি আপনাকে জানিয়ে দিবে যে আপনি কত টাকার বিনিময় কত মেগাবাইট ইন্টারনেট পাবেন। অবষ্যই মনে রাখতে হবে যে, আপনার সিমে যে পরিমান ইন্টরনেট ব্যবহার করবেন ওরা মানে গ্রামীনফোন কম্পানি আপনাকে তর উপর নির্ভর করে ততটাই দিবে।
কত ডায়াল করলে এই অফারটা পাওয়া যাবে
এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।
আপনার মোবাইল ফোন টি হাতে নিন এবং ডায়াল করুন *2020# গ্রামীনফোন কম্পানি আপনাকে একটি মেসেজের মাধ্যমে যানিয়ে দিবে আপনার কাঙ্খিত অফার।
আপনাকে যে অফার দিবে আপনি চাইলে ওটা নিতে পারেন। আমাকে 249 টাকায় 8 জিবি ইন্টারনেট দিছে।
আজ আর বেশি কিছু লিখব না। সবাই ভাল থাকবেন।