প্রিয় ভাই ও TrickBD.Com সাইটে আপনাদের সাবাই
কে সাগ্বতম । আপনারা সবাই কেমন
আছেন , আশা করি ভাল আছেন এবং
আগামিতে যেন সব সময় ভালো থাকেন
টিপসমিনিস্টার এর পক্ষ থেকে এই
কামনা রইলো ।

প্রথমে আমাদের অফিসিয়াল ফেসবুক
পেজটিতে লাইক দিন। আর লাইক দেওয়ার
জন্য এখানে ক্লিক করুন।

কথা না বাড়িয়ে কাজের কথায় চলে
যাই।

আমরা যখন আমাদের সিমগুলো ক্রয়
করেছিলাম তখন অনেকেই হয়তো নিজের
আইডি ব্যবহার করে সিম ক্রয় করিনি।

কিন্তু সিমগুলো কোনো না কোনো

নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে।

তাই এখন বাংলালিংক দিচ্ছে সেই
সুযোগ যার মাধ্যমে সিমটি নিজের নাম
ও আইডি ব্যবহার করে তথ্য হালনাগাদ
করার।

তথ্য হালনাগাদ করার জন্য যা করতে হবে-

১. প্রথমে নিচের লিংকে গিয়ে নিজের
মোবাইল নম্বর ও কেপচা প্রবেশ করান।

রেজিস্ট্রেশন লিঙ্ক

২. তারপর আপনার সিমে একটি i token
নম্বর যাবে। সেটি প্রবেশ করান।

৩. তারপর আপনার সকল তথ্য দ্বারা
ফরমটি পূরণ করুন।

৪. তারপর আপনার তথ্য হালনাগাদের
রিকোয়েস্ট যাবে বাংলালিংক এর
অফিসে। তারা তথ্য গুলো যাচাই করে
আপনার তথ্য হালনাগাদ করে দিবে।

৫. ফরম পূরণের সময় আপনার ছবি (100
কেবির কম) ও আইডি কার্ডের ছবি (100
কেবির কম) প্রয়োজন হবে। তাই
হালনাগাদের পূর্বে এগুলো কম্পিউটারে
সংরক্ষণ করুণ।

৬. NID না থাকলে HSC or SSC
রেজিস্ট্রেশন কার্ড দিয়েও হবে।

ছোট ভাইয়ের সাইট একবার ভিজিট করুন
TipsFair24.Com

3 thoughts on "কেন নিজের সিম অন্যের নামে ব্যবহার করবেন? আজ থেকে ব্যবহার করুন নিজের নামে। (বাংলালিংক)"

  1. Danger ManX Legend Author says:
    Sim Register na kore kinbe ken?
  2. bappi banik Author says:
    এখন এখানে কথা হল এইটা জে আমার সীম টা রেজিস্টশন হইছে কিনা সেটা বুজব কিভাবে। আর কার নামে আমার সীম Reg সেটা কিভাবে কি। তা কি Care এ কল দিয়া জানব নাকি।

Leave a Reply