আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দী হয়ে পড়া গ্রাহকের প্রয়োজন বুঝে মোবাইল ফোন অপারেটরগুলো ডেটা অফারে বৈচিত্র্য এনেছে।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দী হয়ে পড়া গ্রাহকের প্রয়োজন বুঝে মোবাইল ফোন অপারেটরগুলো ডেটা অফারে বৈচিত্র্য এনেছে।

এ সময়ে গ্রাহকদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করছেন। ঘরে থাকা এসব গ্রাহকের কথা মাথায় রেখে অপারেটরগুলো বিভিন্ন অফার সাজিয়েছে লম্বা মেয়াদ ও বড় প্যাকে।

অপারেটরগুলো জানিয়েছে, তাদের প্রান্তে ডেটার ব্যবহারও ২৫ শতাংশের মতো বেড়েছে। তবে নানা কারণে তাদের আয় ২০ শতাংশের মতো কমে গেছে।

মাত্র কিছু দিন আগেও অপারেটরগুলোর অধিকাংশ প্যাকেজ মেগাবাইটের (এমবি) হিসাবে থাকলেও এখন সেটি গিগাবাইট বা জিবিতে চলে গিয়েছে।

তাছাড়া অপারেটরগুলো কয়েক দিনের অফার এখন কয়েক সপ্তাহ এমন কী মাস পেরিয়ে আরও দীর্ঘ মেয়াদে রূপান্তর করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত করোনা পরিস্থিতির কারণে অপারেটগুলোর প্যাকেজে এমন পরিবর্তন আনা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এ সময়ে অনেক অফিসের কর্মীরা ঘরে বসে অনলাইনে কাজ করছেন। তাছাড়া যারা কাজের মধ্যে নেই তারাও অখণ্ড অবসরে বিনোদনের জন্য কিংবা অন্যদের সঙ্গে যোগাযোগে নির্ভর করছেন ইন্টারনেটর ওপর।

এর বাইরে হরদম চলছে অনলাইন মিটিং, অনলাইন ক্লাস, ফেসবুক ও ইউটিউবের ব্যবহার। নানা রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও চ্যাটিংও চলছে দেদার।

বড় প্যাকেজে বেশি ডেটার ব্যবহার হওয়ায় এসব প্রয়োজন বিবেচনা করে মূলত অপারেটরগুলো লম্বা সময় ও বড় ভলিউমের প্যাকেজ সাজিয়েছে।

অপারেটরগুলোর প্যাকেজগুলোতে এখন দেখা মিলছে ৩০ বা ৪০ জিবি’র ডেটা অফারের। আগে শুধু রাষ্ট্রায়ত্ত টেলিটকে বড় ভলিউমের ডেটা প্যাকের অফার থাকলেও এখন অন্য অপারেটরগুলোও এমন অফার বেশ দিচ্ছে দেখা যাচ্ছে। ফলে ডেটার গড় মূল্যও কমেছে।

মোবাইল অপারেটরগুলোর ফেসবুক পেইজ থেকে যেমন বড় ভলিউমের ডেটা প্যাকের বিজ্ঞাপন প্রচার হচ্ছে, তেমনি এসএমএস দিয়েও নিজেদের প্রচারণা চালাচ্ছে তারা।

জানা গেছে, ২৫ মার্চের পর দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার ছিল এক হাজার ৪০০ জিবিপিএস সেখানে মাত্র ১৫ দিনের ব্যবধানে তা চলে আসে এক হাজার ৫৫৮ জিবিপিএসে।

গত শুক্রবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্টও দেন।

এর আগে মন্ত্রী জানান, অপারেটরগুলোকে ইন্টারনেট ডেটার মূল্য কমানোর জন্য তারা অনুরোধ করেন। সে অনুসারে তারা মূল্য অনেকটা কমিয়েছে বলেও জেনেছেন।

22 thoughts on "✅?করোনাভাইরাসের কারণে ঘরবন্দী হয়ে পড়া গ্রাহকের প্রয়োজন বুঝে মোবাইল ফোন অপারেটরগুলো ডেটা অফারে বৈচিত্র্য এনেছে।??"

  1. rayhanriad24 Contributor says:
    কি এক আজব পোস্ট ?? ২-১ টা অফার উল্লেখ করতেন
    1. Shakib Author Post Creator says:
      পোস্ট পড়ে মনে হচ্ছে কিছু বুঝেন নাই। সব ইন্টারনেট Offer গুলো mb বেশি দিবে কম টাকার আর মেয়াদ বেশি থাকবে
  2. পোস্টের লেখা যেকোন এক কালার হলে ভাল হয়
  3. Tahsan Ahammed Subscriber says:
    নতুন একটা সাইটে জয়েন করলে প্রত্যেকে পাবেন ফ্রি 8 ডলার করে সময় খুব কম তাড়াতাড়ি জয়েন করে ফেলুন
    https://youtu.be/Zb_8ZsO8M48
    1. Shakib Author Post Creator says:
  4. Tahsan Ahammed Subscriber says:
    নতুন একটা সাইটে জয়েন করলে প্রত্যেকে পাবেন ফ্রি 8 ডলার করে সময় খুব কম তাড়াতাড়ি জয়েন করে ফেলুন
    https://zecswell.com/?ref=36834
    1. Shakib Author Post Creator says:
  5. abirh104 Contributor says:
    ফাইজলামি মার্কা পোস্ট। টাইটেল দেখে ভাবছিলাম ইন্টারনেট অফারগুলো উল্লেখ করে দিবে। পোস্টের ভিতরে আজাইরা প্যাঁচাল ছাড়া কিছুই নাই। খালি ইন্টারনেটের দাম কম এই কথাটাই বারবার বলছে। কিন্তু একটা অফারও উল্লেখ করে নাই
    1. Shakib Author Post Creator says:
      ??
  6. obaidollah Contributor says:
    ভালো পোস্ট করেন
    1. Shakib Author Post Creator says:
  7. Goutam1 Contributor says:
    Ajoira post…Ata kno post holo.. kno offer ar ullak nai…??
    1. Shakib Author Post Creator says:
      ?
  8. Md Himul Contributor says:
    meyad baraice tik ace, but sate mb komayce na hoy taka baraice 100 kore boro boro package gulore, airtel robi combo offer gulo deklei bjjte parbe
    1. Shakib Author Post Creator says:
  9. S M Sakib Contributor says:
    jokhon kono kaj thakena tokhon eisob post mathay ase . faltu .. apnar maximum post gular kono value nai
  10. Shifat Hossin Contributor says:
    হুরু ময়া এইডা কোনো পুস্ট অইল ?
    1. Shakib Author Post Creator says:
  11. Sakibur Rahman Contributor says:
    হালা,পাগল ছাগলে ও পোস্ট করে???
    1. Shakib Author Post Creator says:

Leave a Reply