আসলে এটা নিয়ে পোস্ট করার তেমন কিছু নাই।তাও অনেকে খেয়াল নাও করতে পারেন।তাছাড়া এখন প্রায় সবার বাসায় ওয়াইফাই আছে তাই রেফার করে এম্বি ফ্রি নেওয়ার মানুষিকতা নাও থাকতে পারে।কিন্তু অনেকের আবার দরকার ও হতে পারে।বাসার বাইরে ওয়াইফাই থাকে না।এম্বি লাগে তখন।তাছাড়া জিপি সিমের এম্বির অনেক দাম ও।
তাই নিজের মাইজিপি এপ এর রেফার লিংক থেকে অন্য কেউ মাইজিপি ডাউনলোড করে লগিন করলে, রেফার লিংক শেয়ার করেছেন তিনি ৫১২ এমবি পাবেন।এবং যিনি ডাউনলোড করে লগিন দিয়েছেন তিনি ১০২৪ এমবি পাবেন।
আমি ট্রাই করে দেখেছি এটা কাজ করছে।
দেখুন এমবি পেয়েছি।

6 thoughts on "জিপি সিমে মাইজিপি রেফার করে এম্বি জিতুন"