জুমলা হলো একটি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেসের মতোই একটি সিএমএস, হয়তো এ সম্পর্কে অনেকেই জানেন।

তবে এখনো অনেকে আছেন যারা জুমলা এই শব্দটি আজই শুনেছেন!
আমাদের নেটের তরুনরা আমার ধারনা ওয়াপকিজ, ব্লগার, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে তবে শতকারা ৫ জন জুমলা সম্পর্কে জানে।

জুমলা দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ, কোনো জটিল কাজ নয়।
বলা যায় জুমলা ব্লগারের চেয়েও সহজ।

ওয়ার্ডপ্রেসে যেমন থিম আছে তেমনি জুমলাতে টেম্পলেট আছে।
ওয়ার্ডপ্রেসে যেমন প্লাগিন আছে, জুমলাতেও প্লাগিন আছে।

বইটিতে জুমলার প্রতিটি মেনু, সেটিং, বাটন সবকিছু নিয়ে স্কিনসট সহ আলোচনা করেছেন, তাই আপনি যদি জুমলা সম্পর্কে না জেনে থাকেন বা জুমলা দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন না তাহলে শিখে নিতে পারেন বইটি পড়ে।

বইটিতে নিখুঁতভাবে সবকিছু বর্ননা করেছেন যে কিভাবে আপনি এক হোস্ট থেকে অন্য হোস্টে মাইগ্রেশন হবেন তা নিয়েও।

এবং আপনি এই জুমলা শিখে লাভভ কি?

জুমলার ডেপেলপার হয়ে কি করবেন?
কোথায় কাজ করবেন, সবকিছু সম্পর্কে আলোচনা করেছেন বইটিতে।
আমি ধন্যবাদ জানাই লেখককে, যিনি এতো সুন্দর একটা বই ফ্রিতে সবার জন্য তৈরী করেছেন।

সূচিপত্র

জুমলা কি?

জুমলা দিয়ে তৈরী কিছু বাংলাদেশী ওয়েবসাইট

বইটির সাইজঃ প্রায় ৫ মেগাবাইট।
ডাউনলোড লিংক গুগলড্রাইভ।
বাংলায় জুমলা বইটি ডাউনলোড করুন Banglay joomla pdf

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

4 thoughts on "জুমলা শেখার জন্য বাংলায় পিডিএফ বই, এ টু জেট রয়েছে জুমলা সম্পর্কে।"

    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks
  1. Ashik Islam Contributor says:
    gd post..
    amar help drkr..
    amar site a xyz domain deoa ache..domain provider Dianahost..
    amr site ta adsense a verification hcce na..
    unrechabe code dekhache…
    ai problem ar solution karo jana thakle bolen plz…
    site ta bloger diye banano..
    1. স্বপ্ন Author Post Creator says:
      Hello bro apnar blogger siteta AdSense er jonno upujogi na.
      Apni blogger er dashboard theke earnings e giye notice ta valo kore porun.

Leave a Reply