Hello বন্ধুরা সবাই কেমন
আছেন..? আশা করি সবাই
ভালো আছেন। আমিও আল্লাহর
রহমতে ভালো আছি।
Trickbd তে আসার
জন্য আপনাদের ধন্যবাদ।
ভালো কিছু জানতে সবাই
Trickbd এর সাথেই থাকুন।
.
.
আমরা সবাই কম বেশি গল্প-
উপন্যাস পড়তে
ভালোবাসি। অনেকেই বই
কিনে পড়ি আবার যাদের
কম্পিউটার /এন্ড্রয়েড ফোন
আছে তারা পিডিএফ
ডাওনলোড করে পড়ি।
কিন্তু যাদের কাছে জাভা
মোবাইল তারা এগুলো
থেকে প্রতারিত হই।
.
.
জাভা ইউজারদের জন্য আজকে আমি এমন একটা এপস নিয়ে এসেছি যেটার মধ্যে আপনি সুন্দর ভাবে গল্প পড়তে পারবেন।

আজকে আমি জাফর ইকবাল
স্যারের একটি সায়েন্স ফিকশান গল্প আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
.
.

গল্পটির সম্পর্কে

পৃথিবীর অবিবেচক মানুষের

তৈরী বৈশ্বিক উষ্ণতায়
(গ্লোবাল ওয়ার্মিং)
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ
গলে পৃথিবীর স্থল ভাগের বড়
একটা অংশ পানিতে ডুবে
গিয়েছে। বাচার জন্য রিসোর্স কম থাকায় ক্ষমতাধারী মানুষেরা
মানব সমাজের বড় একটা
অংশকে পানিতে ঠেলে
দিয়েছে। আশা করেছিল হয়ত
কিছু দিনের মাঝেই তারা
নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু
তাঁদের ভবিষ্যতবানীকে
বুড়ো আংগুল দেখিয়ে তারা
বহাল তবিয়তেই টিকে আছে।
তৈরী করে একটা নতুন
সভ্যতা। জলজ সভ্যতা। পৃথীবীর মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় জল মানব ও স্থল মানব।
একজনের চোখে অপরজন দানব,
পশু কিংবা নিষ্ঠুর এক জাতি।
জলমানবদের বাচার লড়াই
নিয়েই কাহিনী এই জলমানব
বইটি। গল্পের নায়ক “নিহন
(জলমানব)” ও “কাটুস্কা(স্থল
মানব)” ঘিরেই আবর্তিত
হয়েছে সেমি রোমান্টিক
স্পাই ফাই এই গল্পটি। নিহন
কি পারবে এই সভ্যতাকে
পরিবর্তন করতে?

পাঠপ্রতিক্রিয়াঃ


অতিরিক্তি প্রযুক্তি নির্ভরতার ফলাফল যে কি হতে পারে এবং জীবনঘনিষ্ঠ প্রযুক্তির অভাবে আমাদের কিরুপ ডিপ্রেশনে ভুগতে পারে তরুন সমাজ তা বোঝাতে হয়ত চেয়েছেন এখানে লেখক, বর্তমানে যোগাযোগ প্লাটফর্ম গুলোর কল্যানে এখনি দেখা যাচ্ছে নেতি বাচক ফলাফল।
বেশী দেরী হয়ত নেই
আমাদেরও জল মানব হতে।
.
.

এপ টির কিছু তথ্যঃ


Name: Jol-Manob
Reguletion: 240*320
Type: jar
Size: 224 Kb
মোট পার্টঃ ৭ টি

কিছু স্ক্রিনশট দেখুনঃ





গল্প টি ডাওনলোড করে পড়তে চাইলে এখান থেকে ডাওনলোড করুন।

আজকে এই পর্যন্তই পোষ্ট টি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

যেকোন প্রয়োজনেঃ


আমার ফেসবুক
আমার Website টি ঘুরে আসার আমন্ত্রন রইলো।
Web site Link
খোদা হাফেজ। আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।
শুভ কামনা রইলো সবার জন্য।
Stay Home| Stop The Speread|
Save Lives|

Leave a Reply