প্রথমেই আপনার মনে একটি কৌতুহল সৃষ্টি হবে বইটির নাম নিয়ে।
বইটির নামকরন কেনো মৃত্যুহীন প্রান রাখা হলো তা বলবো সবই।

প্রথমেই বইটির নামকরণ নিয়ে দুইলাইন লিখি আপনাদের অনেকের মনে অনেক রকমের প্রশ্ন উকি ঝুকি দিচ্ছে আমি বুজতে পারছি, কেউ হয়তো ভাবছেন যে বইটি ইসলাম বিরুধী কারন ইসলামে তো বলে যে মানুষ মরশীল, মানুষকে মৃতবরন করতেই হবে।
তাহলে এখানে এই বিধঘুটে শব্দটি ব্যবহৃত কেন হয়েছে যে, মৃত্যুহীন প্রান!
আমি বলবো এটি কোনো বিভ্রান্তিকর বা বিধঘুটে শব্দ নয়।

কবির সেই উক্তি মনে আছে কি?
কবি বলেছিলেন এমন জীবন করিবে গঠন মরিবে তুমি কাদিবে ভূবন।
তার মানে এমন কোনো মহৎ কাজ কোনো ব্যাক্তি করে যেতে পারে পারে তাহলে তার নাম মৃত্যুর পরেও লোকে মনে রাখবে।

কিছু বুঝেছেন?
বইয়ের নাম মৃত্যুহীন প্রান কেনো নামকরণ করা হয়েছে?
কারন এ বইয়ে এমন কিছু ব্যক্তিকে নিয়ে লেখা হয়েছে যাদের মৃত্যুর পরেও তাদের নাম যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে।

এমন অনেকে লোক ছিলেন যারা নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্যর জন্য।
যারা সবসময় অপরের উপকারের জন্য কাজ করে গেছেন।

যারা সবসময় অন্যর কষ্টকে নিজের করে নিয়েছে।
নিজের সুখকে সবার সাথে ভাগ করে নিয়েছে।
ইত্যাদি ইত্যাদি লোকেদের নিয়েই এ বইটি লেখা।

বইটির সুচিপত্রঃ


বইয়ের নামঃ মৃত্যুহীন প্রান
বইয়ের লেখকঃ আবদুস শহিদ নাসিম।
পৃষ্ঠা সংখ্যাঃ ২৪২ টি।
বইয়ের ধরনঃ ইসলামিক বই।
পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
Google Drive Link

#বইটি ইন্টারনেট থেকে সংগীত।

#লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

2 thoughts on "মৃত্যুহীন প্রান পিডিএফ বই | Mirtuhin Pran Pdf Book"

  1. STI Lover Author says:
    Name tai to voyanok.
    1. স্বপ্ন Author Post Creator says:
      হ্যাঁ ভাই।

Leave a Reply