মাইন্ডসেট: চেন্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল বই রিভিউঃ
মাইন্ডসেট বইটিতে ৮ টি অধ্যায় রয়েছে, প্রতিটা অধ্যায়ে ৮-১৫ টি লেসন রয়েছে।
প্রতিটি লেসনই খুবই গুরুত্বপূর্ণ, যা পড়তে খুবই ভালো লাগে।
একজন ব্যক্তি সফলতা অর্জনের বা লাভের পেছনে অনেক ব্যর্থতার রহস্য রয়েছে, আমরা কেউই ব্যর্থতার রহস্য শুনতে আগ্রহী নই।
আমরা শুধু লোকটির সাফল্যটাকেই বড় করে দেখি এবং ভাবি সাফল্য অর্জন করা কি আর ব্যপার ।
একটানা একটা কাজ ছয়মাস বা বছরখানেক করবো টুপ করে সফলতা এসে পড়বে।
আপনার ধারনা যদি এরকমটা হয় তাহলে আপনি খুবই বোকা, সাফল্য শুধু পরিশ্রম করলেই আসবেনা, পরিশ্রম করার ও কিছু কলাকৌশল রয়েছে যা আপনাকে শিখতে হবে।
আপনি যদি সত্যিই সাফল্য লাভ করতে চান তাহলে যারা সফল তাদের কাছ থেকে খুটিয়ে খুটিয়ে ব্যর্থতার কাহিনী শুনুন।
ব্যর্থতার গল্প শুনে আপনি অনেক বেশী লাভবান হবেন, যে লাভবানের কথা আপনি কখনোই কল্পনা ও করেননি।
আপনি ব্যর্থতার গল্প শুনে সতর্ক হয়ে যাবেন উনি কোন কাজ গুলোর জন্য ব্যর্থ হচ্ছিল বারবার।
জেনে যাওয়ার পরে আপনি ওই কাজগুলো এড়িয়ে চললেই আপনি সফলতার বা সাফল্যর নাগাল পেতে সহজ হবে।
কিভাবে কোনো কাজে সাফল্য লাভ করবেন তার জন্য আপনাকে কাজের কলাকৌশল শিখতে হবে,
কলাকৌশল শেখার জন্য আপনি মাইন্ডসেট বইটি পড়ুন।
প্রতিটা টপিক বা গল্প লেখক তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নিয়ে লিখেছেন।
বইটি পড়ার শুরুতে ………………………
বইটির কয়েকটা পৃষ্ঠা পড়েই আমি মাইন্ড নিয়ে ভাবতে শুরু করলাম।
বইটির কয়েকটি পৃষ্ঠা পড়েই কিছু একটা আচ করতে পেরেছি এবং নিজের ভিতরে পরিবর্তন ফিল করছি।
আপনি যদি একজন চিন্তাশীল লোক হন তাহলে মাইন্ডসেট বইটি পড়ে আপনার চিন্তাকে আরো প্রসারিত করতে পারবেন।
বইয়ের সূচিপত্রঃ
বইয়ের নামঃ মাইন্ডসেট: চেন্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল
বইয়ের লেখকঃ ক্যারল এস ডিউইক
অনুবাদকঃ ফারজানা রহমান শিমু
পৃষ্ঠা সংখ্যাঃ ২৭০ টি।
বইয়ের ধরনঃ মোটিভেশনাল ও মেডিটেশন
পিডিএফ সাইজঃ ৩৬ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
Download pdf book
ভূলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com