Be a Trainer! Share your knowledge.
Home » Pdf books » স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ pdf download – ১ম ও ২য় খণ্ড (+ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২১ pdf)

স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ pdf download – ১ম ও ২য় খণ্ড (+ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২১ pdf)

স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ বই রিভিউঃ

ইংরেজী সাবজেক্ট টি হলো একটি ভয় ভীতির, খুবই শক্ত একটি সাবজেক্ট আমরা মনে করি, আর ইংরেজী ভাষা শেখা তো আরো শক্ত মনে হয় আমাদের নিকট। এই কঠিন বিষয়টাকে সহজ করার জন্যই এই বই আমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। ইংরেজী ভাষাটা হলো সকল ভাষার প্রান, এই ভাষা ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব।

ইংরেজী শেখার জন্য যদি একটি ভালো বই খুজেঁন আপনি তাহলে আমি কিছু না ভেবেই বলে দিবো আপনাকে যে স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ বইটা পড়েন। এই বইটি কেন আপনাকে আমি সজেস্ট করছি, কারণ হলো এই বইটিতে ভালোমনের মসলা রয়েছে।

যারা গ্রামারের হাজারো রুলস না পড়ে সংক্ষেপে ইংরেজী ভাষাটা কিছুটা শিখে ভাষাটার মজা উপভোগ করতে চান তাহলে আমি এ বহটাকে রেকমেন্ড করবো পড়ার জন্য। আর যদি আপনি গ্রামার অনুযায়ী সবকিছু স্টেপ বাই স্টেপ একটু একটু শিখে ইংরেজী ভাষাটাকে শিখতে চাচ্ছেন তাহলে আপনি ইংলিশ থেরাপি pdf বইটি পড়ুন। আমার দেখা
স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ বইটি একটি সেরা বই ইংরেজী শেখার জন্য।

এই বইটিতে রয়েছে ১০১ টি Basic English pattern, প্রতিটি প্যাটার্নের ভিতরে রয়েছে অনেক মিষ্টি মিষ্টি গুরুত্বপূর্ণ শর্ট সেন্টেন্স যা আয়ত্ত করা খুবই ইজি। এবং ইংরেজি বাক্য গঠন করার জন্য ৭০টি গুরুত্বপূর্ণ রুলস যেগুলো শেখা একান্তই জরুরী। আমরা ডায়ালগ পড়তে পছন্দ করি তাই লেখক ৫০০ টি কমন ইংরেজি ডায়ালগ এ বইয়ে দিয়েছেন। এছাড়াও বইটিতে রয়েছেঃ ১। ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি গুরুত্বপূর্ণ রুলস। ২। ১০০০টি গুরত্বপূর্ণ ভােকাবুলারি। ৩। ৫০০টি গুরুত্বপূর্ণ Idioms and phrases. ৪। ১০০টি গুরুত্বপূর্ণ Abbreviation
wajalcat (Speaking & vocabulary) ৫। ফ্রি অ্যাপ ব্যবহার করে ইংরেজি শেখার নিয়মাবলী। ৬। ইংরেজি বড় বাক্য তৈরির টেকনিক বা ফ্রিহ্যান্ড রাইটিং
ইংরেজীর কমন ভুল ও গ্রামাটিক্যাল রুল অনুযায়ী সংশােধন। ইত্যাদি ইত্যাদি।

বইয়ের নামঃ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ
বইয়ের লেখকঃ ফরিদ আহমেদ
পৃষ্ঠা সংখ্যাঃ ১০৩২ টি।
বইয়ের ধরনঃ ইংরেজী শেখার বই
পিডিএফ সাইজঃ ৯ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Download Now

[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com[/b]

3 years ago (Sep 06, 2021)

About Author (244)

স্বপ্ন
author

আমার ওয়েবসাইটটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো, এখানে প্রবেশ করলে হাজারো টিপস এন্ড ট্রিকস ও PDF পাবেনwww.trendbnow.com

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version