Be a Trainer! Share your knowledge.
Home » Pdf books » কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা Pdf download

কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা Pdf download

কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা বই রিভিউঃ

একটি মানুষ কি রকমের তার একটা ছাপ পাওয়া যায় লোকটির পোশাক দেখে। বর্তমান সময়ের জন্য এ বইটি খুবই উপকারে আসবে আমাদের। আমরা অনেকেই জানিনা পুরুষের বা মহিলাদের পোশাক কি রকম হওয়া উচিৎ। কিরকম পোশাক পরা ইসালামের দৃ‌ষ্টিতে জায়েজ রয়েছে।

পুরুষ, মহিলা উভয়ের ই পর্দার বিধান, কিভাবে পর্দা করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এবং নারীদের নাক, কান ফোড়ানো সহ অনেক তথ্য দেওয়া আছে বইটিতে। আমাদের পোশাকের রং কেমন হওয়া উচিত তা সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবেন।
এই বইটি লেখক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাদিসের আলোকে লিখেছেন; প্রতিটি বিষয়ই বৈধ হাদিস থেকে জেনে সেটি নিয়ে লিখেছেন।

বইটি পড়লে অনেক কিছুই জানতে পারবেন, পোশাক পরিধান করার নিয়ম কানুন গুলো, পোশাক পরিধান করার সময়ের দোয়া, এবং পুরুষেরা কি ধরনের পোশাক পরতে পারবে আবার মহিলা কি ধরনের পোশাক পরিধান করতে পারবে তা নিয়ে আলোচনা রয়েছে। আমি মনে করি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের বইগুলোর মধ্যে এটি অন্যতম একটি বই। বইটির সূচিপত্রে চোখ বুলালেই বুঝতে পারবেন বইটা কতোটা ভালো। প্রতিটি মুসলিম ভাই বোনের এই বইটা পড়া উচিৎ।


বইয়ের নামঃ কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
বইয়ের লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
পৃষ্ঠা সংখ্যাঃ ৩৭০ টি।
বইয়ের ধরনঃ ইসলামিক বই
পিডিএফ সাইজঃ ৭৮ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
3 years ago (Oct 03, 2021)

About Author (244)

স্বপ্ন
author

আমার ওয়েবসাইটটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো, এখানে প্রবেশ করলে হাজারো টিপস এন্ড ট্রিকস ও PDF পাবেনwww.trendbnow.com

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version