হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।
Topic : Print Coloured Text At Python
কিছু কথা :
আমরা যারা Python প্রোগামিং এ বিগিনার আছি। তারা এর মধ্যেই বিভিন্ন টুলস এ অনেক সুন্দর সুন্দর রঙিন টেক্সট দেখতে পাই। তো তখন আমাদের ও ইচ্ছে হয় এভাবে নিজের প্রোগামিং এ রঙিন টেক্সট ব্যবহার করতে। কিন্তু অনেকেই সেটা পারিনা।
তো, আজকে আমি দেখাবো যে কিভাবে Python প্রোগামিং এ নিজের ইচ্ছে মত রং এর টেক্সট ব্যবহার করতে পারেন।
এবার কাজের কথায় আসা যাক।
তো প্রথমেই নিচের লিংকে থেকে কালারিং ফাইল টি ডাউনলোড করে নিন।
Python Shell Colouring Code – Drive Link
এবার ফাইলটি ডাউনলোড হয়ে গেলে Pydroid3 ওপেন করে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন!
এবার Open বাটনে ক্লিক করুন
এবার এখান থেকে Internal Storage এ চলে যাবেন।
তারপর একটু আগে ডাউনলোড করা ফাইল টি এখান থেকে খুঁজে বের করে ওপেন করবেন।
ফাইলটি ওপেন করলে নিচের মত দেখতে পাবেন। এখানে কালার কোড দেওয়া আছে।
আপনি যে যে কালার ইউজ করতে চান সেই লাইন এখান থেকে কপি করে নিন।
তারপর আবারও নিচের আইকনটিতে ক্লিক করবেন।
এবার New বাটনে ক্লিক করবেন।
তো এবার আপনার কপি করা কালার কোড গুলো এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে red , yellow , green , blue এবং purple ব্যবহার করতে চাই। তাই আমি এই পাঁচটি কালার কোড এখানে পেস্ট করলাম।
এবার যে টি কালার করা টেক্সট হিসেবে দেখাতে চান তার আগে নিচের মত করে কালার কোডটির নাম লিখে দেবেন।
তো দেখুন এখন থেকে যা লেখা হচ্ছে সব red কালার হয়ে যাচ্ছে।
তো আবার এটাকে আমি সবুজ রং করতে চাই। তাই এর আগে আমি green লিখে দিলাম।
দেখুন ওইখান থেকে আবার সব লেখা সবুজ হচ্ছে।
তো এবার কথা হলো কিভাবে কালার করা বন্ধ করে দেব। মানে আগে যেরকম ছিল টেক্সট সেরকম দেখাতে চাই। তো এর জন্য ডাউনলোড করা ফাইলটি থেকে color_off এর কোডটি পেস্ট করতে হবে।
এবার যেখান থেকে রং করা বন্ধ করতে চান সেখানে নিচের মত print(color_off) লিখে দিন।
তো দেখুন ওখান থেকে আবার সব কালার বন্ধ হয়ে গেছে।
তো আজকে এই পর্যন্তই ছিল।
My YouTube Channel
কোথাও কোন সমস্যা হলে What’s App Group এ জানাতে পারেন। Solve করে দিব ইনশাআল্লাহ।
ROC-X What’s App Group
পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা/ভুল হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
kon programing language diye learning shuru korle valo hobe.
Hacking er jonno Amar kache best Mone hoy Python…
R Python shikhle onno shob language Shikha onek easy hoye jay