আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা ট্রিকবিডির এর সাথে থাকেন তাদের অবশ্যই ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারেন। তো বেশি কথা বলবো না চলুন শুরু করা যাক।
তো শুরু করি★★
তিন ওয়ানডের সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।
এ মাসের শেষ সপ্তাহে কলম্বোয় তিনটি ওয়ানডে হওয়ার কথা সোমবার দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শ্রীলংকায় গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন ভয়াবহ বোমা হামলার কারণে এই সফর চূড়ান্ত হওয়ার বিষয়টি গত মে মাস থেকে ঝুলে ছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রয়োজন আছে বলে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এর আগে গত মার্চ মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউ জিল্যান্ড সফরের সময় ক্রাইস্টচার্চের মসজিদে গোলাগুলিতে অনেক হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়েছিল।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৬ জুলাই। পরের ম্যাচ দুটি হবে ২৮ ও ৩১ জুলাই। বাংলাদেশ দল শ্রীলঙ্কা ছাড়বে ১ অগাস্ট। সবগুলো ম্যাচ হবে দিবা-রাত্রির।
বি: দ্র: create by Bdnews24.com
আপনাদের যেকোনো বিষয়ে হেল্প লাগলে আমাকে facebook এ inbox করুন। আমি সমাধান করার জন্য চেস্টা করবো ইনশাআল্লাহ।
my fb link
তারপর পোস্ট করুন ধন্যবাদ।