গুগল ওয়েবসাইট এবং ব্লগ অওনারদের জন্যে একটা ওয়ার্ডপ্রেস প্লাগিন রিলিজ করেছে গতকাল। অবশ্যই ডেভেলপার/বেটা ভার্সন অনেক আগে থেকেই ছিল। কিন্তু, এবারেরটা স্ট্যাবল!

  • নাম: সাইট কিট (Google Site Kit)

ডাউনলোড লিঙ্ক – https://wordpress.org/plugins/google-sitekit/

কি কি করা যাবে বা পাওয়া যাবে এই প্লাগিনটা দিয়ে?

১। সার্চ কনসোল ডাটা
২। গুগল এনালাইটিক্স ডাটা
৩। গুগল অ্যাডসেন্স ডাটা

৪। গুগল পেইজস্পিড ডাটা
৫। ট্যাগ ম্যানেজার
৬। গুগল অপ্টিমাইজ ডাটা।

তারমানে, এখন থেকে আপনাকে শুধু সাইট কিট ইন্সটল করলেই হবে, আলাদা করে গুগল এনালাইটিক্স এর জন্যে কোন প্লাগিন ইউজ করা লাগবে না। সার্চ কনসোল এবং গুগল অ্যাডসেন্সে ঢুকতে হবে না আলাদা করে, পেজস্পিড ডাটা এবং গুগল অপ্টিমাইজ ডাটা অটো দেখাবে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে।

আশা করি কাজে লাগাতে পারবেন এই প্লাগিনটি।

শেয়ার করে দিন সবার সাথে। 

3 thoughts on "Google Site Kit- (গুগল) ওয়ার্ডপ্রেস প্লাগিন রিলিজ"

  1. ArijitRoy Contributor says:
    Join This : https://t.me/cr_prmium shob rokomer giveaways hoi netflix ,prime video,spotify etc ami paisi vypr vpn premium account

    {Not A Spam}

  2. AJ sabbir Author says:
    গুড। বাট পোষ্টটা একদম সর্ট

Leave a Reply