হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন ?

আশা করি খুবই ভালো আছেন ।

আজকের আমার এই পোষ্টটি এসএসসি পরিক্ষার্থীদের জন্য খুবই উপকারী একটি পোষ্ট । তাই পরিক্ষার্থীরা অবশ্যই পোষ্টটি মনযোগ সহকারে পড়ুন ।আজ আমি জানাবো যে, কিভাবে এসএসসি রেজাল্ট পুনঃনিরিক্ষা করার নিয়ম । তো চলুন শুরু করি ।

পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত। আবেদন করা যাবে যেকোনো মোবাইলের সিম থেকে নির্দিষ্ট নিয়মে এসএমএসের মাধ্যমে। এসএমএস পাঠানোর নিয়ম নিচে বিস্তারিত দেয়া আছে।

উল্লেখ্য,

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার এ বছর পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

পরীক্ষা :

সমমান ২০২১ ফলাফল প্রকাশ করেছে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে ।

পুনঃনিরীক্ষন

পুনঃনিরীক্ষণ আবেদনের তারিখ : ৬ই জানুয়ারি ২০২২ পর্যন্ত ।

পুনঃনিরীক্ষণ ফি : ১২৫ টাকা প্রতি পত্রের জন্য ।

পুনঃনিরীক্ষন রেজাল্ট : এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে শুধুমাত্র টেলিটক মোবাইলের Message অপশনে গিয়ে rsc লিখে Space দিয়ে আপনার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে Space দিয়ে Roll লিখে Space দিয়ে Subject Code লিখে 16222 নম্বরে Send করতে হবে। 1. Send করার পরে টেলিটক থেকে Pin Code সহ একটি Message আসবে এবার Pin Codeটি তুলে নিতে হবে। 2. দ্বিতীয়বার Message অপশনে গিয়ে rsc লিখে Space দিয়ে yes লিখে Space দিয়ে Pin Code লিখে Space দিয়ে নিজস্ব মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে Send করতে হবে। যেমন- rsc yes 123456 01700000000 Send 16222 3. এবার টেলিটক থেকে ট্র্যাকিং নং সহ Message গ্রহণের একটি বার্তা আসবে। 4. একাধিক বিষয় নীরিক্ষণ করতে বিষয় কোড নম্বর লিখতে হবে কমা দিয়ে যেমন- 101,107,109,127 5. ফি প্রতি পত্র ১২৫/- একশত পঁচিশ টাকা মাত্র (চার্জ প্রযোজ্য) এসএসসি বিষয় কোড BANGLA – 101

ENGLISH – 107

MATHEMATICS – 109

GEOGRAPHY AND ENVIRONMENT – 110

ISLAM AND MORAL EDUCATION – 111

HIGHER MATHEMATICS – 126

SCIENCE – 127

AGRICULTURE STUDIES – 134

PHYSICS – 136

CHEMISTRY – 137

BIOLOGY – 138

CIVICS AND CITIZENSHIP – 140
BUSINESS ENTREPRENEURSHIP – 143
ACCOUNTING – 146
PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147 HOME SCIENCE – 151 FINANCE AND BANKING – 152 HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153

INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154

CAREER EDUCATION – 156

তো বন্ধুরা, আজ এপর্যন্তই । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন । এই আশায় এখানেই শেষ করছি । সবাইকে নমষ্কার ।

এই পোষ্টটি অনেক কাজের মধ্যে খুব অল্প সময়ে লিখেছি , তাই সাজিয়ে লিখতে পারিনি, পড়ে ঠিক করে দিতে চেষ্টা করব ।

8 thoughts on "জেনে নিন, কিভাবে SSC ফলাফলের পুনঃনিরিক্ষার জন্য কিভাবে আবেদন করবেন?"

  1. Taufik Hasan Contributor says:
    কৃষি বোড চ্যালেন্জ করা যচ্ছে না কেন?
  2. Mr.Juel Contributor Post Creator says:
    RSC 134

    16222 নম্বরে সেন্ড করুন ।

    Send করার পরে
    টেলিটক থেকে Pin Code সহ একটি Message আসবে এবার Pin Code টি কপি করে নিতে হবে।
    তারপর Message অপশনে গিয়ে rsc লিখে Space দিয়ে yes লিখে Space দিয়ে Pin Code লিখে Space
    দিয়ে নিজস্ব মোবাইল
    নম্বর লিখে 16222 নম্বরে
    Send করতে হবে। যেমন- rsc yes 123456 01×××××××××

  3. Md Al-Amin Islam Contributor says:
    বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে বলতে পারেন???
    1. Mr.Juel Contributor Post Creator says:
      এটা আগে থেকে বলা সম্ভব নয়। তবে খুব দ্রুত এবারের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা
      হবে বলে ধারণা করা
      যাচ্ছে। কারণ সামনে
      একাদশ শ্রেণির ভর্তি
      কলেজের একাদশ শ্রেণির
      ভর্তিতে কেবলমাত্র
      পুনঃনিরীক্ষণ ফল
      পরিবর্তিতদের নতুন করে
      আবেদন করা সুযোগ দেওয়া হবে।
      শুধুমাত্র পুনঃনিরীক্ষণে
      ফলাফল পরিবর্তন হয়েছে এমন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ২২/০১/২০২২ থেকে
      ২৩/০১/২০২২ খ্রি. তারিখ
      পর্যন্ত। সে হিসাবে বলা যায়, ২০২১ সালের পুনঃনিরীক্ষণ ফলাফল
      ২২ জানুয়ারির আগে
      প্রকাশিত হবে। কারণ ফলাফল
      পরিবর্তন হলে তারা
      আবারো আবেদন করতে
      পারবে।
  4. Abdus Sobhan Author says:
    Board Challenge এর a\Result kobe?
    1. Mr.Juel Contributor Post Creator says:
      এটা আগে থেকে
      বলা সম্ভব নয়। তবে
      খুব দ্রুত এবারের
      উত্তরপত্র
      পুনঃনিরীক্ষণ করা
      হবে বলে ধারণা
      করা
      যাচ্ছে। কারণ
      সামনে
      একাদশ শ্রেণির
      ভর্তি
      কলেজের একাদশ
      শ্রেণির
      ভর্তিতে
      কেবলমাত্র
      পুনঃনিরীক্ষণ ফল
      পরিবর্তিতদের নতুন
      করে
      আবেদন করা সুযোগ
      দেওয়া হবে।
      শুধুমাত্র
      পুনঃনিরীক্ষণে
      ফলাফল পরিবর্তন
      হয়েছে এমন
      শিক্ষার্থীদের
      আবেদন গ্রহণ করা
      হবে ২২/০১/২০২২
      থেকে
      ২৩/০১/২০২২ খ্রি.
      তারিখ
      পর্যন্ত। সে
      হিসাবে বলা যায়,
      ২০২১ সালের
      পুনঃনিরীক্ষণ
      ফলাফল
      ২২ জানুয়ারির আগে
      প্রকাশিত হবে।
      কারণ ফলাফল
      পরিবর্তন হলে
      তারা
      আবারো আবেদন
      করতে
      পারবে।
    2. Mr.Juel Contributor Post Creator says:
      22 January এর মধ্যে

Leave a Reply