আসসালামু আলাইকুম।
সবাই পবিত্র রমজান মোবারকের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।

আশা করি আল্লাহ্’র রহমতে সবাই ভালোই আছেন ।
আমাদের আজকের টপিক, কিভাবে মোবাইলে ওয়াইফাই কানেকশন এবং ফুল চার্জ দেখিয়ে
বন্ধুদের সাথে মজা করা যায় ।
আমরা অধিকাংশ মানুষই গ্রামে জন্মগ্রহণ করেছি।
আমাদের বন্ধুরা সবাই কিন্তু মোবাইল সম্পর্কে তেমন কিছু জানা ।
তাই আমরা বলতে গেলে বন্ধুদের সাথে মোবাইলের মাধ্যমে অনেক মজা করতে পরি।
এখন আমরা ২টি বিষয়কে কাজে লাগিয়ে বন্ধুদের সাথে মজা করবো।

১. গ্রামে লোডশেডিং সমস্যার কারণে আমাদের মোবাইলে ফুল চার্জ থাকেনা । তাই আমরা বন্ধুদের সবসময় ফুল চার্জ দেখিয়ে মজা নেওয়ার জন্য এই ট্রিকটি ব্যবহার করতে পারি ।

২. গ্রামে ব্রডব্যান্ড কানেকশন সব জায়গায় পাওয়া যায়না । তাই আমরা বন্ধুদের ওয়াইফাই কানেকশন দেখিয়ে মজা নেওয়ার জন্য এই ট্রিকটি ব্যবহার করতে পারি ।

তো চলুন শুরু করা যাক ।

স্ক্রিনশটগুলো ফলো করুন।
》Settings

》About Phones

》Software Information

》Build Number (পরপর ৫-৭ বার ক্লিক করুন)

এবার পিছনে(Back) আসুন। তারপর,
》Developer Options

》Demo Mode

》Enable Demo Mode চালু করে দিন। তারপর Show Demo Mode চালু করে দিন।

এবার নোটিফিকেশন বারে লক্ষ্য করুন ফুল চার্জ এবং ওয়াইফাই কানেক্টেড দেখাচ্ছে।


ফিচারটি বন্ধ করার জন্য একই ভাবে সুইচটি অফ করে দিলেই হবে।

তো বন্ধুরা আজ এই পর্যন্তই ।
আল্লাহ্ হাফেজ।

18 thoughts on "অফসাইড এলাকায় মোবাইলে ওয়াইফাই কানেকশন এবং ফুল চার্জ দেখিয়ে বন্ধুদের সাথে মজা নিন।"

  1. Uzzal Mahamud Pro Author says:
    kharap na valo
  2. ABUBOKOR Contributor says:
    আ*লের পরিচয়
    1. shOhAn Mollik Contributor says:
      Haha…
  3. Fahim Sarkar Contributor says:
    আগে থেকেই জানি,তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ
  4. NS Sabur Legend Author says:
    এটা সব মোবাইলে হয়???
  5. Shaon Ahmed Siam Contributor says:
    Option nei to
  6. DreamStar RoNy Contributor says:
    Eisob moga post kora bad den
  7. MD Eusuf Khan Contributor says:
    bro amar phn a to ai setting ta nai
    amar phn symphony v130
  8. Md Al-Amin Contributor says:
    টাইম বলে একটা জিনিষ আছে, শুধু চার্জ ১০০% দেখাইলেই হবে! ঘড়ির টাইম কে চ্যাঞ্জ করবে, আর সব মোবাইলে এই অপশনটা নাই,,,আজাইরা পোস্ট
  9. HQ Shakib Pro Author says:
    Bro ei option tai to nai.
  10. Nur Md Nirob Contributor says:
    সময় টা ৫ টা থেকে ৮ টা হয়ে গেছে ৷ ওটা আপনার মতো আ* বুঝবে ৷
  11. SR Shoruv Author says:
    এসব পোস্ট delete করা হয় না কেন?
  12. Naim12 Contributor says:
    কমেন্ট পড়তে এসে ছিলাম।।পড়ে বেহুশ
  13. rex boy Contributor says:
    jak…moja to mojai. nice?

Leave a Reply