বিসমিল্লাহির রহমানির রহিম
তাহলে চলুন শুরু করা যাক
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিতে হবে। অথবা যাদের অ্যাপ আছে আপডেট করে নিতে হবে। এই ফিচারটি আপডেট পাওয়া যাবে শুধু। স্কীন্সট ফলো করুন।
প্রথমে মেসেঞ্জার ওপেন করে নিতে হবে। তারপর যার সাথে স্কীন শেয়ার করবেন থাকে ভিডিও কল দিতে হবে।
ভিডিও কল দেওয়ার পর স্কীন্সট অনুযায়ী নিচ থেকে ঠান দিতে হবে। তারপর স্কীন শেয়ারে ক্লিক দিন।
তারপর হুম স্কীনে চলে যান সেখানে প্রবলেম সেখান শেয়ার করে দিন।
তারপর যেখানে প্রব্লেম সেখান থেকে প্রবলেম দেখিয়ে দিন আর সব দিছু দেখতে পারবে আপনার বন্ধু। এই ফিচার টি ফলে টিম ভিউয়ার অ্যাপ মত আর চালতে হবে না। মেসেঞ্জারে মাধ্যমে সব কিছু করা যাবে।
আজকের পোস্টি এখানে শেষ দেখা হবে পরবর্তী পোস্টে।
বিদ্রঃ অনলাইন ইনকাম করতে হলে যেকোন ধরনের হেল্পে র জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জইন দিতে পার। সব ধরনের হেল্প করা হবে।
12 thoughts on "মেসেঞ্জার দিয়ে স্কীন শেয়ার || মেসেঞ্জারে নতুন ফিচার ||"